তুমি আমার মা
লিখেছেন লিখেছেন আনসারি ১৬ এপ্রিল, ২০১৪, ০২:৫১:০৮ দুপুর
মা। মাগো
তুমি আমার মা
ভালোবাসী কতো
আমি তা ভাষায় বলতে পারিনা।
মা । মাগো
আমার জন্মদায়ী মা
তোমার ঋণের বোঝাযে কতো ভার
আমি পারিনা
তুমি ছাড়া বাড়াতে এক পা।
মমতা তোমার অশেষ
আকুলতা তোমার নাই তার সীমানা
মা। মাগো
তুমি আমার শ্রেষ্ঠ পাওয়া মা ।
জীবন ভরে শুধু দিয়ে গেলে তুমি
যতো চাওয়া পাওয়া
আমার আছে যা সব
শীরা উপশীরা হৃদয়ের তন্দ্রীতে
ইহ-পর জুড়ে মা
তুমি তুমি তুমি এবং সবখানে
তোমারই অনুভব।
আছে এ জীবন ; আমার আাছে যা
মা। মাগো
তুমি আমার মা।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমারই অনুভব।
আছে এ জীবন ; আমার আছে
অসাধারণ লিখেছেন
মন্তব্য করতে লগইন করুন