আল্লাহ আমাকে বাচিয়েছে। চট্টগ্রামসহ কিছু এলাকা ভারত হচ্ছে না।

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২১ এপ্রিল, ২০১৪, ০২:৫৮:৪৭ দুপুর



বড়ই টেনশন ছিলাম কারন আমি হিন্দি ভাষা জানিনা। পরে দেখতেছি ভারতের দাবী করা অংশে আমি নাই অথ্যাৎ চট্টগ্রাম পড়ে নাই। আল্লাহ আমাকে বাচিয়েছে। নয়ত ভাষা না জানার কারণে অকালে কৃত্রিম বোবা হয়ে যেতে হত।

কিন্তু ভারতের এই দাবী আমিও যোক্তিক মনে করি কারণ দেশে যেভাবে হিন্দি ভাষা ভাষির সংখ্যা বেড়ে গেছে ততে তো এই দাবী ভারত করতেই পারে। হিন্দি ভাষা ভাষীদের দেশ ইন্দিয়া না হয়ে বাংলাদেশ হবে কেন। এই জন্য আমাদের উচিত ভারত কে ধন্যবাদ দেওয়া কারণ তারা শুধু মাত্র আমাদের উপর করুণা করেই পুরা বাংলাদেশ ইন্ডিয়া বানানো কথা বলে নাই।

তবে আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া হওয়ার কথা শুনে অধিকাংশ মানুষই খুশি। না হয় সবাই চুপ করে আছে কেন??

মেনে নিলাম আওয়ামীলীগ ভারতের দালাল তাই তারা বাংলাদেশ ইন্ডিয়া হওয়ার কথা শুনে খুশি হয়ে চুট করে আছে।

কিন্তু বিম্পি+জামাত তো ভারত বিরোধী বলে প্রচার করে। তারাও চুপ করে আছে কেন? নাকি তারাও বাংলাদেশ ইন্ডিয়া হওয়ার কথা শুনে খুশি হয়ে গোপনে হিন্দি ভাষা শেখার কাজ শুরু করে দিয়েছে??

বিষয়: বিবিধ

২৪৫৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211205
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৩
েনেসাঁ লিখেছেন : আমরা পূর্ব পাকিস্থানের থেকে পূর্ব হিন্দুস্থান হয়েছি। শুধু কাগজ কলমে বাংলাদেশ।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
159595
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "আমরা পূর্ব পাকিস্থানের থেকে পূর্ব হিন্দুস্থান হয়েছি।" appropriate speech, thanks for comments
211207
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
এস আই সাহেব লিখেছেন : কিছু বলবনা। আলীগের মত চুপ থাকব।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
159596
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুধু আওয়ামীলীগ কে আর কি দোষ দেব ভাই, বিম্পি ওয়ালারাও তো চুপ করে আছে।
211209
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩১
মাটিরলাঠি লিখেছেন : মুস্কিলে পড়লাম, এখনতো আমাকে হিন্দি ও ধুতি পরা শিখতে হবে Surprised
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৮
159598
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যদি বাংলাদেশ রাজ্যের ইন্ডিয়া অঞ্চলে পড়ে যান তাহলে আর কাল বিলম্ব না করে হিন্দি ভাষা শেখার কাজ শুরু করে দিন। নয়ত উপায় নাই। ভাষা না জানার কারণে অকালে কৃত্রিম বোবা হয়ে যেতে হবে।Worried Worried Worried
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
159672
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আরেকটো দক্ষিনে আনতে পারলে নবগঠিত রাষ্ট্রের মাঝামাঝি হত এবং আমার বাড়ি থেকেও রাজধাণীটা কাছে হইয়া যাইত। @আহ জীবন
211210
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
হতভাগা লিখেছেন : কিন্তু আপনাকে তো ঢাকায় আসতে হলে দুবার ভারতের বর্ডার ক্রস করতে হবে ! বিএসএফের সাথে দুই দফা খেলতে হবে !
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
159600
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি তখন ইন্ডিয়ার ঢাকায় যাব না। কারণ ওখানে গেলে ভাষা না জানার কারণে অকালে কৃত্রিম বোবা হয়ে যেতে হবে।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
159603
হতভাগা লিখেছেন : আমি বাংলাদেশের ঢাকা অংশটাকেই বুঝাতে চেয়েছি।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৩
159617
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তখন তো আর বাংলাদেশের ঢাকা থাকবেনা। তখন ইন্ডিয়ার ঢাকা হয়ে যাবে।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২০
159636
হতভাগা লিখেছেন : আপনার দেখানো সমান্তরাল রেখার মাঝ বরাবর উপরে ও নিচে ঢাকার কিছু অংশও আছে যেটা বাংলাদেশেরই হবে ।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
159653
আহ জীবন লিখেছেন : কুমিল্লা নাহয় ফেনী দুইটার একটারে রাজধানী বানায়া নিলেই আর বি এস এফ এর ভয় থাকবনা।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৯
159662
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যে অংশ টুকু বাংলাদেশ আছে ওখানে তো যেতে পারব। যদিও সীমান্তবর্তি এলাক ঢাকায় যাওয়া খুবই বিপদজনক হতে পারে।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
159673
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আরেকটো দক্ষিনে আনতে পারলে নবগঠিত রাষ্ট্রের মাঝামাঝি হত এবং আমার বাড়ি থেকেও রাজধাণীটা কাছে হইয়া যাইত। @আহ জীবন
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৬
159976
হতভাগা লিখেছেন : আমার কথা হইল , স্বামীর চাওয়াতে তো চট্টগ্রাম আসে নাই । আপনারা কেন চট্টগ্রামের স্বাধীনতা ঘোষনা করেন না ? এখনই তো সুযোগ !
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩২
160056
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম কিছুক্ষণের মধ্যে আমি "লালুরঘাট টেলিভিশন কেন্দ্র" থেকে সরাসরি "স্বাধীনতার ঘোষনা পত্র" পাঠ করব। আপনারা কান পেতে শুনিয়েনWorried Worried Worried
211262
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাইয়ুনপি-জামাত অহন আগের সেই পিএনপি-জামায়াত নেই। বাইয়ুনপি অহন হিজরাদের গারদখানা। আর জামাতকে অপারেশন কইরা খাসি ছাগলে পরিনত কইরবার উদ্যেগ নিছে। জামাতীদের আগের মত পাডা্ ছাগলের তেজ নাই। যার আওমী লীগের মত সেমি চাগলরা সাইদীকে লটকানোর উদ্যেগ নিছে।

গত রাইতে এক্কান স্বপ্ন দেখলুম। আমি যে গিরামে জনম নিচি হেই গিরামের স্বাধীনতা অর্জন কইরবার হারছি।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৭
159709
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "অহন আগের সেই পিএনপি-জামায়াত নেই।" কথা কিন্তু সত্য। তবে সাইদীকে আমি শ্রদ্ধা করি। কারণ আমার ব্যাক্তিগত analysis এ মনে হচ্ছে সে যোদ্ধাপরাধী নয়।
211290
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
তহুরা লিখেছেন :
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৯
159724
তহুরা লিখেছেন : এখানে ক্লিক করুন
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৭
159728
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ঠিক বলেছেন। ভারত হয়ে গেলে আর কোটার দরকার কি??
211316
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুইপিস করে খাবে না তিন পিস করে খাবে সেই চিন্তা করতেসে বিজেপি নেতা। কারন বাংলাদেশটা পুরাই তাদের পেটে যাবে। আপনার নিশ্চিন্ত হওয়ার কারন নাই।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
160058
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এখন তো আপনি নতুন করে আবার সেই আতঙ্কে ফেলেদিলেন আমাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File