প্রেম; যা মনে রাখা দরকার
লিখেছেন লিখেছেন রোয়ান অ্যাটকিনসন রাসেল ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪১:১০ সকাল
আমার গত লেখাটি নিয়ে কিছু বলতে চাই। গত লেখায় যেকথা গুলো বলেছিলাম সেগুলো আমাদের বাস্তব জীবনেরই অংশ। এগুলো হয়। যারা প্রেম করেছেন বা এখনও করতেছেন তারা তো জানেনই। প্রেম করা ভালো না খারাপ সে বিতর্কে আমি যেতে চাইনা। কারণ যারা প্রেম করতেছেন তাদের কাছে প্রেমটা এক স্বর্গীয় সূখ। আর যারা এখনও প্রেমের স্বাদ পাননি তাদের কাছে প্রেমটা দিল্লিকা লাড্ডু। আর যারা ছ্যাকা খেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগের কাছে প্রেমটা এক বিরক্তিকর বিষয়। এর বাইরেও কিছু মানুষ আছেন যারা ছ্যাকা দিয়েছেন আর কিছু মানুষ আছেন যারা মিক্সড প্রকৃতির। এদের ধারণাগুলোও মিক্সড প্রকৃতির। প্রেম নিয়ে হয়তো অনেক বড় লেকচার দিয়ে ফেললাম। হয়তো অনেকেই ভাবতেছেন এ আবার কোন প্রেম বিশেষজ্ঞ। আসলে চারপাশে যা দেখতেছি তাই বললাম। যাইহোক গত লেখায় যে কথাগুলো বলেছিলাম তা নিয়ে কেউ কেউ আমাকে ইনবক্সে নক করেছিলো। সেটা নিয়েই কিছু বলবো। এটা তো সবাই স্বিকার করবেন যে গত লেখারর কথা গুলো সত্য। কিন্তু আপনি যখন এধরণের পরিস্থিতির সম্মুখিন হন তখন কি আপনার খারাপ লাগে? আমার মনে হয় আপনার খারাপ লাগার কথা না। বরং আপনি বিষয়টা উপভোগ করেন। আপনার প্রিয় মানুষটি যখন আপনাকে শাষন করে তখন নিশ্চয় আপনার অনেক ভালো লাগে। আপনাকে যখন সে সর্বক্ষন চোখে চোখে রাখে তখন নিশ্চয় তার প্রতি আপনার ভালোবাসা বহুগুন বেড়ে যায়। কিন্তু এর বিপরীত হলে দুইজনের মধ্যে দুরত্বটা বাড়তে থাকে। ভালোবাসাটা কেমন যেন ঢিলা হয়ে যায়। তবে একটা কথা অবশ্যয় মনে রাখবেন আপনার সঙ্গিনীকে অযথা কখনই সন্দেহ করবেন না। এটা অনেক অনেক অ.....নে....ক...খারাপ জিনিস। আপনার বা আপনার সঙ্গিনীর মনের মধ্যে যদি একবার সন্দেহ বাঁসা বাধে তাহলে তা একসময় বিশাল আকার ধারণ করবে। অনেকটা কাঁচের পাত্রে ফাটলের মত। যতই চেষ্টা করুন সে ফাটল আর দূর করতে পারবেন না। তাই মনের মধ্যে সন্দেহ ঢোকার আগেই দুইজন পরষ্পরের নিকট শেয়ার করুন। পারসনাল জিনিস বলে মনের মধ্যে কিছু রাখবেন না। তবে এমন কিছু শেয়ার করতে যাবেন না যা আপনার জীবনে পরবর্তীতে বিপদ ডেকে আনতে পারে। সেধরণের কিছু থাকলে তা সারাজীবনের মত পাথর চাপা দিয়ে রাখুন।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন