একটি ফুলকপি এবং একটি মুমূর্ষু অবস্থা-----

লিখেছেন লিখেছেন ব্লগার ঘোড়ার ডিম ৩১ জানুয়ারি, ২০১৪, ০২:২৯:১২ দুপুর

বিশ্ববিদ্যালয় হতে বাসায় ফিরছিললাম।রাস্তায় জ্যাম থাকার কারনে মানিকনগর এর ফুটপাত দিয়ে হেটে আসছিলাম।এমন সময় রাস্তার পাশের একটি কাচাবাজারের জটলার দিকে চোখ পড়লো। গিয়ে দেখি একজন মুমূর্ষু মহিলা শুয়ে আছে।নাক,মুখ দিয়ে রক্ত জরছে সমানে।কি হয়েছে জানতে চাইলে একটি বাচ্ছা বলল,মহিলাটি একটি দোকান থেকে ১ টি ফুলকপি চুরি করেছিল তাই লোকজন তাকে মারছে।

আচ্ছা এই চুরির পেছনে কারনটা কি হতে পারে?

♣হয়ত বাসায় রান্নার কিছু ছিল না

♦হয়ত এই ফুলকপি চুরি করে অন্য দোকানে দিয়ে তার বিনিময়ে সামান্য কিছু টাকা পাওয়া।

♠অথবা সেই টাকা দিয়ে নেশা করা।

প্রেক্ষাপট যাই হোক না কেনো তার শাস্তি কি এমন হওয়া উচিত ছিল? রাসুলুল্লাহ (সHappy এর স্পষ্ট হাদিস, আমার মেয়ে ফাতিমা ও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম।

আমাদের প্রচলিত আইনে এই ব্যাপার নিয়ে কোন কথা বলা নেই তাই আমাদের আইনের কথা বিবেচনা করে তাকে তো পুলিশের হাতে দেয়া উচিত ছিল।জনগন কেনো তাকে এই পরিমান অত্যাচার করলো?একটি ফুলকপির দাম এত গুলো রক্ত? Crying Crying Crying Crying

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171036
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
নূর আল আমিন লিখেছেন : বড়লোকরা ঝগড়া করলে হয় টক শো আর বস্তির ছমিরণ জগড়া করলে বেয়াদপ তদ্রুপ বড়লোক চুরি করলেও দোষের কিছু নাই
171224
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : সত্তর লাখ বা পাঁচ বস্তা টাকায় কতগুলো ফুলকপি কেনাযায় কেউ হিসেব করে বলবেন কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File