"সাহসী ৪ যুবক " পর্ব : ২

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ১২ নভেম্বর, ২০১৬, ০৩:৩৫:৪১ দুপুর

গত পর্বের পর:

সিফাত সিদ্ধান্ত নিল, যে করেই হক এলাকা থেকে অপরাধ

দূর করতেই হবে,

তাই তারা চারজন মিলে গঠন করলো লাঠিয়াল বাহিনী।

তাদের মূল মন্ত্র প্রথমে বুঝাবে,

তারপর না শুনলে তাদের ধমকের শুরে বলবে,

তারপরও না শুনলে তাদের আদালতে বিচার হবে।

কি করার, দেশের আদালতে মানুষ শুষ্ঠ বিচার পায় না

তাই অনেক যুবক তাদের কর্মপদ্ধতির সাথে একমত

পোষন করলো।

বাহিনীটা বেশ পরিচিত লাভ করলো।

কিন্তু তারপরও কিছু লোক তাদের বিরুধিতা করতে লাগলো

সবাই কে বলল, এদের কথা শুননা এরা সমাজে

বিশৃঙ্খলা সৃষ্টিকারী।

বাহিনীর সভাপ্রতি হন সিফাত,

মিন্টু তথ্য সংগ্রহকারী

রাকিব অপরাধ দমন কমিশন

মূসা হলো বিচারক।

সিফাত পুরো বাহিনীকে নিয়ন্ত্রন করতো,

মিন্টু খুজে বেড়াতো অপরাধের তথ্য,

রাকিব তার সঙ্গীদের নিয়ে প্রথমে ভালো হওয়ার দাওয়াত দিত,

না মানলে তাকে কিডনাফ করে বিচারক মূসা এর সামনে দাড় করাতো,

মূসা যে রায় দিত সবাই মেনে নিত,

তাদের বাহিনীতে এখন ১৭ জন সদস্য আছে।

তারা শুধু কাজ করে তাদের গ্রাম সমষেরপুর এলাকায়।

তারা এই কাজ ইচ্ছা করে করে নাই পরিবেশ তাদের এমন হতে বাধ্য করে,

জনগন তাদের কাছে অভিযোগ পাঠায় ফেইসবুকের মাধ্যেমে।

তারাই এখন গ্রামের বিচারক,

অতন্ত্য সুষ্ঠ বিচারক. ..............(চলবে)

[পর্ব ৩ আগামী ২৫/১১/১৬]

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379673
১২ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ /

379695
১৪ নভেম্বর ২০১৬ রাত ১২:৪৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File