বাংলাদেশের ভূখণ্ড দাবি করার প্রতিবাদে এবার বিজেপির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা !!!!!
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২২ এপ্রিল, ২০১৪, ১১:২২:৩৯ সকাল
অবৈধ ভাবে বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করায় বিহারের ভারতীয় জনতা পার্টির (বিজেপির) ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। সোমবার মধ্যরাতে ওয়েবসাইটটি হ্যাক করা হয়।
ওয়েবসাইটটি খুললে দেখা যায় তাতে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই হাসিমুখে মধ্যমা উঁচু করে আছেন। তার নিচে লেখা hello BJP, so u again demands Bangladeshi land?(হ্যালো বিজেপি, তোমরা কি আবার বাংলাদেশের ভূমি দাবি করবে?)
এছাড়া আরো লেখা আছে যার বাংলা করলে দাঁড়ায়, ‘বাংলাদেশি ভূখণ্ড দাবির প্রতি এটি জোরালো প্রতিবাদ। এর জন্য ক্ষমা চাওয়া উচিৎ। এটি অনুরোধ নয়, সাবধানবানী। কিন্তু আবার দেখা হবে। বাংলাদেশি হ্যাকারদের পক্ষ থেকে তোমাদের একটি নিরাপত্তা চুমু।’
‘অল বাংলাদেশি ফ্রিডম ফাইটার সাইবার-৭১ ফ্যামিলি’ নামে একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করেছে।
মূলত গত ১৯ এপ্রিল ভারতের সাম্প্রদায়িক দল বলে পরিচিত বিজেপির অন্যতম শীর্ষনেতা সুব্রামনিয়ম স্বামী বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেন। তিনি বলেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এ জমি ভারতের হাতে ছেড়ে দিক বাংলাদেশ। কারণ দেশভাগের পর অধূনা বাংলাদেশ থেকে এক-তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে। অন্যথায় এসব মুসলমানের সংস্থাপনের জন্য বাংলাদেশকে এক-তৃতীয়াংশ ভূখণ্ড ছাড়তে হবে।
তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো কোনো মন্তব্য বা ব্যবস্থা নেয়নি।
সূত্রঃ সময়ের কন্ঠস্বর
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পারলে ভারতের বাংলাদেশ সংলগ্ন প্রদেশগুলো হ্যাক করে দেখাক ।
মন্তব্য করতে লগইন করুন