সরকার এবং আমরা প্রবাসীরা।

লিখেছেন লিখেছেন ক্লাসিক মামুন ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৩:২২ দুপুর

১.

আজকে দুপুরে ভাইয়া সহ এখানকার একটা মন্ত্রণালয়ে গেলাম, প্রটোকল অফিসারের কাছে আমাদের কোম্পানির ইমিরাতি পার্টনার ঐ সরকারী কর্মকর্তা । গাড়ি পার্ক করে আমি গাড়িতেই বসে ছিলাম। ভাইয়া এসে বলল আজকে ভেতরে ডুকতে অনুমতি দেয়নি । আমি জিজ্ঞেস করলাম সব সময় তো যান আজকে দিলোনা কেন ? উনি যা বলছে তা শোনার জন্য আসলেই আমি প্রস্তুত ছিলাম না ওখানকার নতুন নিয়ম

বাঙালি নট এলাউ !!!!

( বাঙালি বলতে এরা শুধু বাংলাদেশীদেরই বুঝে )

অপমান, ঘৃণা নাকি ভয়ে তারা এই নিয়ম করল সেটা অজানাই থাক ।

২.

গত দুই বছর ধরে ইউ এ ই ( আবুধাবি,দুবাই) এ বাংলাদেশী শ্রমিক ভিসা বন্ধ । এখানকার অনেক বাঙালি উদ্যোক্তা, ব্যাবসায়িই মনে করেছে নতুন সরকার আসলে হয়ত ভিসা চালু হবে , আর সেই ফাঁকে হয়ত শ্রমিক নিয়ে আসা যাবে কিন্তু নতুন সরকারে পর নতুন নিউজ হল শ্রমিক ভিসা ছাড়া বাকি যেই সকল ভিসা চালু ছিল সেগুলাও বন্ধের পথে

তাই অনেক বাঙালি ব্যাবসায়ী ইন্ডিয়ান, পাকিস্তানী, নেপালি শ্রমিক নিয়ে আসছে ।

আমরাও এই প্রথম বাধ্য হয়ে আমাদের নিজেদের কোম্পানিতে ইন্ডিয়ান , পাকিস্তানী শ্রমিক নিয়ে আসতেছি ।

কিছুই করার নাই ।

বাঙালি আসলেই অনেক কিউট জাতি ।

অন্য কেউ উপরে উঠতে লাগলে পা চেপে ধরে রাখবে তবুও তাঁকে উঠতে দেবেনা ।

উপরের দুইটা ব্যাপারের জন্য আমাদের তথাকথিত অভিভাবকরাই দায়ী ,

যাদের আমরা ৫ বছর পর পর তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে থাকি । শুধু মাত্র একজন অভিভাবকের জন্য গোটা ১৫ কোটি মানুষকেই দুর্ভোগ পোহাতে হয় ।

এমন হতভাগা জাতি আর কেউ নাই যাদের অভিভাবক নিজেদের ভালো বুঝেন না ।

( বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা আমাদের সরকারকে দৈনিক যত গালি , বদ দোয়া আর খারাপ কথা বলে কেউ যদি সেটা টেক্সট আকারে সেভ করে তাহলে ৫০০০০০০০ পেজের একটা ছোটখাটো মহাকাব্য হবে )

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File