বিয়েতে উকিল বাবা এবং আমাদের একটি মারাত্মক ভূল ধারণা
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০১ এপ্রিল, ২০১৪, ০৬:২৫:২১ সন্ধ্যা
আমাদের দেশে বিয়েতে উকিল বাবা একটি বহুল প্রচলিত নিয়ম। আমরা উকিল বাবা বলতে যা বুঝি তা হচ্ছে, একজন সাক্ষী যিনি বরের বিয়ের করার ইচ্ছা কনের কাছে পৌছে দিবেন এবং কনের অনুমতি নিয়ে আসবেন। যাকে উকিল বাবা বলা হয়। এবং কনে পরবর্তীতে তাকে উকিল বাবা বলে থাকে। এবং দেখা যায় সারাজীবন উনাকে বাবা বলে সম্মধন করে থাকে। কিন্ত ইসলাম ধর্মে কি উকিল বাবা বলে কি কোন বিষয় আছে? প্রথম কথা উকিল বাবা বলে ইসলাম ধর্মে কোন বিষয় নাই। এটি আমাদের দেশে প্রচলিত একটি ধারণা। যা অনেকটা নিয়মে পরিণত হয়েছে। তবে বিয়েতে সাক্ষী একটি অপরিহার্য বিষয়। যিনি কনের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং তাকে অবশ্যয় মেয়ের সাথে এমন সম্পর্কে সম্পর্কিত হতে হবে যার সাথে মেয়ের বিয়ে হারাম। যেমন মেয়ের চাচা বা মামা। এর বাইরে না হওয়ায় ভাল। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় উকিল বাবার সাথে মেয়ের খুব ফ্রিলি সম্পর্ক থাকে। এবং আমাদের দেশে মেয়ের উকিল বাবার সাথে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক। ইসলাম অনেক সুন্দর একটি জীবন ব্যাবস্থা। আমরা প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনটাও হবে অনেক সুন্দর।
বিষয়: বিবিধ
২১৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। মেয়ের পিতা নিজেও বিয়ের উকিল (যা আমরা উকিল বাবা হিসাবে বলি) হতে পারবেন। আইনে কোন বাধা নাই।
২। মাহ্রাম কাউকে উকিল বাবা করাই সবচেয়ে ভালো।
৩। অনেক সময় সামাজিক কোন কারনে, বা প্রভাবশালীর আস্থাভাজন হতে, বা কোন প্রভাবশালীকে সম্মান দিতে, বা সামাজিক কোন কূটকৌশলগত কারনে মাহ্রামের বাইরে উকিল নিযুক্ত করবার প্রাক্টিস আছে।
৪। গায়ের মাহরামের উকিল হতে আইনে কোন বাধা নাই। (ফিতনা এড়াতে সবকিছু মাহ্রামদের ঘিরেই করা উচিত)।
মন্তব্য করতে লগইন করুন