কালেরকন্ঠের মানসিকতার নমুনা!
লিখেছেন লিখেছেন রোয়ান অ্যাটকিনসন রাসেল ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৪:১৪ সন্ধ্যা
লিপোডিসট্রফি নামের একটা রোগ আছে যে রোগ হলে একধরণের প্রোটিনের প্রভাবে মানুষ চামড়া বৃদ্ধের মত কুচকে যায়, বয়সের ছাপই না শুধু এক প্রকার বৃদ্ধই হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যায়ও। এই রোগ আমার মতে সবচেয়ে দুঃখজনক পরিণতি একটা মানুষের জন্যে!
এবার একই রোগে আক্রান্ত এক ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে কোন এক কেন্দ্রে, খুব ভালো লাগলো মনোবল, ইচ্ছে দেখে (দেখতে হয়তো বিদঘুটে লাগতে পারে এই রোগীকে!) কালের কন্ঠ নিউজ করেছে " এসএসসি পরীক্ষা দিচ্ছে এলিয়েন " কতবড় শূকর হলে আপনি এই কথা বলতে পারেন বলুনতো যেখানে সেই শিক্ষার্থীকে দেখে খুব সহানুভূতি জাগার কথা? বসুন্ধরা গ্রুপের কাছে প্রশ্ন ছিলো, আপনারা মাস শেষে রিপোর্টারদের বেতনের বদলে ঐ টাকা দরে গাঁজার বস্তা ধরিয়ে দেন? খুব জানতে ইচ্ছে করে এসব শূকর কিসের মাধ্যমে সাংবাদিক হয়েছে, তার কোন পড়াশোনা আছে বলে বিশ্বাস করিনা।
লিখেছেনঃ অনির্ণেয় অন্তরক
নিউজ এর লিঙ্কঃ http://www.kalerkantho.com/online/country-news/2014/02/10/50761
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন