মাওলানা মতিউর রহমান নিজামী (Maulana Motiur Rahman Nizami) সম্পর্কে কিছু না জানা কথা, তার বিরুদ্ধে আনিত অভিযোগের অসঙ্গতিসমূহ।
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১০ অক্টোবর, ২০১৪, ০৯:৫০:২৪ রাত
আসুন প্রথমেই তার সম্পর্কে কিছু জেনে নেই
তিনি একজন সফল রাজনীতিবিদ হিসাবে অন্য দলের সাথে সুসম্পর্ক রাখাকে পছন্দ করতেন।
তিনি মন্ত্রী হয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেন।
কিন্তু তার সফলতা ও ইসলামের উপর তার অবিচল অবস্থান বিরোধী শক্তি ভালো চোখে দেখলো না। তারা ষড়যন্ত্রে মেতে উঠলো। ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে দায়ের করা হলো তথাকথিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মামলা। কিন্তু দেখুন সেই মামলা ও তার কার্য্যক্রমের নানা অসঙ্গতি
তার পক্ষে কথা বলেছেন, সাক্ষ্য দিয়েছেন এমন বিশিষ্ট্য ব্যক্তিও আছেন
তিনি শত ব্যস্ততার মধ্যেও ইসলামের খেদমতে, মানুষের কল্যানে বহু বই লিখেছেন। তার বই গুলো পড়েও তার চিন্তা, কর্ম ও চরিত্রের নমুনা পাওয়া যায়। দেখুন তার লেখা কিছু বইয়ের প্রচ্ছদ।
সবশেষে বলা যায় যে, তার মূল অপরাধ আল্লাহর পথে থাকা, ইসলামকে এদেশের বুকে কায়েমের চেষ্টা করা।
আরো জানতে লাইক করুনঃ Free Jamaat Leaders
Free Maulana Nizami
বিষয়: বিবিধ
৭৪১৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপ্নেরে চেনা চেনা লাগতেছে
চেনা চেনা লাগে? ;
মন্তব্য করতে লগইন করুন