রাজাকার সাইদীর উপর আমার একটি বাস্তব অভিজ্ঞতা....

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৩ এপ্রিল, ২০১৪, ০২:৫৮:৪৮ দুপুর



গত ১৫ই এপ্রিলে আমি চকরিয়া থেকে চট্টগ্রামে আসতেছি একটি শাহআমিন বাসে করে। রাত তখন প্রায় ১১টা বাজে। গাড়িতে উঠে দেখি এলসিডি মনিটরে কমিডি টাইপের একটি হিন্দি ফ্লিম চলতেছে। কেউ ফ্লিম দেখতেছে আবার কেউ ঘুমাচ্ছে এমন অবস্থা যাত্রিদের। যদিও আমি হিন্দি ভাষা বুঝিনা, তারপরও ওদের বিটলামি দেখে খুবই মজা পাচ্ছিলাম।

কিন্তু মাতামুহরী নদী পার হবার পর দেখি বাসের সুপা্রভাইজার এসে ফিল্ম বন্ধ করে কি একটা নতুন সিডি ডোকাল। play করার সাথে সাথে স্কিনে কিছু আরবি লেখা ভেসে উঠল। আমি আর বুঝতে বাকি রইল না যে এটি ইসলামিক সিডি। এরপর লেখা আসে নামাজের ফজিতল

সবচেয়ে আবক হয়েছি আলোচনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী লেখটি দেখে।

তখন আমি মানুষের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে মানুষের অভিব্যাক্তি analysis করার চেষ্টা করলাম। কারণ বাসে আর সবাই জামাতের/শিবিরের লোক উঠেনিএমন কি আমার বিপরিত পাশে ২জন সিদূর পরা হিন্দু মহিলাসহ কয়েক জন উপজাতী লোকও আছে। তাছাড়া আল্লামা সাইদীর বিরোদ্ধে তো বর্তমানে যোদ্ধাপারাধী মত অভিযোগে আভিযোক্ত করা হয়েছে।

ঐ ওয়াজটি ছিল শুধু মাত্র নামাজের গুরুত্বের উপর।

সবাই দেখতেছি খুব মনযোগ সহকারে শুনতেছে । তা দেখে মনে মনে ভাবলাম আজকাল কি কিছু হিন্দু/উপজাতিরাও কি জামাত/শিবির করে নাকি??

যদিও সাইদী সম্পর্কে তাদের প্রকৃত মনের অবস্থা আমি জানিনা।

এর মধ্যে বাসটি দোহাজারি ক্রস করতেছে। তখন ওয়াজের প্রায় শেষ পর্যায়ে। এখন মোনাজাত হবে। মোজাতের আগে দেখতেছি চিঠির মাধ্যমে অনেকে দোয়া চেয়েছেন। যথারীতি মোনাজাত শুরু হল। আশ্চয্য হবার বিষয় যে অনেক বছর আগে ধরণ কৃত এই আল্লামা সাইদীর ওয়াজের মোনাজত দেখে বাসে থাকা কয়েকজন বয়োবিদ্ধ পুরুষ/মহিলা মোনাজাত তোলেছেন দেখে। মোনাজাতে একটি মহিলা জন্য অনেক্ষন ধরে দোয়া চেয়েছেন ঐ মহিলার নাকি বিয়ে হয়েছে ১৪ বছর কিন্তু কোন সন্তানই হয়নি তার জন্য।

ঠিক তখনই আমি সবচেয়ে বেশি তাজ্জব হয়ে গেলাম যে, আমার বিপরিত পাশে বসে থাকা এক হিন্দু মেয়ে হাত তুলেছে (ঠিক যেভাবে তারা পুজা করে)।

সেইদিনই দেখলাম যে সাইদীকে হিন্দুদের নির্যাতনের কথা বলে ফাসিঁ দেওয়া হচ্ছে সেই হিন্দুরাও তার দোয়া জন্য হাত তুলে।

আর কিছু নাম ধারী মুসলিম সামান্য রাজনৈতিক সুবিধার জন্য এই রকম একজন মানুষকে হত্যাকারী, ধর্ষনকারী, চোর, ডাকাত বলতে দ্বিধাবোধ করিনা। হায়রে মুসলিম, তুরা কখন মানুষ হবি???

বিষয়: বিবিধ

২৩২৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212248
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৯
গেরিলা লিখেছেন : রাজাকার সাইদী
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৯
160550
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম... রাজাকার সাইদী। তবে পুরুটা পড়ে কমেন্টস করলে ভাল হত
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৭
160563
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মনে হয় রাজাকারদের রক্ত খাটি বেশী। একটু বেশী পিউর।
212268
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
বুঝিনা লিখেছেন : ও আল্লাহ স্বাক্ষী তুমি.
তোমাকে ভালবেসেছি বলে
হয়েছি রাজাকার.বলে্যে মৌলবাদী.
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
160562
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমরা সেই নামধারী মুসলিম যা সামান্য রাজনৈতিক সুবিধার জন্য এই রকম একজন মানুষকে হত্যাকারী, ধর্ষনকারী, চোর, ডাকাত বলতে দ্বিধাবোধ করিনা। অতচ সেইদিনই দেখলাম যে সাইদীকে হিন্দুদের নির্যাতনের কথা বলে ফাসিঁ দেওয়া হচ্ছে সেই হিন্দুরাও তার দোয়া জন্য হাত তুলে।
212281
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
আবু জারীর লিখেছেন : কিছু নাম ধারী মুসলিম সামান্য রাজনৈতিক সুবিধার জন্য এই রকম একজন মানুষকে হত্যাকারী, ধর্ষনকারী, চোর, ডাকাত বলতে দ্বিধাবোধ করিনা। হায়রে মুসলিম, তুরা কখন মানুষ হবি???
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
160578
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধন্যবাদ
212283
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৫
ফেরারী মন লিখেছেন : বাসে অনেক সময় বাধ্য হয়েই অনেক কিছু শুনতে হয় তবে আমি সেদিকে যাবো না শুধু এটুকু বলবো বেচারা সাইদীর বয়স কম হয়নি আর কয়েক বছর পর হয়তো এমনি মরে যেত। এখন আপনাদের মতে উনাকে যদি বিনা বিচারে ফাঁসি দেয় তাহলে এটা তো তার জন্য পরম পাওয়া। এই উছিলায় আল্লাহ হয়তো উনাকে বেহেশতও দিতে পারেন। এটা নিয়ে তো দুঃখ করার কিছু নেই।
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
160573
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "বাসে অনেক সময় বাধ্য হয়েই অনেক কিছু শুনতে হয়"

কিন্তু বাধ্য হয়ে মুনাজাত তুলতে হয়না। বাসে কিন্তু অনেকেই মুনাজাতও তুলেছিল এমন কি এক হিন্দু মহিলাও
212285
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : খুবই ভালো লাগলো ভাই আপনার লেখাটি পড়ে । অনেক ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৫
160569
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি বাস্তব কাহিনীটি তুলেধরেছি মাত্র। আপনাকেও ধন্যবাদ
212292
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধ্বংস হইয়া যাইবি!!!
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
160564
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কে ধ্বংস হবে ভাই ???
212294
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৫
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৯
160579
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কাকে নিষিদ্ধ করা হচ্ছে কাকে হচ্ছে না ওটা বড় কথা নয় আমার কাছে। একটাই দাবী "সাইদীর মুক্তি চাই"
212322
২৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File