'টসকায়িত প্রেম'

লিখেছেন লিখেছেন তারমিহিম আসফিম ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫৪:২১ রাত



আমি যে বাসায় থাকি সে বাসা একটি ছেলে থাকে,বয়সে আমার থেকে কয়েক বছরের ছোট হবে। তবে দেখতে আমার থেকে বড়-ই দেখায়।

যাইহক বাসার কাজের ছেলে হলেও আমি কখনও ওকে সে ভাবে দেখিনা।

বাসায় শুধু আমি আর আমার কাকু থাকি তাই ওর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক।

সব কথায় শেয়ার করি।

গত সপ্তাহে ও ওর এক ভাইয়ের বিয়েতে বাড়িতে গিয়েছিল। গতকাল এসছে।

আজ সকালে আমায় জিজ্ঞাস করছে...

- ভায়ের মন মেজাজ ভালা?

- এই তো ভালই। তুমার কি অবস্থা বিয়ে কেমন খাইলা।

-আর বৈলেন না ভাই বিয়েতে তো সেই এক মজা করলাম।

-তাই নাকি!!!

-তা আর বলতে,কিন্তু ভাইজান একখান জটিল সমস্যাই পড়ে গেছিগা।

-তোমার আবার কি সমস্যা।

-[ছেলে দেখি কিছু না বলে মুচকি হাসে]

-কি হৈল কও [তারা লাগাই কৈলাম আমি]

-আসলে হৈছে কি ভাইজান,বিয়ের অনুষ্ঠানে আমার দূরসম্পর্কের এক খালাত বোন আসছিল...ওর সাথে দুই দিনে ভালই আড্ডাবাজি আর মজা করছি।

-হুমম তোমার হাসি দেখেই বুঝছিলাম মেয়ে ঘটিত ব্যাপার। তা ওরে পছন্দ হয়ে গেছে তাইত।

-ভাই আপনি না একটা জিনিস। এত সহজেই বুইজা ফেলাইলেন।

-হুমম,তা মেয়ে দেখতে কেমুন! কিসে পড়ে, কিছু বলছ ওরে?

- ভাইজান মেয়ে দেখতে মাশআল্লাহ!! এইবার ক্লাস এইটে উঠল। কথা তো অনেক ই কৈছি তৈ খুলাখুলি কিচ্ছু কৈ নাই।

-তাইলে দেরি না কৈরা বৈলা ফালাও,দেখ সিট খালি আছেনি।

-সিট খালি আছে এইডা মুই সিওর,তৈ সরাসরি কৈতেখুব লজ্জা লাগে। তাইত আপ্নের কাছে আইলাম আপ্নি এড্ডু হেল্প করেন?

-ওরে আমার রসের নাগর!! তা কি হেল্প করন লাগব?

-আপ্নে তো ভাই এই সব বিষয়ে খুব অভিজ্ঞ তাই একটু কষ্ট করে একটা চিঠি লিখে দেন।

-ওরে বাপরে এইডা কি কও প্রেম করবা তুমি আর চিঠি লিখব আমি??

-প্লিজ ভাল লিখে দেন বাড়ি থেকে আসার পর হতে ঐ মেয়ের চিন্তাই আমার ঘুম হারাম হৈয়া গেছেগা। আর আমি লিখতে পারিনা বলেই তো কৈলাম। (পত্রিকা পড়তে মুটামুটি ভালই পারে কিন্তু বনান করে করে লিখতে পারে না)

-আচ্ছা ঠিক আছে বল কি লিখব?

-আপনার যা ইচ্ছে হয় লিখবেন,শুধু ও যেন বোঝে যে আমি ওকে প্রথম দেখাতেই অনেক ভালবেসে ফেলেছি...!

আর শেষে আপনের ফোন নম্বার টা দিয়ে দিবেন।

-ও আচ্ছা,কিন্তু আমার ফোন নম্বার দিমু ক্যান...তুমি একটা ফোন কিনে ফেল। তাছারা আমার নম্বার দিলে তো ও আমার কাছেই ফোন দিবে।

-আমি ফোন বিয়ের আগে কিনব না বলে প্রতিজ্ঞা করেছি (বুদ্ধি আছে :p )।

তাছাড়া ফোনে তো আমি কথা কমুনা আপ্নেই কৈবেন..সমস্যা কি?

[পুলাই কৈ কি]

-ঐ পাগলা ভালবাস তুমি আমাই দিয়ে চিঠি লিখাই নিলে ঠিকআছে,কিন্তু কথাও যদি আমি কৈ তাইলে তো প্রেম আমার সাথেই হৈব।

এর উত্তরে ও যা কৈল তা শুনে আমি তো পুরাই এরশাদ হৈয়া গেলাম.

.

.

.

- ভাইজান কি যে কন? মুই কি পাগল নাকি?

চিঠি লিখবেন আপ্নি,

কথা কৈবেন আপ্নি,

পটাইবেন আপ্নি,

প্রেম করবেন আপ্নি,

কিন্তু,

ডেটিং তো করমু আমি... :p :v

#ফিলিং:-মাইয়া ফোনের অপেক্ষা,যে চিঠি লিখছি রাজি হৈয়া যাইগা।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File