নির্বাচনের বর্ষপূর্তি ও সমসাময়িক ঘটনাঃ একটি বিশ্লেষন

লিখেছেন লিখেছেন আলোকিত পথ ০৯ জানুয়ারি, ২০১৫, ০৯:৫২:৩১ রাত

গত ২০১৪ সালের ৫ই জানুয়ারী হয়ে গেলো বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিতর্কিত নির্বাচন। আসুন একটু দেখে আসি কেমন ছিলো সেই নির্বাচন।

৩০০ আসনের মধ্যে ১৫৪ আসনে কোন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি! সূত্রঃ http://en.m.wikipedia.org/wiki/Bangladeshi_general_election,_2014



অভূতপূর্ব, সীমাহীন কারচুপির পরও কাগজে-কলমে উপস্থিতি মাত্র ৪০%



শুধুমাত্র ঐ দিন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন! সূত্রঃ http://en.m.wikipedia.org/wiki/Bangladeshi_general_election,_2014



দেশের ৩৯টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি! সূত্রঃ http://www.prothom-alo.com/bangladesh/article/116923/জাল-ভোট-কলঙ্কিত-নির্বাচন



১০ম জাতীয় সংসদ নির্বাচনঃ এর ফলাফল কি ছিলো? এটা জানতে নির্বাচন কমিশন বাংলাদেশ এর ওয়েবসাইটে গেলে কোন তথ্যই পাওয়া যায় না। অথচ ৯ম জাতীয় সংসদ নির্বাচন এর কেন্দ্র ভিত্তিক ফলাফল পর্যন্ত ওখানে দেওয়া আছে। এর দ্বারাই কি প্রমানিত হয় না? ৫ ই জানুয়ারী এর নির্বাচনঃ প্রহসনের নির্বাচন। ৫ ই জানুয়ারীঃ গণতন্ত্র হত্যা দিবস?

দেখে আসুন ওয়েবসাইটঃ http://www.ec.org.bd/Bangla/MenuTemplate1.php?Parameter_MenuID=69



একটা প্রশ্ন থেকে যায়, বিএনপি কেন নির্বাচনে গেলো না? এর একটা অন্যতম কারন হয়তো ছিলো এটাই যে তারা ধারনা করতে পেরেছিলো বা তাদের কাছে খবর ছিলো যে তাদের জনসমর্থন থাকলেও ফলাফল তাদের পক্ষ্যে আসবে না। তার কিছুটা প্রমান ইদানিং কালে পাওয়া যায় এই কথার মাধ্যমে।

“নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা; নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।”-এইচ টি ইমাম

নির্বাচনের আগে পরে আওয়ামীলীগের কিছু কর্মকান্ড দেশের মানুষ অবলোকন করে যা ছিলো অভিনব।



বেগম খালেদা জিয়াকে ঘিরেও অদ্ভুত সব কর্মকান্ড দেখলো সারা দেশসহ সারা বিশ্ব।



ইট ও বালি শুধুমাত্র স্থাপনা নির্মানে কাজে লাগে তা নয়

মানুষের নিরাপত্তা প্রদানেও রয়েছে এর যুগান্তকারী অবদান।

এজন্য ডিজিটাল নিরাপত্তা উপকরন হিসাবে ইট ও বালি এর নাম চেতনার খাতায় লিপিবদ্ধ হয়ে গেলো।



বিষয়: বিবিধ

১৯১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301977
২৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
তারকা লিখেছেন : এক্সাক্টলী।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫২
244311
আলোকিত পথ লিখেছেন : ধন্যবাদ
301978
২৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪২
তারকা লিখেছেন : আমার একবার এক ছাত্রলীগের ছেলের সাথে দেখা হল- ৫ জানুয়ারীর নাটকের নির্বাচনের পরে। আমি ওকে বললাম, এইটাকে কি আসলেই তুমি নির্বাচন মনে কর?
ও কিছুক্ষন চুপ থেকে মুচকি হাসি দিয়ে বলল, এছাড়া যে ক্ষমতায় থাকা যেতনা।।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫২
244313
আলোকিত পথ লিখেছেন : রাইট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File