আল্লামা সাঈদী ও তাঁর বিরুদ্ধে মামলা ও রায়ের অসঙ্গতি
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১৩ নভেম্বর, ২০১৪, ১০:৫২:৪২ সকাল
আসুন প্রথমেই জেনে নেই মাওলানা সাঈদী সম্পর্কেঃ
দেখুন দাখিল সনদ অনুযায়ী তাঁর নাম। এই নামই তাঁর ছিলো এবং এখনো আছে। অথচ বলা হচ্ছে তাঁর নাম নাকি ছিলো দেলোয়ার শিকদার যার পিতার নাম রসুল শিকদার।
তিনি সারা বাংলাদেশে এমনকি বিদেশেও ওয়াজ মাহফিল করে বেড়িয়েছেন।
মানুষের মনের মাঝে কুরআনের আলো প্রবেশ করাতে সাহায্য করেছেন এবং তাঁর বিনিময়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন। তিনি বইও লিখেছেন অনেক।
কিন্তু সরকার তাঁর জনপ্রিয়তা সহ্য করতে না পেরে অসঙ্গতিপূর্ন মামলা দায়ের করলো।
দেখুন তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা সমূহের কিছু অসঙ্গতিঃ
এ পর্যায়ে একটা হাদীসঃ
আরো অসঙ্গতিঃ
সব কিছুর পরও বিতর্কিত ট্রাইব্যুনাল রায় দিলোঃ
রায়ের পর যে প্রশ্নগুলো রয়ে যাচ্ছেঃ
অগনিত মানুষ তার মুক্তি চায়ঃ
আরও জানতে লাইক করুনঃ https://www.facebook.com/FreeSayeedi
বিষয়: বিবিধ
৫৫৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ খুন করে এখন ভাল মানুষ সেজেছে উনারা । এর বিচার আখেরাতেও হবে ।
মন্তব্য করতে লগইন করুন