পাত্রী পরহেজগার, বোরখা ছাড়া চলে না।

লিখেছেন লিখেছেন মেঘমুক্ত আকাশ ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৮:২৪ সকাল

উক্তিটি আমাদের মাননীয় রেলমন্ত্রী মুজিবল হকের। ৬৭ বছর বয়সে আমাদের মান্যবর মন্ত্রী মহোদয় চিরকুমারের দল থেকে অব্যাহতি নিচ্ছেন। এ খবরটি আমাদের জন্য আনন্দদায়ক। দোয়া করি তিনি এই শেষ বয়সে এসে তার দাম্পত্য জীবন সুখী হয়। মন্ত্রী বলে এই ঘটনা পত্রিকায় স্থান পেয়েছে। এমন ঘটনা হয়ত আমাদের দেশে আরও ঘটেছে। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকার কারনেই নাকি তিনি বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি। একজন দূরদর্শী রাজনৈতিক ব্যাক্তির পক্ষে কেন এই রকম ভূল সিদ্ধান্ত। বিয়ে যখন করলেনই যৌবন বয়সে কেন করেননি। যে মেয়েটি তাকে বিয়ে করতে রাজী হয়েছেন তিনি কি মন্ত্রী না থাকতেন তাহলে কি মেয়েটি তাকে বিয়ে করতেন? মেয়ের ব্যাপারে সাংবাদিকদের যে তথ্য দিলেন তা যদি সত্য হয় তা হলে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে অবাক করার মতো বিষয়। আর তা হলঃ পাত্রী পরহেজগার, বোরখা ছাড়া চলে না। বোরখা নিয়ে বর্তমান ও বিগত মন্ত্রী পরিষদের সদস্যদের নিকট থেকে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন। আর এখন কিনা মাননীয় মন্ত্রী বোরখা পরা মেয়ে বিয়ে করছেন? তাহলে সহকর্মীরা উনাকে কি বলবেন? উনি কি তাহলে জামাতী কোন মেয়েকে বিয়ে করছেন? কয়েকদিন পূর্বে জনৈক গায়িকা বলেছেন, যারা বোরখা পড়ে তারা নাকি বাঙ্গালী হতে পারে না। তাহলে মন্ত্রী মহোদয় কাকে বিয়ে করতে যাচ্ছেন?

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261572
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৬
কাহাফ লিখেছেন : বুড়ো বয়সের নতুন বউ- কারো নজর যেন না লাগে..........
261589
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বোরখা পরহেজগারীর লক্ষণ নয়
তবে, পরহেজকারীরা অনেক আনুষাঙ্গিক কাজের সাথে বোরখা পড়াটাকে বাধ্যতামুলক মনে করে।

বোরখা তো ক্যাথলিক খৃষ্টান নানেরাও পড়ে থাকে। সে সব বোরকা কখনও আমাদের দেশের গাঁও গেরামের মহিলাদের থেকেও উত্তম হয়। নতুন বউ নিয়ে স্বামী খুশী হলেই হল আসল খুশী। অনেক ধন্যবাদ
261591
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
261689
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
চোরাবালি লিখেছেন : উনারা ফয়সালাটা নিজেদের মধ্যে করলেই পারতেন
261690
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
শুভ্র আহমেদ লিখেছেন : এমন হলে ভালো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File