ইট পাথরের শহর ও আমরা

লিখেছেন লিখেছেন ব্লগার ঘোড়ার ডিম ৩০ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৪:৩৩ দুপুর

ইট পাথরের শহর ঢাকাতে এসেছি আজ প্রায় ১৩ বছর হলো।এই ১৩ বছরে নিজেকে একটি জলজ্যান্ত পাথরে পরিণত করে ফেলেছি।অনেক কিছু দেখি,তারপর দেখেও না দেখার ভান ধরে থাকি।ভান ধরে থাকি বললে ভুল হবে ,ভানধরে থাকতে বাধ্য হই।রাস্তায় দেখলাম একজন কে খুব মারছে।এগিয়ে যাই না। চোখ জোড়া অন্যদিকে ঘুরিয়ে চলে যাই। হঠাৎ দেখলাম একটি চলন্ত ট্রাক এসে একজনকে পিশে কিমা বানিয়ে চলে গেল।আমার তাতে কি?আমার তো আর কেও হয় না। নিজে বাসে উঠে বাসায় চলে আসি।সকাল বেলা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় দেখি একটু গরম কাপড়ের অভাবে মা তার সন্তানকে বুকে জড়িয়ে চিংড়ি মাছের মত মুড়িয়ে আছে। ধুর তাদের ঠাণ্ডা লাগছে তো কি হয়েছে? নিজের ব্যাগ থেকে শাল টা বের করে নিজের গায়ে শক্ত করে জুড়ে দেই।আহ কি শান্তি লাগছে?

কিন্তু আমি তো এমন ছিলাম না। ছোট বেলায় স্কুলে যাওয়ার সময় যে ৫ টাকা থাকতো তাও মাঝে মাঝে ভিক্ষুককে দিয়ে দিতাম।তাহলে কেনো এমন হয়ে গেলাম আমি?নিজের বিবেক বলতে আর কিছুই বাকি রইল না শুধু নিজের বুকের ভিতর রইল এক টুকরা পাথর। Crying Crying Crying

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File