বান্দরবানের রোয়াংছড়িকে আরেকটি বাবুছড়া বানানোর চেষ্টা চলছে। বিজিবির নির্মাণাধীন সেক্টরে জেএসএস ও পিসিপি’র হামলা: আহত ৪ বিজিবি সদস্য

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২১ অক্টোবর, ২০১৪, ০২:৩৬:৫৫ দুপুর



বরিবার রাতে জেএসএস’র পৃষ্ঠপোষকতায় ঢাকা থেকে কতিপয় দালাল সাংবাদিক ও শিক্ষকদের একটি টিম বান্দরবান গিয়ে বিজিবি’র নতুন সেক্টর কমান্ডার হেড কোয়াটারে গিয়ে অনুমতি ছাড়াই ভিডিও করতে শুরু করে। এসময় রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক উপজাতি নারী পুরুষ জড়ো হয়ে বিজিবি’র উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে, তাদের গায়ে হাত তোলে। উপজাতি মহিলারা বিজিবিকে তাদের গায়ে হাত তোলার জন্য উষ্কানী দেয়। এসময় উপজাতি মহিলারা টিভি ক্যামেরার সামনে দাড়িয়ে বিজিবিকে তাদের উপর আক্রমণ করার আহ্বান জানায়। বিজিবি তাদের বাধা দিলে জেএসএস, পিসিপি ও পাড়াবাসীরা তাদের উপর লাঠি নিয়ে হামলা করে। হামলায় সুবেদার আবুল কালাম, নায়েক সুবেদার কাওছার, হাবিব, নায়েক সরওয়ার আহত হন। বিজিবি ধৈর্য দেখিয়ে পুলিশ আহ্বান করে। বর্তমানে তারা বান্দরবান শহরে অবস্থান করে নানা ধরণের উষ্কানি মূলক কাজের সাথে জাড়িত রয়েছে। ঢাকা থেকে আসা এই দলে মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি জিয়া উদ্দিন তারেক আলী, প্রথম আলোর রাজীবমীর( জবি শিক্ষক), বিপ্লব রহমান(কালের কন্ঠ), নজরুল কবির(দেশটিভি)সহবিভিন্ন পত্রিকা ও চ্যানেলের ১০জন সাংবাদিককে নিয়ে গেছে জেএসএস।

নিউজ লিংক বিজিবির নির্মাণাধীন সেক্টরে জেএসএস ও পিসিপি’র হামলা: আহত ৪ বিজিবি সদস্য



এ বিষয়ে বান্দরবান বিজিবি’র সেক্টর কমাণ্ডার কর্ণেল ওয়ালী পার্বত্যনিউজকে টেলিফোনে বলেন, সমগ্র ঘটনাটি অনভিপ্রেত ও উষ্কানীমূলক। জেলাপ্রশাসক সমস্ত নিয়মকানুন মেনে জায়গাটি অধিগ্রহণ করে বিজিবিকে দিয়েছে। বিজিবি টাকা দিয়ে সরকারী ও ব্যক্তিমালিকানাধীন জায়গা কিনে নিয়েছে। এটি কারো বসবাসের জায়গা নয়, এর আসেপাশে কারো বসতি নেই। তবু একটি মহল বিশেষ উদ্দেশ্যে খাগড়াছড়ির বাবুছড়ার মতো আরেকটি পরিস্থিতি সৃষ্টি করার মানসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

আসুন, এখনই প্রতিবাদ গড়ে তুলি।

বিষয়: বিবিধ

২১৯২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276736
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
তায়িফ লিখেছেন : সেটেলার আবাদী প্রত্যাহারই একমাত্র সমাধান।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৮
220707
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সুশীল সেজে মিশনারীজদের দেওয়া ইংরেজি শব্দ "সেটেলার" অপকটেই বলে ফেলেন। কিন্তু দয়া করে সেটেলারের বাংলা অর্থটি আমাকে বলবেন কি? কেন বাঙ্গালীদের সেটেলার বলেন একটু বলবেন কি?
276755
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মিডিয়াগুলির কাছে দেশের সিমান্ত রক্ষকরা কি শত্রু?
তাহলে এরা বোধ হয় এই দেশের নয়।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
220719
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বর্তমানে দেশে যদি দেশদ্রোহীদের চিহ্নত করতে চান তাহলে বামপন্থীদের কেই করতে হবে। বিভিন্ন এনজিও থেকে টাকা খেয়ে তারা একের পর এক দেশদ্রোহী কাজ করে যাচ্ছে। আর তাদের এই অপকর্ম গুলো করতে সাহায্য করে বামপন্থি মিড়িয়া গুলো
328952
০৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৫
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : আর কি ই বা বলবো !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File