Android চালাচ্ছেন নেট স্পীড কম পাচ্ছেন ??? তাহলে এইদিকে আসুন . . . .

লিখেছেন লিখেছেন ছন্নছাড়া ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩৪:৩৭ দুপুর



Android এ নেট কানেকশান অন করলে সব app গুলা নেট পায়(যেমন -play store, gmail,Google talk) তাই আপনি স্পীড কম পান । আপনি চাইলে আর কোন app নেট পাবে না শুধু আপনি যে app ইউস করছেন সেটাই পাবে এইজন্য ছোট একটা কাজ করতে হবে , কাজটা হলো settings এ গিয়ে Data usage এ ক্লিক করে Restrict Background Data তে টিক চিহ্ন দিতে হবে । তাহলেই কাজ শেষ এখন থেকে আপনি যে app ইউস করবেন শুধুমাত্র সেটাই নেট পাবে । ফলে নেটের পুরা স্পীড টুকুই একটা মাত্র app পাবে এবং আগের চেয়ে দ্রুত লোড হবে





বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File