ভারতের আসাম থেকে এক বোনের অনুরোধ....

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৩ মে, ২০১৪, ০৫:৫৬:৩৯ বিকাল



ভারতের আসাম রাজ্যের সানা আমিন নামের একটি মেয়ে আমার দীর্ঘদিনের ফেবু ফ্রেন্ড। সে পলিটিক্যাল সাইন্স নিয়ে পড়া শুনা করতেছে।

আজ আমি ফেবু লগইন করলে দেখি সানা আমিন আমাকে একটি ইনবক্স করেছে।

ইনবক্সে লেখা ছিল "hoyto tomra amader k save korte parbena. tar por o tomak tag dewa news ti banglay leke 1ti post daw, ontoto tomar desher manoshera janbe amra ki vabe nijjati hochy, amar ai onorod toko rakbe vaiya?"

তখন আমি আমার প্রোফাইল চেক করে দেখলাম একটি পোস্ট টেগ দেওয়া হয়েছে এই ছবিটি সহ। উগ্রপন্থী হিন্দুরা জ্বালিয়ে দিয়েছে। আগুনে পুড়ে গ্রপন্থী হিন্দুদের হামলায় মহিলা শিশু সহ ২০ জন। একটু পর আর একটা ইনবক্স করে বলে "ekon mrito manuser shonkka 36"

বাংলাদেশে কোন সংখ্যালঘু পরিবারের বাথরুমে ঢিল পড়লেও সারা দুনিয়া কাপিয়ে নিন্দার ঝড় আসে।

# ইসলাম সন্ত্রাসের ধর্ম

# মুসলিমরা জঙ্গী/ সাম্প্রদায়িক


দেশের ইসলামিক সংগঠন/দল গুলোকে জডিয়ে এই রকম বক্তব্য দেওয়া হয়। দুনিয়া সব মিড়িয়া গুলোতে সেই ক্ষতি গ্রস্থ বাথরুমের ছবি ছাপানো হয়। সারা বাংলা দেশে মানব বন্ধন করে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটার জন্য সলামিক সংগঠন/দল দায়ী করে।

কিন্তু এই সব কথাকথিত মনবতাবাদীরা এখন কই???

কয়টা নিউজে এ্ই খবরটা আপনার পেয়েছেন? কয় জনে শুনেছেন এই হতভাগা মুসলিমদের আর্তচিৎকার?

তাহলে কি মুসলিমদের মানবাধিকার থাকতে নেই??

সানা আমিনের ফেবু আইডি লিংক

https://www.facebook.com/samin3/about

বিষয়: বিবিধ

১৯৩০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216962
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
জেদ্দাবাসী লিখেছেন : "hoyto tomra amader k save korte parbena" হ্যাঁ বোন সানা আমিন আমরা তোমাদেরকে সেইভ করতে পারছিনা, তার বড় কারন দলে দলে বিবক্ত হয়ে আমরা পূর্বসুরিদের সেই শক্তি হারিয়ে ফেলেছি । এক বোনের ড়াকে সিন্ধু বিজয় করেছিল মোহাম্মদ বিন কাসিম। তোমার ড়াকেও জেগে উটতে পারে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসুরিদের মধ্য হতে কেউ, এই দোআ করি ।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ


০৪ মে ২০১৪ সকাল ১১:০৫
165350
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সানা আমিন আমাদের কে অনুরোধ করেছে যে, তাদের উপর যে নির্যাতন হচ্ছে তা প্রচার করার জন্য। যাতে বিশ্ব বাসী জানতে পারে। কারণ এসব হামলা মিড়িয়ায় তেমন প্রকাশ করেনা।
216964
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
মোঃ আবু তাহের লিখেছেন : দুঃখে আর ক্ষোভে বুকটা ফেটে যেতে যাচ্ছে, কিছুই করতে পারছি না আমরা এই ভাই-বোনদের জন্য জানি না আল্লাহর কাছে কি জবাব দিব।
০৪ মে ২০১৪ সকাল ১১:০৫
165351
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সানা আমিন আমাদের কে অনুরোধ করেছে যে, তাদের উপর যে নির্যাতন হচ্ছে তা প্রচার করার জন্য। যাতে বিশ্ব বাসী জানতে পারে। কারণ এসব হামলা মিড়িয়ায় তেমন প্রকাশ করেনা।
216970
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০২
আহমদ মুসা লিখেছেন : দুনিয়ার দিকে দিকে মুসলমানদের এসব করুণ পরিণতি দেখে আমরা শুধু চোখে পানি ফেলি। আর যারা জাতীয় সংঘসহ দুনিয়ার প্রভাবশালী বড় বড় সংস্থা ও ব্যক্তিরা মুসকি হেচে তাচিল্ল্য করে। বড়ই দুর্ভাগ্য আমাদের মুসলিম উম্মাহর যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নামে মুসলমান হলেও কাজে কর্মে একজন নিকৃষ্টতম মোনাফিকের চেয়েও বড় শয়তান। যার ফলে কোথাও মুসলিম উম্মাহর কোন অংশ আক্রান্ত হলে নেতৃত্বস্থানীয় মুসলিম দায়িত্বশীলগণ তাদেরকে উদ্বারে এগিয়ে আসেন না। আল্লাহর তরফ থেকে কোন ফায়সালা আগে যেন এসব মুসলিম নেতৃবৃন্দের উপরই আসে অন্তর থেকে মাঝে মধ্যে ফরিয়াদই উচ্চারিত হতে চায়!!!
০৪ মে ২০১৪ সকাল ১১:০৮
165352
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সব বিভেদ ভূলে এক কাতারে আসতে হবে। আজ মুসলিমদের মধ্যে ঐক্যের বড়ই প্রয়োজন।
216974
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
নীল জল লিখেছেন : আমি জানি না আপনি নিজের অজান্তে , নাকি আবেগে উক্ত সমস্যাটির জন্য বাংলাদেশের সংখ্যলঘুদের দায়ী করছেন। কিন্তু একটা কথা বলতে পারে ভারতে সংখ্যলঘুদের প্রতিনিধিত্ত করতে পারে এমন অনেক মন্ত্রি আছে। আর কথা যাদি হয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তাহলে বলতে চাই উক্ত মেয়েটি ফেসবুকে নিজের অনুভুতি প্রকাশ করতে পেরেছে, বাংলাদেশে তো হিন্দুরা ফেসবুক চিনে না, কিন্তু মুসলমানরা ফেসবুকে নিজেরাই ইসলাম সম্পর্কে কটুক্তি করে হিন্দুদের দোষ দেয়। আর যদি হিন্দুরা ফেসবুকে নিয়মিত থাকত তাহলে তো মনে হয়....বলার ভাষা খুজে পাচ্ছি না
০৪ মে ২০১৪ সকাল ১১:৫৫
165369
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সংখ্যলঘুদের শব্দটা আমি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছি। কিন্তু খুবই আশ্চয্য হয়েছি যে আপনি যে মৌলবাদীর ভরপুর দেশ ভারতের সাথে বাংলাদেশকে কি ভাবে মিলাচ্ছেণ!!!

কয়েকদিন আগেও হিন্দু এলাকা থেকে মুসলমানদের তাড়িয়ে তাডিয়ে দেবার জন্য হিন্দুদের কে আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ সভাপতি।
আচ্ছা এই রকম কথা কি কখনো হেফাজত, হিজবুত, জামাত বলেছিল? তারপর ও এরা জঙ্গী হয় কেন? অন্য দিকে এসব উগ্রবাদী হিন্দুরা জঙ্গী হয় না কেন?

ইন্ডিয়াতে হিন্দু অধ্যষিত এলাকায় অন্য ধর্মের লোক এখানকার সম্পত্তি কিনতে পারবে না। তারপরও ইন্ডিয়া একটি অসাম্প্রদায়িক এবং ধর্মনিরেপক্ষ রাষ্ট্র!!! যদিও পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় এই অসাম্প্রদায়িক এবং ধর্মনিরেপক্ষ রাষ্ট্রটিতেই হয়। এসব দাঙ্গাই ১০লক্ষেরও অধিক লোককে খবই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যার অধিকাংশই মুসলিম। যোদ্ধ ব্যাতিত সাম্প্রদায়িক দাঙ্গায় এত লোকের প্রাণহানি অন্য কোন দেশে হয়নি। এক সমীক্ষায় দেখা গেছে ইন্ডিয়াতে প্রতিবছর ছোটবড় মিলিয়ে গড়ে ৮০০ উপরে সাম্প্রদায়িক হামলা হয়। যার স্বীকার বরাবরই মুসলিম সম্প্রদায়।
এক কথায় "হিন্দুরা হচ্ছে সাম্প্রদায়ীক এবং মৌলবাদী"
216975
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২১
নীল জোছনা লিখেছেন : মোঃ আবু তাহের লিখেছেন : দুঃখে আর ক্ষোভে বুকটা ফেটে যেতে যাচ্ছে, কিছুই করতে পারছি না আমরা এই ভাই-বোনদের জন্য জানি না আল্লাহর কাছে কি জবাব দিব। Sad Sad Sad Sad
০৪ মে ২০১৪ বিকাল ০৫:২৬
165549
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ
216989
০৩ মে ২০১৪ রাত ০৮:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশের মানুষেরা তাদের মানুষত্ব হারিয়ে ফেলেছে অনেক আগেই। তাদের কাছে কিভাকে সহানুভুতি আশা করে অাসামের নির্যাতিত মানুষেরা।
০৪ মে ২০১৪ বিকাল ০৫:২৮
165551
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হ্যা... ভাই ঠিকই বলেছেন। আমরা মানুষত্ব হারিয়ে ফেলেছি। কিন্তু এ থেকে উত্তরনের উপায় বের করতে হবে।
216990
০৩ মে ২০১৪ রাত ০৮:১২
চিরবিদ্রোহী লিখেছেন : শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া (রহ.) তার কিতাব ফাতাওয়াতুল কুবরা তে লিখেছেন
যদি কোন মুসলমান রাজ্য (সমাজ, গোত্র) অমুসলিম শত্রু কর্তৃক আক্রান্ত হয়, তাহলে তাদের উপর সর্বাত্মক ভাবে সেই শত্রুর বিরুদ্ধে জীহাদ করা ফরজ হয়ে যাবে। আর যদি তারা অক্ষম ও অসমর্থ হয়, তাহলে পার্শ্ববর্তী দেশের মুসলমানদের উপর তাদের পক্ষে লড়াই করা ফরজ হয়ে যাবে।

আমরা প্রতিবেশী মুসলমান হয়েও আসাম, মিয়ানমান ইত্যাদি অংশে নির্যাতিত মুসলমানদের পক্ষে দাড়াতে পারছি না। হায়.....আমাদের নাম বোধ হয় আবদুল্লাহ বিন উবাইদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে।
217091
০৪ মে ২০১৪ সকাল ০৫:৩৭
স্বপন২ লিখেছেন : আমরা প্রতিবেশী মুসলমান হয়েও আসাম, মিয়ানমান ইত্যাদি অংশে নির্যাতিত মুসলমানদের পক্ষে দাড়াতে পারছি না। হায়.....আমাদের নাম বোধ হয় আবদুল্লাহ বিন উবাইদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবো। সারা বিশ্বে মুসলমানের রক্ত বয়ে যাচ্ছে। চিরবিদ্রোহী ভাই এর সাথে একমত।
217491
০৪ মে ২০১৪ রাত ১০:০৩
নীল জল লিখেছেন : ভাই আমি এখানে ভারতের প্রতিনিধিত্ত করছি না। কিন্তু আমার মনে হয় ভারতের চোখে বাংলাদেশকে দেখছেন। ভারতে ১৬ কোটির মত মুসলিম আছে, যা মুসলিম বিশ্বে ৩য়। বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা তো বাংলাদেশি? আপনি কি বাংলাদেশের নাগরিকের চেয়ে ভারতের নাগরিক কে তুলনা করছেন? আপনি বাংলাদেশের নাগরিক কে ঠেলে দিয়ে ভারতের মুসলিম দের পক্ষ নিচ্ছেন? ভারতের মুসলিম রা ভারতের নাগরিক, আমার মনে হয় তারা বাংলাদেশকে দাম দেয় না
০৬ মে ২০১৪ সকাল ০৯:১৪
166104
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুধু মাত্র ধর্মের জন্য বাংলাদেশের কোন হিন্দু কে হত্যা করা হয়নি। যা প্রতিনিয়ত ইন্ডিয়াতে হয়। বাংলাদেশে যা হয় তা হল হয়ত ব্যাক্তি গত অথবা কোন আর্থিক কারেণ অথবা রাজনৈতিক কারণে। যা সচরাচর মুসলিম-মুসলিমদের মাঝেও হচ্ছে।
আপনি বলেছেন যে "১৯৭২ সালে সংখ্যালুঘু (হিন্দু)সংখ্যা ছিল ১৭%আর ২০১৪তা ৯%মাএ।"
আচ্ছা আপনাকে আমি আপনাকে একটা প্রশ্ন করি উত্তর দিয়েন "বাংলাদেশে আমি যে অধিকার গুলো ভোগ করি আপনি কি তার একটাও মিস করেন?" আপনাকে তো ভারতের অন্ধ প্রদেশের মাদ্রাসাও যেভাবে গীতা পাঠ বাধ্যতামূলক করা হয়েছে ওভবে কোরআন পাঠ করতে হচ্ছে না।
সামর্থ থাকলে যেখানে ইচ্ছে সেখানে জায়গা কিনতে পারতেছেন যা ইন্ডিয়াতে মুসলিমরা পারেনা।
বর্তমানে বাংলাদেশে ৭% হিন্দু আছে( ৯% নয়)। কিন্তু মোট সরকারি চাকরীর ৩২ শতাংশ কিন্তু হিন্দুরাই করে। তারপরও বলবেন কি হিন্দুরা বাংলাদেশে অধিকার থেকে বঞ্চিত?

এখন ফেইচ বুকের সব হিন্দু পেইজ গুলোতে খুব জোরেসোরে চলতেছে ভারতে উগ্রপন্থি জঙ্গী দল ভিজেপির নির্বাচনী প্রচারণা। এক কথায় বলা চলে আপনাদের "এক পা বাংলাদেশে আরেক পা ইন্ডিয়াতে"। বাংলাদেশি হিনদুরা তো বাংলাদেশের নাগরিক তাই না? তাহলে তারা ইন্ডিয়ার নির্বাচনী প্রচারনা চালাবে কেন? তাও আবার একটা দাঙ্গাবাজ উগ্রপন্থি দলের হয়ে।
এসব পেইজ গুলোতে বিভিন্ন ভুয়া কাহিনী সাজিয়ে যেভাবে মুসলিমদের বিরোদ্ধে সাম্প্রদায়িকতা বিষবাষ্প ছড়াচ্ছে তাতে কোন হিন্দুই সাম্প্রদায়িকতা উদ্ধে থাকতে পারবেনা।
লাভটা কি এভাবে গুজবের মাধ্যমে সাম্প্রদায়িকতা বিষবাষ্প ছডিয়ে?
ফেইচ বুকের সব হিন্দু পেইজ গুলোতে মুসলিম সম্পর্কে কি মনোভাব পোষন করেন তা নিচ্ছই আপনার জানেন।
তাহলেকি এই কথা বলতে পারি যে "হিন্দু মানেই সাম্প্রদায়িক"??
১০
217504
০৪ মে ২০১৪ রাত ১০:৪২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মুসলমানদের মানবাধিকার থাকতে নাই আপাদত তাই মনে হয়!
০৬ মে ২০১৪ সকাল ০৯:১৫
166105
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তাইতো মনে হচ্ছে এখন।
১১
218045
০৬ মে ২০১৪ সকাল ১১:৫৪
নীল জল লিখেছেন : আমার ব্যার্থতা এই যে আমি অভিযোগের সত্যতা সুনিশ্চিত করতে পারলাম না। আপনি বলেছেন বাংলাদেশে হিন্দুরা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায়। তা অনেকাংসে সঠিক। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীতে কিন্তু ধর্মকে বিবেচনা করে। আমি আমার মাতৃভুমিকে স্বাভাবিক ভাবেই শ্রেষ্ঠ বলব।আমি কোন সময় ধর্ম দিয়ে মানূষ বিবেচনা করি না। ভাই দুনিয়াতে তো অনেক মুসলিম দেশ আছে। আপনারা মনে করেন হিন্দু মানেই ভারতের দালাল। কই আমরা তো এসব বলি না? কেন এইরক্ম চিন্তা করেন?
০৬ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
166200
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : # প্রতিটি দেশে সামরিক বাহিনীতে বিশেষ করে গোয়েন্দা বাহিনীতে পার্শবর্তি দেশের সংখ্যাগুরু ধর্মের সাথে সমাযস্য রেখে উচ্চ পদন্ত অফিসার নিয়োগ দেওয়া হয়না। এটা বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্থান খুব বেশি সতকর্তা অবলম্বন করে। যদিও এক সময় বাংলাদেশও কিছুটা করতে কিন্তু ৯০ এর দশক থেকে এই নীতি শিতিল করে। বর্তমানে বাংলাদেশে শুধু মাত্র ৩২ জন হিন্দু উচ্চ পদন্থ কর্মকর্তা রয়েছে। ছোট খাটো পদে তো আছেই। তার পরও কি বলবেন বাংলাদেশে আপনারা অবহেলিত? খুবই দুঃখ হয় যখন দেখি বাংলাদেশি হিনদুরা হিন্দু পেইজ গুলোতে ইন্ডিয়ার নির্বাচনী প্রচারনা চালায়। এবং তাও আবার একটা দাঙ্গাবাজ উগ্রপন্থি দলের হয়ে।
এসব পেইজ গুলোতে বিভিন্ন ভুয়া কাহিনী সাজিয়ে যেভাবে মুসলিমদের বিরোদ্ধে সাম্প্রদায়িকতা বিষবাষ্প ছড়াচ্ছে তাতে কোন হিন্দুই সাম্প্রদায়িকতা উদ্ধে থাকতে পারবেনা।
লাভটা কি এভাবে গুজবের মাধ্যমে সাম্প্রদায়িকতা বিষবাষ্প ছডিয়ে?
ফেইচ বুকের সব হিন্দু পেইজ গুলোতে মুসলিম সম্পর্কে কি মনোভাব পোষন করেন তা নিচ্ছই আপনার জানেন।
১২
218051
০৬ মে ২০১৪ দুপুর ১২:৩৮
জাগো মানুস জাগো লিখেছেন : where is our so called media ? why not publish the pictures ?
why why why
১৩
218241
০৬ মে ২০১৪ রাত ০৮:৩২
নীল জল লিখেছেন : কিছু সংখ্যক বিপথগামি সদস্যের জন্য নিশ্চয় ইসলাম খারাপ হয়ে জায় নি, ঠিক তেমনি কিছু সংখ্যক কুলাঙ্গার হিন্দুর জন্য নিশ্চয় পুরো হিন্দু সম্প্রদায় খারাপ জায় নি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File