সাবধান! স্প্যাম লিংক বা স্ট্যাটাস ট্যাগ থেকে হ্যাক হতে পারে আপনার ফেসবুক একাউন্ট!
লিখেছেন লিখেছেন ছন্নছাড়া ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪১:০৮ দুপুর
অত্যন্ত উদ্বেগের বিষয় হছে ফেসবুকে সম্প্রতি সময়ে ছড়ানো হচ্ছে কিছু স্প্যাম লিংক এবং ব্যবহারকারীদের বিভিন্ন ভাবে স্ট্যাটাস ট্যাগ করার মাধ্যমে তাদের একাউন্ট হ্যাক করে ফেলার চেষ্টা করা হচ্ছে।
ফেসবুকে কিছু ব্যবহারকারী কিছু স্ট্যাটাস শেয়ার দিচ্ছে যেখানে লেখা আছে ৩মিনিটে হ্যাক করুন যে কারোর ফেসবুক একাউন্ট! সত্যি কি বিষয়টি সম্ভব? হ্যাঁ সম্ভব। তবে এক্ষেত্রে অন্য কারোর আইডির হ্যাক করার বদলে আপনি আপনার শখের আইডিটি হারাতে পারেন।
হ্যাকাররা তাদের স্ট্যাটাসে কিংবা ফেসবুক ফ্যান পেইজে হ্যাক করুন যে কারোর একাউট এই শিরোনামে পোস্ট দিচ্ছে এবং সেখানে কয়েকটি ধাপ দেয়া আছে যা অনুসরণ করতে বলা হচ্ছে ব্যবহারকারীদের। প্রথমেই আপনাকে বলা হবে pastebin নামক একটি সাইটের লিংক থেকে কিছু কোড কপি করতে, এর পরে আপনি যে একাউন্ট হ্যাক করতে চান তাঁর প্রোফাইলে গিয়ে Console Box চালু করতে অর্থাৎ আপনার কি বোর্ডের F12 চাপলেই Console Box আসবে এবং সেখানে pastebin থেকে কপি করা কোড পেস্ট করতে বলবে!
সম্পূর্ণ বিষয়টি একটি ধাপ্পাবাজী! আপনাকে টোপ দেয়া হয় কারোর একাউন্ট হ্যাক করতে পারবেন বলে এবং বলা হয় আপনি তাঁর একাউন্টে গিয়ে Console Box চালু করুন এবং কোড পোস্ট করুন। আপনি যদি এই কাজ করেন তবে অন্য কারোর আইডি হ্যাক তো আপনি করতে পারবেনই না বরং আপনি আপনার আইডি হারাবেন। একই সাথে আপনার আইডি থেকে দ্রুত আপনার বন্ধুদের স্ট্যাটাসে, আপনার লাইক দেয়া পেইজ, গ্রুপ ইত্যাদিতে আপনার পক্ষ থেকেই স্বয়ংক্রিয় ভাবে ঐ একই লিংক পোস্ট হতে থাকবে।
এসব থেকে বাঁচতে হলে যা করতে হবে?
এক কোথায় সকল প্রকার স্প্যাম লিংক কিংবা উপরে বর্ণিত সন্দেহ জনক যেকোনো জিনিস দেখলে এড়িয়ে চলুন। কেউ যদি আপনাকে এসব স্প্যাম লিংক বা স্ট্যাটাসে ট্যাগ করে তবে দ্রুত নিজের ট্যাগ বাতিল করে নিন। নিজের পাসওয়ার্ড আরও শক্তিশালী করুন।
মনে রাখবেন যেকোনো ঝুঁকিপূর্ণ বিষয় থেকে আগেই নিরাপদ এবং সচেতনতা পারে আপনার আইডি এবং পাসওয়ার্ড নিরাপদ রাখতে।
চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন -
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন