বিবেকের পরিক্ষায় নেমেছি আজ। দেখা যাক কার বিবেক কি রকম...

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১০ এপ্রিল, ২০১৪, ১২:৫৬:০৬ দুপুর

সাতক্ষীরায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করেছে পুলিশ। গুলিবিদ্ধ তরুণের নাম মিলন রহমান ওরফে সোহাগ (১৯)। পুুলিশ বলেছে সে শিবির করে। ২০১৩ সালের মার্চে সড়ক অবরোধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

মন্তব্যঃ আমি একজন আইনের ছাত্র। আমি পৃথিবীর কোন আইনে পাইনি যে রাজনৈতিক ভাবে ভিন্ন মতাদর্শী হওয়ার কারণে বাড়ী থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করতে পারবে।

এখানে তো সব রাজনৈতিক মতাদর্শের সমর্থক আছো। তোমাদের কাছে আমার প্রশ্ন... তোমরা এইরকম ঘটনা গুলো কিভাবে দেখ?

দেখা যাক কার বিবেক কি রকম...

লিংক http://mzamin.com/details.php?mzamin=MTg2MDI=&s=MQ==

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205654
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৬
গেরিলা লিখেছেন : Yawn Yawn Yawn
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৫
154536
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কি বলতে চেয়েছেন কিছুই তো বুঝলাম না।
205660
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৮
আমি মুসাফির লিখেছেন : এটা অত্যন্ত জঘন্য কাজ।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩০
154538
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এর থেকে পরিত্রানের উপায় কি??
205665
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৮
আবু জারীর লিখেছেন : আমরা আওয়ামী বাঙালীরা সব
কানা মিজানের নাতি
মিজানের মতই কানা আমরা
পুর বাঙ্গালী জাতি।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০২
154551
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি কিন্তু বাঙ্গালী নয়। আমি বাংলাদেশি।
205680
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৯
অজানা পথিক লিখেছেন : অতি জঘন্য বাংলাদেশের শাসক চক্র
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪০
154568
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মানবাধিকার কিক্রেতা কানা মিজানরা কৈ গেল?
205705
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
আবু আশফাক লিখেছেন : আমার বলার কিছু ছিল না...........
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
154592
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইসলাম পন্থিদের মানবাধিকার থাকতে নেই।
205756
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
বুঝিনা লিখেছেন : দানবদের কাছে মানবাধিকার খুজেন.
এটাই ইসলাম পন্থিদের বড় ভুল.
.
ও আল্লাহ, আমরা অক্ষম, অপরাধী, তুমি আমাদের নিরাপত্তাদাতা, সহায় ও আমাদের উপর কৃত জুলুমের প্রতিবিধান কারী.
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫১
154643
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অহ..আল্লাহ এ মজলুমদের জালিমদের হাত থেকে রক্ষা করু।
205812
১০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওদের কাছে ন্যায়বিচার চাওয়াই বোকামি। আর যে ফ্রান্কেনষ্টাইন পুলিশ তারা তৈরি করেছে একদিন সেটাই তাদের শেষ করবে।
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
156653
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আল্লাহর উপর ভরসা রাখুন। আর একটি কথা মনে রাখবেন "রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File