অনেকদিন পর
লিখেছেন লিখেছেন ইসমাত সুলতানা কোয়েল ১৯ ডিসেম্বর, ২০১৫, ০১:২৬:৪৯ রাত
কি লিখব জানিনা অনেকদিন পর বসছি আর ভাবছি। বিয়ে করলাম তাই অনেকদিন পর লেখা বিয়ের পর মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে জানি কিন্তু আশা করব কেউ যেন তার মূল উদ্দেশ্য যদি ভাল হয় যেন সে সেখান থেকে সরে না যায়। আর বেশি কিছু লিখলাম না আজ। ভাল থাকবেন।
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা অনেক অভিজ্ঞ আপুদের হারিয়েছি। যারা এখন আর ব্লগে আসে না। আশা করি লিখে যাবেন। আপনার সাহেবকেও ব্লগে লেখার জন্য অনুপ্রাণিত করেন। উনিও আমাদের জন্য লিখবেন। পরিশেষে বলবো আপনার জীবন সুন্দর ও সার্থক হোক। আমিন।
ব্লগে ফিরে আসার জন্য আমাদের হৃদ্ধয় নিগড়ানো শ্রদ্ধা। আপনি আমাদের দাওয়াত থেকে বঞ্চিত করেছেন। আমরা তো আর আপুকে দুরে ঠেলে দিতে পারি না। আশা করি নিয়মিত লিখে যাবেন। সেই সাথে রইলো ঢাকার খাবার।
আশা করি ইসলামী আন্দোলনের পক্ষ্যে
আগামী লেখা গুলো প্রকাশ করবেন।
দুজনই লিখবেন।সেই সাথে রসো গোল্লা দিয়ে মিষ্টি মুখ।
ثبت الله حياتك الزواج وجعل فيه السلامة والمحبة
আপনাদের নতুন জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে ভরপুর। আল্লাহ আপনাদেরকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন।
মন্তব্য করতে লগইন করুন