জম্মই কি আজম্ম পাপ শহিদুলের?? সে কি আর কখনো ফিরে আসবেনা?
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৪ এপ্রিল, ২০১৪, ০২:১৯:৩২ দুপুর
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি হতে গত ২৫ ফেব্রুয়ারী উপজাতিয় সন্ত্রাসী সংগঠন UPDF কর্তৃক অপহৃত হয়েছিল শহিদুল ইসলাম নামে এক ফুটফুটে শিশু । এরপর ৫৪টি দিন অতিবাহিত
হয়ে গেল । অথচ চুড়ি পরে থাকা স্থানীয় প্রশাসন আজ অবধি উদ্ধার করতে পারেনি শিশুটিকে। হতদরিদ্র বাবা-মা আধও ফিরে পাবে তার সন্তানকে? আজ যদি শহিদুল ইসলাম নামটির পরিবর্তে শহিদুল চাকমা হতো তবে দেখতেন কতো মিডিয়ার মায়া কান্না..
পাশাপাশি তথাকথিত সুশীলদের বুকফাটা আর্তনাদ। দুঃখের বিষয় নিঃস্পাপ এই শিশুটির জন্য কথা বলার কোন মানুষ আজ নাই।ছোট্ট ছেলেটি পার্বত্য বাঙালি ঘরের সন্তান হয়ে জন্মেছিল আর সেটিই তার অপরাধ! ভেবে দেখবেন কি ভার্সিটিতে যাওয়ার পথে কিংবা প্রাইভেট পড়ে আসার পথে কিছু কালো মুখোশপড়া অস্ত্রধারীরা আপনাকে জিম্মি করে গাড়িতে উঁঠিয়ে অজানা কোথাও নিয় গেল, আপনাকে হারিয়ে আপনার পিতা-মাতার হায়হুতাশ ছাড়া কি করার আছে? নিশ্চয়ই আপনাকে ফিরে পেতে আপনার পিতা-মাতা সর্বোচ্চ সম্বলের বিনিময়ে হলেও যা করার তাই করবে? কিন্তু শহীদুলের দরিদ্র মা-বাবার সে সম্বলটুকুন যে নেই, একমাত্র শহিদুলই ছিল তাদের শেষ সম্বল। প্রতিদিন কত খবর কাগজভরে আসে অথচ
শহীদুলকে নিয়ে ছোট্ট একটি হারানো বিজ্ঞপ্তি পর্যন্ত আসেনা।
ভাগ্যের কত নির্মম পরিহাস, একদিকে বাঙালী হয়ে জন্মানোর পাপ
আরেকদিকে দারিদ্রতা! এই শহিদুল হয়ত কেবল একা শহিদুলই নয়, হাজারো গুম হওয়া শহিদুলের প্রতিকৃতি সে। অতচ কয়েক দিন আগে অপহৃত এক চাকমা সেনা কর্মকর্তার জামাতা কে ২ দিনের মাথায় সেনা বাহিনী উদ্ধার করে এবং অপহরনের সাথে জড়িত কয়েকজন উপজাতীয় সন্ত্রাসীকে গ্রেফতার করে। শহিদুল তো কোন সেনা কর্মকর্তার আত্মীয় নয় যে সেনাবাহিনী তাকে উদ্ধারে নিছক
অভিযানে যাবে, সে কোন রাজনৈতিক নেতার সন্তান নয় যে সংগঠন তার জন্য এগিয়ে আসবে, সে কোন উর্ধ্বতন সরকারী কর্মকর্তার সন্তান নয় যে সরকার তাকে উদ্ধারে এগিয়ে আসবে তবে আর
আসবেই বা কে? তাছাড়া শহিদুলের সবচেরয় বড় অপরাধ সে বাঙ্গালী। কেবলই গরীব বাঙালীর সন্তান হওয়ার অপরাদে কত
শহিদুল প্রতিনিয়ত অপহৃত হচ্ছে তার হিসাব হয়ত সরকার রাখেনা কিন্তু ঠিকই রাখে একজন উপজাতীয় নেতার কন্যা ভেনাসের জন্মদিন! হায়রে শহীদুল এই ছোট্ট বয়সে তোর মতই দেখতে হয়ত
আমি ছিলাম, চোখের আড়ালে গেলেই যেন মা নয়ত বাবা সামনে এসে দাঁড়াত। তোর আর আমার মাঝে কিছু পার্থক্য থাকতেই পারে কিন্তু তুইও যেমনটি বাঙালির সন্তান ঠিক তেমনটি আমিও।হয়ত কখনোই পৃথিবীর কোন পিতা-মাতা চাইবেনা তার যক্ষের ধন শহিদুলটিকে কোন অশুভ শক্তি ছিঁনিয়ে নেক। পাহাড়ে উপজাতি সন্ত্রাসীরা এভাবে আর কত শহীদুলকে কেঁড়ে নিলে ওদের অভিশাপ
থেকে মুক্তি পাওয়া যাবে আমি তা জানতে চাই....
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সবাইকে সমান অধিকার দিয়েছি "
মন্তব্য করতে লগইন করুন