একটি শীতের সকাল (সময় 9 am-11 am )
লিখেছেন লিখেছেন কাঙালি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১২:৩১ দুপুর
তাহসানের বউ মিথিলার সাথে দেখা করতে রমনা পার্কের সামনে দাড়িয়েছিলাম।বারবার ঘড়ির দিকে তাকাতে তাকাতে হঠাত্ মিথিলার দিকে চোখ পড়ল। একটা কমলা রঙেয় শাড়ি পড়েছে মিথিলা।কী অপরুপ সৌন্দর্য!আমি মুগ্ধ হয়ে দেখছিলাম!হঠাত্,পাছায় তীব্র ব্যাথা অনুভূত হওয়ায় ঘুম ভেঙে গেল!
চোখ মেলতেই দেখি বাবা আমার দিকে তার খুনে চোখদুটো দিয়ে তাকিয়ে আছেন,হাতে এক ইঞ্চি ব্যাসের একটা লাঠি ।
বললাম,একটু ঘুমোতেও দেবেননা?
বাবা বলল,কতক্ষন ঘুমাতে হয় তোর?সারারাত ই তো ঘুমিয়েছিস!নাকি মোবাইল টিপাটিপি করেছিলি সারারাত?
একদফা বকা শোনার পর দাঁতব্রাশ করে ফ্রেশ হয়ে বারান্দায় বসে প্রথম আলো'তে সাংসদকে পাথর নিক্ষেপের খবর পড়ছিলাম।
সেখানেও বাবা এসে হাজির!
বললেন,সারারাত মোবাইল টিপেও সাধ মেটেনি?সকালে আবার শুরু করেছিস?
বললাম,ভার্সিটির ওয়েবসাইটে একটু চোখ বুলাচ্ছি বাবা!সবসময় এসব ভাল লাগেনা!
আম্মু এসে বললেন,ও মোবাইল টিপলে তোমার কী,এ্য?ছেলেটা এতদিন পর বাড়িতে আসছে!
চিরকাল আগুনে ঘি ঢেলে দেওয়া আম্মুকে আজকে পানি ঢেলে আমাকে উদ্ধার করার প্রয়াস দেখে খানিক আশ্চর্য হলাম!
বাবা বললেন,তুমিই তো ওকে নষ্ট করেছ!আমাদের সময় তো এই কম্পিউটার ছিলনা,মোবাইল ছিলনা,ইন্টারনেট ছিলনা!আমরা পড়ালেখা করিনি?
বললাম, তোমাদের সময় রাতে যাত্রা হত,সার্কাস হত!তোমরা সারারাত ওসব দেখতে,আম-জাম'বাগানে ঘুরতে ।সেই ভোররাতে বাসায় ফিরতে।আর আমরা রাতে বিছানায় বসে কয়েকঘন্টা ইন্টারনেট ব্রাউজিং করি,বাড়ির বাইরে তো আর রাত কাটাচ্ছিনা।এতেই মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে!
মা বললেন,উচিত্ কথা বলেছিস!তোর বাবা নিজে জগতের সব বাদরামি করেছে আর ছেলেরটা সইতে পারেনা!
বাবা বললেন,আমি ছেলেবেলায় কী করছিলাম তা তুমি দেখতে আসছিলা নাকি?আন্দাজি কথা বলাই তো তোমার স্বভাব!
মা বললেন,আন্দাজি কথা কে বলে এ্য?তুমিই আন্দাজি কথা বল!তোমার মা ও আন্দাজে আমাকে দোষারোপ করত!যেমন ছেলের তেমন মা!
...
....
যাক,বাঁচা গেল!ধারনা করছি, এই ঝগড়া দুপুর নাগাদ চলবে।আমি নিশ্চিত, দুপুরের খাবার খাওয়ার পর বাবা-মা একসাথে বসে পান খাবেন,আড্ডা দেবেন,সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে স্টার জলসা দেখবেন,রাত দশটার পর সিরিয়ালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করবেন ।বাংলাদেশের পয়তালিশোর্ধ পুরুষ ও যে ভারতীয় সিরিয়াল "মনযোগের সাথে" দেখে এবং উপভোগ করে _তার উল্লেখযোগ্য উদাহারন হতে পারেন আমার বাবা।
উনার ঝগড়া করুক, আমি এই সুযোগে হাইস্কুল থেকে একটা চক্কর দিয়ে আসি!আজিজ ফোনে বলেছিল,ক্লাস নাইনে বেশ কিছু চতুর্দশী সুন্দরী ভর্তি হয়েছে!বিশ্বস্তসূত্রে জানা গেছে,একটা মেয়ে দেখতে অনেকটা মিথিলার মত এবং সুন্দরী এখনো সিঙ্গেল রয়েছে।দীর্ঘ একবছরের সাধনার পর "মিথিলার মত এবং সিঙ্গেল" মেয়ের সন্ধান পেয়েছি,তাও আবার ক্লাস নাইনের :-) । সবাই আমার জন্য দোয়া করবেন :-P
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন