বাংলা ভাষার প্রতি অবহেলা এবং তথাকথিত স্মার্টনেস
লিখেছেন লিখেছেন কাঙালি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৩:৩৭ রাত
অন্তত ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষার শব্দগুলো অবিকৃত থাকুক।রেডিও একটি অন্যতম জনপ্রিয় প্রচারমাধ্যম। আর বাংলাদেশের রেডিও জকিগুলো বাংলার পরিবর্তে ইংরেজী শব্দ ব্যাবহারেই অপেক্ষাকৃত বেশী মনোযোগী থাকে।আর
যেকটা বাংলা বলে,সেখানেও বাংলা ভাষার শব্দ ঠিকমত উচ্চারন
করতে পারেনা।
এমনকি ইত্যাদি অনুষ্ঠানে যেসব
বিদেশীদেরকে বাংলায় কথা বলতে দেখি তাদের অনেকেই কিছু কিছু
আরজে এর চেয়ে ভালভাবে বাংলা বলতে পারে।কথায় কথায় ইংরেজীতে খই ফুটানো এবং বাংলাকে অবহেলা করাই যেন
এখন স্মার্টনেস!
রেডিও জকি তথা আরজেগুলোকে "শুদ্ধ বাংলা ব্যাকরন" এবং বাংলা একাডেমীর "বাংলা অভিধান" বই দুটি বিনামূল্যে বিতরন করা হউক।আজ থেকে ২০শে ফেব্রুয়ারির মধ্যে এদেরকে "শুদ্ধ বাংলা উচ্চারন" শিখার জন্য সময় দেয়া হউক।২১শে ফেব্রুয়ারি থেকে যেসব আরজে নিজেকে স্মার্ট(!) প্রমানের জন্য কথার মাঝে ইংরেজী বলবে এবং বাংলা শব্দকে বিকৃ
করবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক।
আর হ্যাঁ,ফেসবুকে অনেককেই নিজ নামের প্রথম বাংলা অক্ষরটিকে প্রোফাইল পিকচার বানাতে দেখলাম।দুষ্টলোকেরা বলছে,
এটা নিজেকে ভাষাপ্রেমী হিসেবে জাহির করার একটা লোকদেখানো আনুষ্ঠানিকতা মাত্র!
আপনি এখনো,
* ভালবাসার মানুষটিকে "আমি তোমাকে ভালবাসি" বলার
চেয়ে "I love you" বলতেই
বেশি সাচ্ছন্দ্যবোধ করেন।
*ইয়ো ইয়ো হানি সিং এর "লুঙ্গি কো উঠানা পাড়েগা,স্ট্রাইক কারকে দিখানা পাড়েগা" বাজিয়ে এবং শুনে নিজেকে স্মার্ট হিসেবে জাহির করেন,অথচ বারী সিদ্দিকী আপনার কাছে ক্ষ্যাত!
*"তোমাকে অনেক মনে পড়েছে" বলার চেয়ে "miss u" বলতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করেন।
*কেউ মারা গেলে "RIP" লিখার ধূম
পড়ে যায়!"শান্তিতে থাকুন"
কথাটা লিখলে কী নিজেকে ক্ষ্যাত মনে হয়?
এরকম উদাহারন আরো অনেক আছে।
যা লিখতে গেলে সময়ে কুলোবেনা।
কাজেই,দৈনন্দিন জীবনে শব্দ
এবং বাক্যপ্রয়োগে আগে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করুন।নিজের সত্ত্বাকে অবহেলা করা কখনোই স্মার্টনেস হতে পারেনা,নিজের সম্পদ ও ক্ষমতার
সময়োপযোগী এবং সর্বোত্তম প্রয়োগই হল স্মার্টনেস। বাংলা ভাষাই আমাদের অমূল্য সম্পদ!এই
শব্দকে যারা অবহেলা বা বিকৃত
করে তাদেরকে রুখে দিন, তা নাহলে শুধু প্রোফাইল পিক দিলে বা শহীদ মিনারে ফুল দিলে আপনি হয়ত কিছু বাহবা/লাইক
পাবেন,নিজের বিবেকের কাছে অপরাধীই রয়ে যাবেন।
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন