ইসলামিক আইন
লিখেছেন লিখেছেন ইসমাত সুলতানা কোয়েল ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩১:২৯ রাত
ইসলামিক আইন গুলো কি এই সমাজের আমরা অনেকেই জানিনা। অথচ প্রকৃত মুসলিম হিসেবে আমাদের মনে হয় এগুলো জানা অত্যন্ত জরুরী।
আমাদের দেশে ইসলামিক স্কুল,কলেজ,হাসপাতাল, ব্যাংক আছে কিন্তু ইসলামিক আদালত আছে কি আমি আসলে জানিনা সত্যি এরকম কোন আদালত আছে কিনা। যদি সরকারী ভাবে নাও সম্ভব হয় বেসরকারি ভাবে কি আমরা কেউ যাদের অনেক টাকা আছে এই উদ্যেগ টা নিতে পারিনা তাহলে আমরা যারা ইসলামিক আইন অনুসারে আমাদের সমস্যা গুলো সমাধান করতে চাই তারা সেখানে যাব আর যারা চায় না তারা সরকারী জর্জ কোর্ট হাই কোর্ট এসব জায়গায় যাবে।
তাছাড়া একটা গার্ড দল থাকুক যাদের প্রকৃত ইসলাম জানিয়ে বিভিন্ন পাহারার কাজে লাগাতে পারি তাহলে মনে হয় তারা কখনও ঘুষ খেয়ে কারও বাসায় চোর ঢুকিয়ে দিবেনা ইনশাল্লাহ। আমার মনে হয় সরকার এই বিষয়ে কোন ঝামেলা করবে না।
যাদের ইচ্ছে নেই তারা পুলিশের কাছে যাবে বা অন্য কোথাও যাবে।আমাদের সমস্যা আমরা মেটাতে পারলেই ত হল তাইনা।
আমার মনে হয় এখন সময় হয়েছে শুধু ইসলামিক শাসন আসলে আমরা এগুলো করব এই আশাতে না থেকে এখনই এই উদ্যেগ গুলো নেবার।
কি আমরা পারিনা?
ইনশাল্লাহ পারব।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারের ছুরির নিচে।
This court will be functioning justly - where the government and or any legal body will not have anything to say as long as the court only judged its members.
The limitation of such court is if one of the parties of justice seekers - are not the member and or is not willing to be a member of that NGO.
I think, its a good proposal and a good idea. Allah will know some of the Muslim brothers and sisters strived to ensure His laws prevail.
Once I listen from Shekh Imran Hossain, where he says a somali community in bronx, new york do manage such a court under the guidance of one of their Imam.
Insaallah, if a brother with sincerity tries it could be a big thing indeed.
Many thanks for such a creative idea.
আমি উদ্যেগ নিতাম যদি আমার অনেক টাকা থাকত আমি এমন কাউকে চাইছি যার অনেক টাকা আছে এবং মুসলিম আইনজ্ঞ দের সাথে ভাল জানাশুনা আছে আর আমার এই কোর্ট এর মেম্বার হতে কোন অসুবিধা নেই।আমি আছি ওনার সাথে যে এই উদ্যেগ নিবেন সাহস করে। আমি আমার সাধ্যমত টাকা দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন