আজ আমার মন খারাপ ........

লিখেছেন লিখেছেন তোতামিয়া ১৭ জুন, ২০১৪, ১১:৩৮:৩৯ সকাল

কাজ না থাকলে মানুষের মাথায় অনেক অদ্ভুত চিন্তা আসে। মানুষের বুদ্ধি সাধারনত কঠিন পদার্থ। কাজ না থাকলে বুদ্ধি তরল হয়ে যায়। তখন অস্বাভাবিক কর্মকান্ড করে,আবোল-তাবোল চিন্তা করে।

মানুষের সবচেয়ে বড় সমস্যা হল বর্ণচোরা স্বভাব। নিজেকে অন্যের চোখে ভালো দেখানোর চেষ্টায় জীবন পার হয়ে যায়।

এধরনের নানান কথা গত দুইদিন যাবত মনে আসছে। কারন গত দুইদিন হাতে কোন কাজ নাই। কথা বলার কেউ নাই। তাই লিখে ফেলার চেষ্টা করছি। খানিক পরে দেখা গেল ঝোক কেটে যাবে লিখতেও ভালো লাগবে না।

মনে যা আসে তাই লিখতে ইচ্ছা করে।কিন্তু তা লেখার উপায় নাই। আসলে মনটা খুব উতলা হয়ে আছে। বাংলা উপন্যাস বা মধ্যবিত্তের প্রেম কাহিনী পড়লে এমন হয়। অনেক বার ঠিক করেছি গল্প উপন্যাস পড়ব না। প্রতিজ্ঞা রাখতে পারিনা। কাজ না থাকলে লোকের কাছে ধার করে বই পড়ি। মনের দুঃখ তাতে আরো বাড়ে। গত কয়েক বছর এভাবেই কেটে যাচ্ছে।

আমি ধর্মভিরু মানুষ। প্রেমটা ঠিকমত করতে পারলাম না।প্রেম করতে গেলে অপরাধবোধে ভুগি। নাচতে গিয়ে ঘোমটা দিলে চলবে কেন? যার সঙ্গে ভাব সে বললো ---হয় আমি, না হয় তোমার আকামের প্যানপ্যানানি। আমি ভীতু মানুষ; হিসাব করে দেখলাম মরার পরে সত্যি যদি জিজ্ঞেস করা হয় কি জবাব দিব? তাই প্রেম বাদ। কয়দিন পরে বিয়ে করলে বউয়ের সাথে প্রেম করা যাবে। দুনিয়া-পরকাল দুইটাই ঠিক।

মাঝে মাঝে,যখন কাজ থাকে না, তখন অবশ্য মনে হয় প্রেমটা করলে মন্দ হত না। মন খারাপের কারন আসলে এটাই।

মন খারাপ জিনিসটা মধ্যবিত্তের রোগ। উচ্চবিত্তের মন খারাপ হয় না কারন তাদের অধিকাংশ ক্ষেত্রে ঐ জিনিসটা থাকেই না।নিম্নবিত্তের পেটের তাড়না। মন খারাপের সময় কোথায়?

বাইরে বৃষ্টি হচ্ছে।মন খারাপ করার জন্য কর্মহীন বৃষ্টির দিনের চেয়ে উত্তম সময় আর নাই। মন ভালো করার জন্য অনেকের অনেক রকম পদ্ধতি থাকে। আমার তেমন কোন পদ্ধতি নাই। আমি অপেক্ষা করি। সময়টা কেটে গেলেই মন ভালো হয়ে যায়।

বিষয়: বিবিধ

২৪০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235712
১৭ জুন ২০১৪ দুপুর ১২:১৪
কুশপুতুল লিখেছেন : তোতামিয়ার মন ভাল না?
আপনার মন ভাল না. তাতে অন্য কারো কোন সমস্যা আছে?
হোমানে হাসতে পারেন না আপনি?
নাকি একটা ঘুষি দিমু?
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:১৯
182263
প্রবাসী মজুমদার লিখেছেন : হেতেরা এসব প্রেমের মাসলা মাসায়েল বিষয়ে কেডা শিখাইছে বুঝিনা। প্রেম কইত্তে না হাইল্লো আন্নে মরি যান মিয়া।
১৭ জুন ২০১৪ রাত ০৯:৪১
182445
তোতামিয়া লিখেছেন : জ্বী না;অন্য কারো সমস্যা নাই।
জ্বী হাসতে পারি। হাসাহাসি কোন ব্যাপার না।মানুষের মন খারাপ থাকলেও হাসতে পারে। ঘুষি দিতে পারেন।ঘুষি খেয়ে আমার অভ্যাস আছে।
কুশপুতুলকে তোতামিয়ার তরফ থেকে ধন্যবাদ।
235735
১৭ জুন ২০১৪ দুপুর ০১:০৯
১৭ জুন ২০১৪ রাত ০৯:৪৩
182447
তোতামিয়া লিখেছেন : আসলেই..
ধন্যবাদ।
235794
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:২৫
প্রবাসী মজুমদার লিখেছেন : যারা প্রেম করেনা তারা প্রেমিক হতে পারেনা। ওরা ভাব জানেনা। মানুষের পুরো মনটাই প্রেমের এক স্বর্গরাজ্যে। সে রাজ্যে থেকে কুড়িয়ে নেয়া প্রেমের অথৈ জলে কতবার যে হাবু ডুবু খেয়েছি, অ্যাই কইতাম হাইত্তান্ন।

আল্লাহর লগে প্রেম করি কত বই পড়েছি। রাতের গভীরে চুপে চুপে কথা বলেছি। কল্পিত জান্নাতের আশায় এখনও কত বড় বড় বাড়ী দালান কোটা বানিয়ে সেথায় ঘুমাই ইয়ত্তা নেই।

ছাত্র জীবনে কয়েক ডজন প্রেমের অভিনয় করেছি। আহ কি মজা সেই অনবদ্য প্রেমে। কতবার যে হারিয়ে গিয়েছিলাম প্রিয়সীর কলিজার ভিত্তে। হিতি নিজেও জানেনা। আবার না জানাই বাহির হই গেছি। হিতিরে লই কত কবিতা লিখছি। আবার হালাই দিছি। সেই কবে থেকে নিজের সাথে নিজে হাজার বার প্রেমের চ্যাকা খেয়ে আহত হয়েছি। লিখতে শিখেছি কবিতা....।

ধন্যবাদ। ফান করলাম ভাই।
১৭ জুন ২০১৪ রাত ০৯:৪৪
182449
তোতামিয়া লিখেছেন : ফান করতে পারাটা ব্যাপক সক্ষমতার বিষয়।সবাই পারে না।
প্রবাসী মজুমদার সাহেবকে অভিনন্দন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File