ছাত্রলীগ উপাখ্যান! পবিত্র আল কুরআন এর কষ্টিপাথরে বাংলাদেশ ছাত্রলীগ!!!
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ২৬ ডিসেম্বর, ২০১৪, ১০:২৬:০৫ সকাল
গরম গরম কথা বলে আলোচনায় এসেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
"তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব ।
ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলামনা কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে। ন্যাড়ী কুত্তার মতো পিটামু বি এন পি র বড় নেতাদের"
এই স্ট্যাটাসের পর অনেকেই অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমি শুধু একটি আয়াত দেখিয়ে দিতে চাই।
“রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে (মন্দ/কর্কশ) কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম”
আল কুরআন; সূরা আল-ফুরকান, আয়াত ৬৩
তাদের এই পিডাপিডির স্বভাব আগে থেকেই।
কিন্তু -এইচ. এম. বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ এর বক্তব্য দেখুনঃ "“ছাত্রলীগ কোন সন্ত্রাস, নৈরাজ্য ও দখলবাজিতে বিশ্বাস করে না। নিয়মিত ছাত্রদের নিয়েই ছাত্রলীগ শিক্ষাঙ্গনে সুষ্ঠ পরিবেশ ও ছাত্রদের সমস্যা সমাধানে কাজ করছে”। ছাত্রলীগ সভাপতির বক্তব্যঃ http://www.khulnanews.com/divisional-news/bagerhat/21314-2012-07-28-12-24-20.html
এরপর কুরআনের আরো ২ টি আয়াত দেখুনঃ
“যখনই তাদের বলা হয়েছে, যমীনে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা একথাই বলেছে, আমরা তো সংশোধনকারী। সাবধান! এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এ ব্যাপারে সচেতন নয়”
- আল কুরআন; সূরা আল বাকারা, আয়াত ১১, ১২
পবিত্র আল কুরআন এর ঐ ২ টি আয়াত, ছাত্রলীগ সভাপতির ২ টি কথা ও ২ টি ছবি মিলিয়ে দেখুন, পবিত্র আল কুরআন এর কষ্টিপাথরে বাংলাদেশ ছাত্রলীগকে বিচার করুন।
বিষয়: বিবিধ
৩৫৬৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরোনাম দেখে উষ্ঠা খাওয়ার যোগাড় আমার। কিসের সাথে কিসের তুলনা !!
নেই।
যথার্থই বলছেন, পবিত্র আল কুরআন এর কষ্টিপাথরে বাংলাদেশ ছাত্রলীগ
মন্তব্য করতে লগইন করুন