৩১ জানুয়ারী হরতাল চলাকালে বগুড়ায় শহীদ হন ইসলামী ছাত্রশিবির সরকারি আযিযুল হক কলেজ (পুরাতন ভবন) জোন সভাপতি আবু রুহানীর । তাঁকে নিয়ে কয়েকটি পঙক্তি......
লিখেছেন লিখেছেন তোতামিয়া ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫২:৪৮ রাত
রুহানীর রূহ থেকে যে জ্যোতির্ময় আভা নিঃসরিত হচ্ছে
তার রাঙা আলোয় রক্তলাল চারিদিক
রুহানীর তেজোদ্দিপ্ত খুন পিচ্ছিল করে তুলেছে জালিমের পথ
ওদের ক্ষমতার দম্ভ আর জুলমাতের পয়গাম পথ হারিয়ে ছুটে পালাচ্ছে দিগ-বিদিক।
প্রিয় রুহানী, জান্নাতের দহলিজ থেকে জান্নাতি ফুল হাতে তুমি ডাকছো আমায়
চিরস্থায়ী সে ঝর্নাধারা ছেড়ে পাপ-পংকিল দুনিয়ায় কে থাকতে চায়!
'মিজান'-এর প্রাণ ভারি করে তুলেছে হায়েনাদের পাপের পাল্লা
আহ! কি ভুল সওদা করলো পথভ্রষ্ট জালিমের দল!
কাল ময়দান-এ-কিয়ামাতে সাক্ষ্য দেবে এদের হাত, পা-সমেত লজ্জিত মুখমন্ডল।
মিজান(আন্দোলনের আরো একজন শহীদ)! প্রিয় সাথী, সৎ ব্যবসায়ী ছিলে তুমি, ছিলে খোদা-অন্তপ্রাণ
শত খোদাদ্রোহী কাপুরুষের সাথে একাই লড়েছ তুমি, জান করে কোরবান।
আব্দুল্লাহ! গোলাম-এ-ইলাহী! অস্রধারী সরকারী বাহিনীর বুলেট তোমার বক্ষ বিদীর্ণ করার আগেই তোমার প্রশান্ত আত্না পৌঁছে গিয়েছিল জান্নাতে
যুগ সন্ধিক্ষণের এই নিকষ কালো রাতে তোমাদের কোরবানী-ই আমাদের পৌঁছে দেবে আগামীকালের প্রাতে।
এই লড়াইয়ের আঁচ থেকে যারা মুক্ত,ঘরের কোণে বসে যারা হাঁফ ছাড়ছে প্রশান্তির
করুণা তাদের জন্য আর শত ধিক
শহীদদের রক্ত, শহীদ জননীর চোখের পানি মাড়িয়ে কোন মুখে তারা মাগবে মাগফিরাতের ভিখ!
বিষয়: সাহিত্য
১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন