"শেষ ডায়েরী"

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ২০ আগস্ট, ২০১৪, ১২:৪৫:৪১ রাত

"ক্রিং ক্রিং ক্রিং . . . .

রিসিব

করতে ওপাশ

থেকে পুরুষ

কন্ঠে ভেসে ওঠলো হ্যালো ।

কন্ঠটা পরিচিত

মনে হচ্ছে ।

আগুন্তক

বলে ওঠলো কে ??

রাহাত নাকি ??

আমি বললাম হুম ।

কিন্তু

তোমাকে তো চিনতে পারি নাই



চিনতে পারো নাই ??

আরে আমি তোমার

বন্ধু আকাশ ।

আকাশ !!!

এতদিন পর ফোন

দিলে ।

দীর্ঘ ১০বছর তোর

খবর নেই ।

হঠাত্

করে কিভাবে মনে পড়লো ??

আর

বলিসনা দোস্ত।

তোর নাম্বার

টা মোবাইলে থেকে রিমুভ

হয়ে গেছে ।

তাই ফোন

দিতে পারি নাই ।

এখন পেয়েছিস

কিভাবে ??

তোর উপহার

দেওয়া শেষ

ডায়েরীতে ।

ঐ দিন তোর

লেখা গল্পগুলো পড়তে পড়তে হঠাত্

করেই তোর

নাম্বার

টা পেয়ে যাই ।

বিশ্বাস কর দোস্ত

তোদের

ছেড়ে এইখানে একদম

থাকতে কষ্ট হয় ।

বার বার

মনে পড়ে যায়

আমাদের স্মৃতিময়

কথা গুলো ।

আর তখনেই

চোখের

জলে বুকটা ভেসে যায়



তোর

কি মনে আছে ??

১০ বছর আগের

কথা ,আমি বিদেশ

আসার কিছু দিন

আগে আমরা দুই

বন্ধু

বিলে শাফলা তুলছিলাম



জাফর চাচার সেই

ছোট

নৌকাটি করে ।

হুঁম ,স্মৃতি গুলো আমার

মনে পড়ে আকাশ ।

তখন তোকে খুব

মিস করি ।

জানো রাহাত ??

আমি ৫

তারিখে দেশে আসতেছি !!

সত্যি !!

তোর জন্য

কি আনবো ??

আরে দোস্ত কিছু

লাগবেনা । তুই

আসতেছিস এটাই

যথেষ্ট ।

আচ্ছা ঠিক

আছে তোর প্রিয়

জিনিসটাই

আমি আনবো ।

এখন রাখি ।

টুট টুট টুট

করে লাইনটা কেটে গেল



আজ ৫ তারিখ ।

আজ তো আকাশ

আসবে !!

আজ

তাকে নিয়ে শাফলা তুলবো ।

এটাই মনের

জলপনা কল্পনা ।

হঠাত্ করে আবার

সেল

ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠলো ।

ফোনটা রিসিব

করার সাথেই ওপাশ

থেকেই রনি বলল ,

রাহাত !!

আকাশ বেঁচে নেই ।

আমার

কাছে অবিশ্বাস

মনে হলো না এটা হতে পারেনা ।

এটা যে কত

কষ্টদায়ক

ব্যথা তা বুঝাতে পারবোনা"

গল্পের নামঃ "শেষ

ডায়েরী"

____হাবিবুর রহমান

[[]]

বিষয়: সাহিত্য

১১৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256216
২০ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪০
কাহাফ লিখেছেন : এভাবেই চলে যায় প্রিয় জনেরা,রেখে যায় কিছু অমোছনীয় স্ম‌্র্র্তি.......।
256284
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৩
কাজি সাকিব লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
256412
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
হাবিবুর রহমান-বিদ্রোহী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File