কীর্তিমতী তানিয়া আমীর!!!! একটি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুসন্ধানে কেঁচো খুঁড়তে সাপের আগমন!!!!!!!

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১৫ এপ্রিল, ২০১৪, ১১:৪২:২২ সকাল



(সম্পুর্ন লেখা না পড়ে আমাকে গালি দিবেননা প্লিজ)

আইন পেশায় বাংলাদেশে সবচেয়ে পরিচিত মুখ নারী হলেন ব্যরিস্টার আমীরুল ইসলামের কন্যা ব্যরিস্টার তানিয়া আমীর। তার সুশীলতার মাত্রার এত আধিক্য যে প্রথম নারী এটর্নি জেনারেল হিসেবে তার নাম বিবেচনাও করেছিলেন ফখরুদ্দীনের সুশীল সরকার। লেখাটির অবতারণার কারণ আরেক সুশীল ব্লগার ও শাহবাগ নেতা আরিফ জেবতিকের পুরনো একটি পোস্ট।‘কতোটুকু বেহায়া হলে বুদ্ধিজীবি হওয়া যায়?’ এই শিরোনামে জেবতিক ০৭ সালে দাবী করেছেন তানিয়া এক কোটি কালো টাকা সাদা করেছেন। বিষয়টি আমার কাছে মোটেই অবাক করার মত নয়। তার কীর্তি সম্পর্কে গতবছর প্রথম জানতে পারি।

কাকার বাসায় বসে আছি, হঠাৎ তিনি টিভিস্ক্রিনে দৃশ্যমান হলেন। কাকা বলে উঠলেন, ‘ফাউল বেডি!’ আমি উৎসুক হলাম, কাহিনী কি? কাকার সাথে বনমন্ত্রী (গতবছর মনে হয় প্রতিমন্ত্রি ছিলেন) হাসান মাহমুদের খাতির ভালো। ফলে উনি দেখা করতে গেলে তানিয়াসহ অন্যদের অপেক্ষায় রেখেই হাসান মাহমুদ সাহেব তাঁকে চেম্বারে নিয়ে যান। তার ভাষায়, হাসান ভাই আ’লীগার হলেও ভালো লোক। আমাকে দেখে বললেন, আর বোলেননা ভাই এদের জ্বালায় বিরক্ত হয়ে গেলাম। বড় অংকের ক্লাইমেট ফান্ড আসবে সামনে, সেটা মেরে খাওয়ার জন্যে এ সবগুলা মিলে উঠে পড়ে লেগেছে। কি করি বলেন তো? আমি রুম থেকে বের হতেই এ বেডি তাড়াতাড়ি করে আসলো। এসেই প্রস্তাব দিছে, ওর দুইশো কোটি টাকার কি যেন একটা ফান্ডের জন্য আমি যেন হাসান ভাইকে বলি। তাইলে আমারেও দিবে কিছু।’

আমি শুনে হোচট খেলাম। এই তাহলে দুর্নীতি বিরোধী সুশীলদের অবস্থা? এ মহিলা তো আরেক কাঠি উপরে। উনি নিয়মিত দুর্নীতি প্রতিরোধ নিয়ে ডয়েচে ভ্যালিকে সাক্ষাৎকার দেন। আজ তার ব্যপারে খোজ নিতে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। ২০০৮ সালে আমেরিকান ক্রনিকালে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যার শিরোনাম Fraud lawyer from Bangladesh।

এছাড়াও তার প্রতারণা নিয়ে Money sucker female `lawyer` in Bangladesh এবং এবং Defence.pk তেও এ নিউজ এসেছে।

এখানে যা বলা হয়েছে তার সারসংক্ষেপ হল উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা NAMNAM তাদের মধ্যপাড়া প্রোজেক্ট এর জন্য ব্যারিস্টার তানিয়া আমীরের শরণাপন্ন হয়। তানিয়া তাদের নিকট ১৭ লক্ষ টাকা ফিস দাবী করেন। কোন রিসিট প্রদান করা ছাড়াই তিনি তাদের কাছ থেকে ১৫০০০ ইউরো অগ্রীম নেন যা বাংলাদেশে আইন-পরিপন্থী। প্রতিবেদনে ভিসা পাইয়ে দিতে সহযোগীতার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুষ নেন বলে দাবী করা হয়। এরপর মাসের পর মাস চলে গেলেও কাজের কোন কিনারা না করে তিনি ক্লায়েন্টকে ঘুরাতে থাকেন। উ.কোরিয়া দূতাবাসের লোকেরা বাংলা মোটরের কনকর্ড টাওয়ারে তার অফিসে গেলে তিনি প্রতিনিধিদের লাঞ্ছিত করেন এবং তাদের হুমকি দেন যে সেনাবাহিনীতে তার ‘অন্তরঙ্গ’ বন্ধু আছে (তখন সেনা শাসন চলছিল) এবং তার কাজিন হল নারায়ণগঞ্জের পীরে কামেল মানুষ শামীম ওসমান। পরে দূতাবাসের প্রতিনিধিরা পুলিশের নিকট অভিযোগ দাখিল করেন যা পরবর্তীতে আলোর মুখ দেখেনি।’

তবে এর পক্ষে শক্ত প্রমাণ থাকলেও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তা হল ‘Fraud Lawyer’ হিসেবে এর সর্বাত্মক প্রচার করেছেন যিনি তিনিও একজন ‘Fraud Journalist’. তার নাম মোসাদ এজেন্ট সালাহউদ্দীন শোয়েব চৌধুরী। তিনি ইসরাইলের এজেন্ট হয়ে আরেক ইসরাইলপ্রেমীর বিরুদ্ধে লাগলেন কেন তা চিন্তার বিষয়। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দিই তানিয়া আমীরই টকশো একুশের রাতে বলেছিলেন, বাংলাদেশের ইসরাইলকে স্বীকৃতি দেয়া উচিৎ।

মাঝখানে কিছুদিন নীরব থাকলেও বর্তমানে যে লাইম লাইটে আসার চেষ্টা করে যাচ্ছেন তার প্রমাণ হল আল্লামা শফীর বিরুদ্ধে ‘আল্লাহর শানে অবমাননা’ মামলার বাদীপক্ষের হয়ে মাঠে নামা। অবশ্য তার ইসলাম প্রীতি নতুন কিছু নয়। ১৬ মার্চ তিনি আশিক্কীনে আউলিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতা করেন। তার আগে বক্তব্য দেন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ইসলামবিশারদ শাহরিয়ার কবীর। Waiting Waiting Waiting Waitingতবে তার মত এত সুশীল কমই পাওয়া যাবে,সর্ব বিষয়ে পন্ডিত। এর আগে হুমায়ুন আযাদের মামলার আইনজীবিও তিনিই ছিলেন। তার যুক্তি ছিল যেহেতু মানুষ স্বেচ্ছায় পড়ে ধর্মানুভূতিতে আঘাত পেয়েছে, তাই সেটি তার ব্যক্তিগত। এর জন্য লেখককে দায়ী করা যাবেনা। আবার ফতোয়া নিষিদ্ধকরণ মামলায় তার মত ছিল, ফতোয়া অগ্রহণযোগ্য।

এছাড়া ০৮ সালে প্রেসক্লাবে আয়োজিত এক ভোজসভায় তিনি বাইতুল মোকাররমকে জঙ্গীর আখড়া বলে মন্তব্য করে আলেম সমাজের তোপের মুখে পড়েন। এ নিয়ে ১২ আগস্ট আমার দেশে যে নিউজ করা হয়েছিল তা তুলে ধরছিঃ

“জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে সন্ত্রাসী এবং জঙ্গিদের আখড়া বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার তানিয়া আমীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে একজন বিদেশী অতিথির সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারিস্টার তানিয়া আমীর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে বলেন, ইসলামি জঙ্গিরা এখানে বিশেষভাবে তৎপর। একের পর এক বোমা হামলা চালাচ্ছে ইসলামি জঙ্গিরা। বায়তুল মোকাররম মসজিদ সন্ত্রাসী এবং জঙ্গিদের সবচেয়ে বড় আখড়া। অতীতে চারদলীয় জোট সরকার এটাকে মদদ দিয়েছে। বর্তমান সরকারও এই জঙ্গিদের রক্ষা করছে। একজন বিদেশী অতিথির সামনে তানিয়া আমীরের এই বাংলাদেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদ জানান উপস্থিত কয়েকজন। তার বক্তব্যে রীতিমতো বিব্রত হন বিদেশী অতিথি ইসলামি বিশ্বের নেতা ড. মাহাথির কন্যা মেরিনা মাহাথির।”

তার ইসলামপ্রেমের শিকড় কোথায় যে প্রোথিত তা সহজেই অনুমেয়।

তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। যদিও আমি জানতে খুব উৎসুক ছিলাম এতো সুশীল, বুদ্ধিমতী, চমৎকার নারীর ভাগ্যবান জীবনসঙ্গী কে? গুগলসহ সবাই এর উত্তর দিতে ব্যর্থ হয়েছে। যদিও অনেকরকম কানাঘুষাই শুনি, তবে এতে কান না দেয়ায় উত্তম। আর কিছু ছাগুগোষ্ঠী ফেবুতে দেখলাম তার ট্রান্সপারেন্সি নিয়ে খুব ব্যস্ত; যদিও কাজের নয়,কাপড়ের। তাদের দশা দেখলে দুঃখ হয়, তবে ব্লগার লালসালুর একটা লেখার স্ক্রিনশট দিলাম। আগ্রহীরা জুম করে পড়ে নিতে পারেন। এতে কারো মানহানি হইলে তা লালসালুর দোষ। আমাকে ধরতে পারবেননা বলে দিলাম।

বিষয়: বিবিধ

২৮০৪ বার পঠিত, ৪২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208100
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৬
সিটিজি৪বিডি লিখেছেন : ওরাও দুর্নিতি করে টাকা আত্মসাত করে। কাকে বিশ্বাস করবেন?
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১০
156743
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ওরা তো সুশীল। তাদের অপকর্ম কোন ব্যাপারই না। এই জন্য আরিফ ভাই বলেছেন.."কতোটুকু বেহায়া হলে বুদ্ধিজীবি হওয়া যায়?"
208106
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
সুশীল লিখেছেন : তানিয়া আমীর জামাতীদের যম
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৪
156745
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "“জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে সন্ত্রাসী এবং জঙ্গিদের আখড়া" "ফতোয়া অগ্রহণযোগ্য।" এই ধরনের মন্তব্য করলে শুধু জামাতি কেন, ওনি তো সকল মুসলিমদের যম। তাছাড়া একজন বিদেশী অতিথির সামনে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে করে বক্তব্য দেওয়া তো এই তানিয়া বাংলাদেশেরও যম বলে আমার মনে হয়।
208114
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৬
চোথাবাজ লিখেছেন : সুশীল লিখেছেন : তানিয়া আমীর জামাতীদের যম
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৫
156746
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে সন্ত্রাসী এবং জঙ্গিদের আখড়া" "ফতোয়া অগ্রহণযোগ্য।" এই ধরনের মন্তব্য করলে শুধু জামাতি কেন, ওনি তো সকল মুসলিমদের যম। তাছাড়া একজন বিদেশী অতিথির সামনে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে করে বক্তব্য দেওয়া তো এই তানিয়া বাংলাদেশেরও যম বলে আমার মনে হয়।
208121
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৮
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : সুশীল লিখেছেন : তানিয়া আমীর জামাতীদের যম
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২০
156747
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হ্যলো মালো সাহেব আপনাকে নেংটা করার পারও ইজ্জত নিয়ে বেছে আছেন?? কথায় আছেনা "নেংটার আবার লজ্জা কিসের"। আপনাদের তো আবার লিঙ্গ চুষার অভ্যাস আছে....
208125
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তানিয়া আমিরের ছবি টিভি স্ক্রীনে ভেসে উঠলে আমার পালিত কুত্তাডা কেমন যেন একটু বেশম হইয়া যায়। খালি ঘেউ ঘেউ করে আর দু'রানের মাঝ খানে কিছু যেন চুলকাতে থাকে।
বেত্তমিজ কুত্তাডা এমন কেন করে তার উত্তর অহনো পেলাম না।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
156750
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ম্যাডাম তানিয়ার কাছে সেটা কোন ব্যাপার না। ম্যাডামের সব অভ্যাস আছে। অকুতভয় এক কীর্তিমতী নারী ম্যাডাম তানিয়া আমীরSmug Smug Smug
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩১
156753
প্রেসিডেন্ট লিখেছেন : অচলীল অচলীলTongue Tongue Tongue
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
156757
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম.. Worried Worried Worried @অচলীল অচলীল @প্রেসিডেন্ট সাব
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৯
156767
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার কুত্তাডা অশ্লিল, নাকি কুত্তাডা যার বেড পার্টনার আছিল সে অশ্লিল @প্রেসিডেন্ট মশাই?
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
156780
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking <:-P <:-P <:-P <:-P
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৭
156782
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অশ্লীল হলেও অাইনগত ভাবে ..বৈধ। কারণ ম্যাডাম তানিয়া একজন অাইনবিদ। তার মতে কুত্তার সাথে প্রেম করা অবৈধ হবে কেন?? কুত্তার কি লিঙ্গ নাই?? এই প্রেমকে অবৈধ বলা মারাক্তক মানবাধিকার লঙ্গনDon't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
156783
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone@মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস মন্তব্য করার জন্য ধন্যবাদ
208137
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৮
আবু আশফাক লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তানিয়া আমিরের ছবি টিভি স্ক্রীনে ভেসে উঠলে আমার পালিত কুত্তাডা কেমন যেন একটু বেশম হইয়া যায়। খালি ঘেউ ঘেউ করে আর দু'রানের মাঝ খানে কিছু যেন চুলকাতে থাকে।
বেত্তমিজ কুত্তাডা এমন কেন করে তার উত্তর অহনো পেলাম না।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
156756
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : গ্যাঞ্জাম খানের কুত্তা ঠিকই চিনে ফেলেছে যে ম্যাডাম তানিয়া তার এক্স গার্লফ্রেন্ড। আসল ঘটনা এইটাStraight Face Straight Face Straight Face
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
156765
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাইলে এই কুত্তাডারে তো একটা কেপিটাল পানিশমেন্ট দেওন দরকার। আমি তো কুত্তাডারে সৌখিন এবং উন্নত রুচির মনে করেই তারে আশ্রয় দিয়েছিলুম। এই কুত্তাডা কিনা নালা নর্দমার একটা শুয়োরনীর চেয়েও নিকৃষ্টতম প্রাণীর বেড পার্টনার আছিল???
বলেন কি ভুট্টো সাহেব!! এই কুত্তাডা তো তার জাত মারছে!! কুত্তাডা তার জাতের অপমান করছে! ভুট্টো সাহেব পরামর্শ দেন কুত্তাডারে কি শাস্তি দেওন যায়? কুত্তাডা এমন কুকাম করলো বুঝলাম। কিন্তু এতো নিম্ন নেমে গেলো কোন দোষে?
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৫
156790
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আরে ভাই কথায় আছেনা "প্রেম মানেনা জাত বংশ"। আপরার কুত্তারও তাই হয়েছিল। পরে কুত্তাটি যখন বুঝতে পরেছে যে, সে মস্ত বড় ভুল করেছে তখনই সে ৩ তালাক দিয়ে বের করে দিয়েছে তানিয়াকেTalk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
208141
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
দ্য স্লেভ লিখেছেন : আপনার লেখার মান অসাধারন। রস আছে কিন্তু সস্তা নয়...দারুন
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
156760
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : রস বা সস্তা/দামী কোন ব্যাপার নয়। কিন্তু এসব চুচিলদের চুচিলগিরির ধরন ফাঁস করা জরুরী। মন্তব্য করার জন্য ধন্যবাদ
208144
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : এদের নিয়ে পোস্ট না দিলেই কি চলেনা?? কারণ তাদেরতো লজ্জাই নাই। কিন্তু তাদের একটা জিনিস আছে তা হলো কিছু মধুপায়ী যারা ইতোমধ্যে মন্তব্য শুরু করে দিয়েছে।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
156761
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম.."নেংটার আবার লজ্জা কিসের" কিন্তু এসব চুচিলদের চুচিলগিরির ধরন ফাঁস করা জরুরী। মন্তব্য করার জন্য ধন্যবাদ
208156
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
এহসান সাবরী লিখেছেন : ওয়াক থুহ!!
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫২
156784
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ওয়াক থু...ওয়াক থু...Praying Praying Praying
১০
208158
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এরা সামাজ্যবাদের নব্য দালাল, এদের না দেশ পরিচিতি না আছে দেশপ্রেম। এদের অর্জিত সকল অর্থ বিদেশে পাঠিয়ে দেয়।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৪
156785
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শুধু তাই নয়.. এরা বাংলাদেশ কে একটি জঙ্গী রাষ্ট্র হিসেবে পরিচয় কিরিয়ে দেবার জন্য উঠেপরে লেগেছে..
১১
208170
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
সমালোচক লিখেছেন : আইনজীবী হবার সুবাদে তানিয়ারা জানে কিভাবে দুর্নীতি করলে ভবিষ্যতে ধরা পড়বে না ।


দুর্নীতিবাজদের চেহারা সব দেশে প্রায় এক-ই রকম হয় । আশির দশকের শেষ দিকে যখন প্রথম যুক্তরাষ্ট্রে পরিবেশ সংরক্ষণ বিষয়ক সরকারী ফান্ড বিতরণ করা হতো, তখন ওখানকার আইনজীবীরা পরিবেশ সংরক্ষণ বিষয়ক আইনী ধারা-উপধারা লিখে ফান্ডের প্রায় ৭০% অর্থ গিলেছে ! বাকী অর্থ খরচ হয়েছে প্রকৃত প্রজেক্টে ।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৭
156786
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এসব অপকর্ম প্রচার করা এখন সবার ঈমানী দায়িত্ব। ধন্যবাদ মূ্ল্যবাদ তথ্য দিয়ে মন্তব্য করার জন্য।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৩
156794
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার কুত্তাডার পুরানা চ্যাতনা আবার জাগিয়া উঠবার উপক্রম হইছে।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৩
156806
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বুঝিয়ে সুঝিয়ে কুত্তাকে থামান। কারণ তানিয়া ম্যাডামদের HIV পজিটিভ হওয়া অস্বভাবিক কিছু না। কারণ তানিয়া ম্যাডামরা সর্বভোক ড্রিমগার্লDon't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১২
208231
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
মু নূরনবী লিখেছেন : একটা রাভিশ মহিলা!...

১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
156903
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Applause Applause Applause Applause Applause Applause
১৩
208368
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই (অ)ভদ্রমহিলা একজনের কাছ থেকে মামলার ব্রিফ নেওয়ার পর আবার তার সাথে কন্ট্রাক না করে তার প্রতিপক্ষ থেকে ব্রিফ নিয়েছিলেন। এই জঘন্য নৈতিক অপরাধের জন্য তার বার এর সদস্যপদই বাতিল হওয়ার কথা।
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৯
157299
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : (অ)ভদ্রমহিলা Straight Face Straight Face Straight Face Straight Face Crying
১৪
208478
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৩
সাজিদ করিম লিখেছেন : আসসালামু আলাইকুম। ভাই আপনি তো নিশ্চিত যে লেখাটা আপনার নয়। লেখাটা যখন আরেকবার পোস্ট করলেন তখন সাথে কারটেসিটা দিলেও খুব খারাপ কাজ হতোনা, তাইনা। এবার না হয় করলেন, কিন্তু আরেকবার করলে সবাই তো আমার মত মাফ করে দিবেনা ভাই। তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। নিজে লেখার চেষ্টা করতে থাকুন, শুভ ব্লগিং।
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
157289
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনার কথা ঠিক। তবে এটাও ঠিক যে এটা সরাসরি কপি পেষ্ট নয়। একজনের লেখকে অনেক কাট-শাট করে। নতুন আরো অনেক কিছু তত্ব সংযোজন করে প্রকাশ করেছি। যা পূর্ব লেখকের লেখার সাথে এখন আর কিছুতেই মিলবেনা। যার কারণে পূর্ব লেখকের নাম দিতে পারিনি। ভুল হলে মাফ করবেন।
১৫
211281
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩০
শের খান লিখেছেন : সবাই তো সবকিসুই লিখসেন,আমি আর কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না...পাইলে পরে লিখমু।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
160061
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ঠিক আছে। খুজে পাইলে কিন্তু অবশ্যই লিখবেন
১৬
211326
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
নানা ভাই লিখেছেন : ওয়াক থু...ওয়াক থু...
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
160064
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কফ সহ থুথু দিন...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File