CNN এর যে রিপোর্ট (ভিডিও) বিশ্বেব্যাপি আলোড়ন সৃষ্টি হচ্ছে সেই "আযান ফুল"!!!
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৭ এপ্রিল, ২০১৪, ০৪:৩৭:৪৭ বিকাল
এক জাতীয় ফুল আযান শুনলেই আযানের আহবানে সাড়া দিয়ে ফোটে, আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়। এ্ই ফুলের নাম দেওয়া হয়েছে আযান ফুল।
আযারবাইযানের এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে। আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুটছে না। যতবার-ই আযানের শব্দ ওখানে পৌঁছাচ্ছে ততোবার ফুল ফুটছে। বিজ্ঞানসম্মত সকল গবেষনার পর ফল একটা-ই পাওয়া গেছে, "Sorry, we can't explain this mystery, only God knows".
অবশেষে CNN ও BBC এটাকে নিয়ে ডকুমেনটারী করতে বাধ্য হয়েছে।
একটি গাছ-ও তার রবের আহবানকে চিনতে পারে, চিনতে পারলোনা শুধু নাস্তিকরা।
বিশ্বাস হচ্ছেনা??? তাহলে এই ভিডিওটা দেখুন।
https://www.youtube.com/watch?v=hX8dUXrhvUg&feature=youtu.be
অথবা এই ভিডিওটা দেখুন।
https://www.facebook.com/photo.php?v=1418280431766771&set=vb.100007544822272&type=2&theater
আপনার ফেইচবুক/টুইটারে শেয়ার করতে ভুলবেন না।
বিষয়: বিবিধ
১৯৭২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখ ছাঘু, এখানে কি হছ্ছে>
খুব ভাল লেগেছে নতুন কিছু জেনে।
মন্তব্য করতে লগইন করুন