অনেকদিন পর

লিখেছেন লিখেছেন ইসমাত সুলতানা কোয়েল ১৯ ডিসেম্বর, ২০১৫, ০১:২৬:৪৯ রাত

কি লিখব জানিনা অনেকদিন পর বসছি আর ভাবছি। বিয়ে করলাম তাই অনেকদিন পর লেখা বিয়ের পর মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে জানি কিন্তু আশা করব কেউ যেন তার মূল উদ্দেশ্য যদি ভাল হয় যেন সে সেখান থেকে সরে না যায়। আর বেশি কিছু লিখলাম না আজ। ভাল থাকবেন।

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354570
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩৬
শেখের পোলা লিখেছেন : নতুন পরিবেশে আপনার নতুন জীবন সুখ সাচ্ছন্দে ভরে উঠুক৷
354578
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
354585
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৪
অবাক মুসাফীর লিখেছেন : আচ্ছা...
354588
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:০৭
মনসুর আহামেদ লিখেছেন : ধন্যবাদ আপু, ব্লগে ফিরে আসার জন্য।
আমরা অনেক অভিজ্ঞ আপুদের হারিয়েছি। যারা এখন আর ব্লগে আসে না। আশা করি লিখে যাবেন। আপনার সাহেবকেও ব্লগে লেখার জন্য অনুপ্রাণিত করেন। উনিও আমাদের জন্য লিখবেন। পরিশেষে বলবো আপনার জীবন সুন্দর ও সার্থক হোক। আমিন।
354589
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৪৭
স্বপন২ লিখেছেন : আপা,আপনার শুভ বিবাহ এবং
ব্লগে ফিরে আসার জন্য আমাদের হৃদ্ধয় নিগড়ানো শ্রদ্ধা। আপনি আমাদের দাওয়াত থেকে বঞ্চিত করেছেন। আমরা তো আর আপুকে দুরে ঠেলে দিতে পারি না। আশা করি নিয়মিত লিখে যাবেন। সেই সাথে রইলো ঢাকার খাবার।









354590
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:২৬
আকবার১ লিখেছেন : ধন্যবাদ আপু, ব্লগে ফিরে আসার জন্য।
আশা করি ইসলামী আন্দোলনের পক্ষ্যে
আগামী লেখা গুলো প্রকাশ করবেন।
দুজনই লিখবেন।সেই সাথে রসো গোল্লা দিয়ে মিষ্টি মুখ।

354598
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ألف ألف مبروك
ثبت الله حياتك الزواج وجعل فيه السلامة والمحبة
354605
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
আবু জান্নাত লিখেছেন : بارك الله لكما و بارك عليكما و جمع بينكما فى الخير

354619
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৫
জ্ঞানের কথা লিখেছেন : অনেকের বিয়াই হচ্ছেনা বর্তমানের চাপে। আপনি ভাগ্যবতী আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন।
১০
354641
১৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
মোঃ আবু তাহের লিখেছেন : সবার অংশগ্রহণে ব্লগের পরিবেশ সুন্দর হোক আর সবাই মিলে গড়ে তুলি একটি সমৃদ্ধ লাইব্রেরী।

আপনাদের নতুন জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে ভরপুর। আল্লাহ আপনাদেরকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File