মা আমার মা………

লিখেছেন লিখেছেন ব্লগার তারেক ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২০:৫২ সকাল

মা কেমন আছ তুমি ? জানি তুমি ভালো নেই। মা তোমার বয়স হয়েছে তুমি আর কত চিন্তা করবে? জানি তোমার চোখে আমি ছোট সব সময় থাকবো। মা আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। এখন আর আগের মতো দুষ্টমি করি না। আমাদের জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ। আমার জন্য অনেক কথা শুনেছ বাবার কাছ থেকে। আমার সব দ্বাবী তুমিই তো বাবাকে বলে মিটিয়ে দিতে। বাবাকে কোনদিন কোনও কিছু বলার সাহস হয়নি। তুমি আমার সব চাহিদা পূরণ করেছ। কিন্তূ আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। মা আমাকে ক্ষমা করে দিও।

তোমাকে খুব মিস করি। তোমার হাতের রান্নাকে খুব মিস করি। যা কাছে থেকে কোনদিন করিনি। কাছে থেকে কোনদিন তোমাকে বলিনি মা আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তূ আজ বলছি। প্রায় রাতেই তোমাকে স্বপ্ন দেখি। মা তোমার সাথে যখন ফোনে কথা বলি তখন তুমি খারাপ থাকলেও বলো ভালো আছি। এমন কেন করো মা ? তুমি অসুস্থ থাকলে সেই খবরটি জানার কী অধিকার আমার নেই? আমি জানি তোমার অসুস্থতার খবর শুনে আমি চিন্তা করবো ভেবে তুমি আমাকে কিছু বলো না। কিন্তূ মা আর কত ত্যাগ স্বীকার করবে তুমি? তোমার জন্য চিন্তা হলে হোক না। তুমি আমার জন্য তোমার সারাটা জীবন চিন্তা করেছ আর আমি তোমার জন্য চিন্তা করতে পারবোনা? আমি যখন অসুস্থ থাকতাম দিনরাত তুমি আমার সেবা করতে, রাত জেগে আমার পাশে বসে থাকতে,সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে যেন আমি তারাতাড়ি ভালো হয়ে যাই। কী দুর্ভাগ্য আমার এখন যখন আমাকে তোমার প্রয়োজন তখন আমি তোমার পাশে নেই। মা আমাকে ক্ষমা করে দিও। তবে মা আমি আসবো খুব শিগ্রই তোমার কাছে আসবো। জীবনের বাকিটা সময় তোমার সেবা করবো ।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File