খেলা নিয়ে রাজনীতি...!!!!!!?????

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৭ এপ্রিল, ২০১৪, ১১:৪৯:৪৫ সকাল



খেলা নিয়ে রাজনীতি ভাল না। গত কাল ইন্ডিয়া হারাতে অনেকে বলতেছে আওয়ামীলীগ হারেছে।

কিন্তু আমার দেখা অনেক আওয়ামীলীগও ইন্ডিয়ার ক্রিকেট টিমকে কে পছন্দ করেনা। আবার অনেকে পাকিস্তান ক্রিকেট টিমকে কে পছন্দ করে।

বাংলাদেশে ইন্ডিয়ার সার্পোটার খুব বেশি নাই। কিন্তু এই রকম মন্তব্যের কারণে ইন্ডিয়ার সার্পোটার বেড়ে যেতে পারে। এটা অনেকটা জোর করে কিছু মানুষকে ইন্ডিয়ার সার্পোটার বানানোর মত হবে।

তাই সবার প্রতি আমার অনুরোধ এই রকম মন্তব্য করে কিছু মানুষকে জোর করে ইন্ডিয়ান সার্পোটার বানানোর চেষ্টা করবেন না প্লিজ....

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203759
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৬
হতভাগা লিখেছেন : খেলা নিয়েই তো রাজনীতি হবে

দক্ষিন আফ্রিকা ক্রিকেট দলকে কেন বহিঃষ্কার করা হয়েছিল ১৯৬৯ থেকে ১৯৯২ পর্যন্ত ?

ভারত কেন পাকিস্তানে যায় না তা পাকিস্তানকে আনে না বা আইপিএল এ খেলায় না ?

বাংলাদেশের প্রেক্ষাপটে ২ টা থিওরী ( সাধারনত) খুব চলে :

১. মুসলমান = মোহামেডানের সাপোর্টার = পাকিস্তানের সাপোর্টার = আর্জেন্টিনার সাপোর্টার

২. হিন্দু = আবাহনীর সাপোর্টার = ভারতের সাপোর্টার = ব্রাজিলের সাপোর্টার
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০২
153020
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : . মুসলমান = মোহামেডানের সাপোর্টার = পাকিস্তানের সাপোর্টার = আর্জেন্টিনার
মুসলমানগন নির্দিষ্টভাবে আর্জেন্টিনার সাপোটার কেন বুঝলাম না, একটু বুঝায়ে বললে ভাল হয়,
সেখানে কী মুসলিম মানুষ তুলনামুলকভাবে বেশি?
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
153065
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন :
২. হিন্দু ভারতের সাপোর্টার এটা সবাই জানে। যদি বাংলাদেশ বনাম ভারত খেলাও হয় তখন অনেক হিন্দুরা ভারতকে সাপোর্ট করে কারণ তারা বেশি সাম্প্রদায়িক। সব মুসলিমরা যে পাকিস্তানে কে সাপোর্ট করে এটা আপনাকে কে বলেছে?? ৭১ সালের অপকর্মের জন্য অনেক লোক তো পাকিন্তানের নামও শুনতে পারেনা। তাহলে আপনি কিভাবে বললেন মুসলিমরা পাকিস্তানে কে সাপোর্ট করে? @ হতভাগা
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
153169
হতভাগা লিখেছেন : @ ডেফোডিলস :

১৯৮৬ এর বিশ্বকাপে ম্যারাডোনার জাদুতে কাপ জয়ের পর পরই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার সাপোর্টার ।

বিশ্বকাপ ফুটবল সেই সময় থেকে নিয়মিত সম্প্রচার করে আসছে বাংলাদেশের টেলিভিশন । ফলে শুরুতেই যে দেশকে চোখের সামনে চ্যাম্পিয়ন হতে দেখেছে বাংলাদেশের মানুষ এবং যে খেলোয়ারকে দেখেছে এক হাতে কাপ জয় করতে - সেই দল বাংলাদেশের মানুষের প্রিয় দল হয়ে গেছে বিশ্বকাপের পরবর্তী আসরগুলোতে ।

যদিও আর্জেন্টিনা এরপর আর কাপ জিততে পারে নি তবুও আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশে ব্রাজিলের সমর্থক সংখ্যার চেয়েও বেশী ।

আর বাংলাদেশের এই মানুষের ৯০%ই মুসলমান ।

খেলাধুলায় মানুষ ধর্মকে সামনে আনে না ।

@ ভুট্টো :

আমি আমার কথায় সাধারনত বলেছি , সেটা মনে হয় খেয়াল করেন নি ।

আর আমার মনে হয় না খেলার ব্যাপারে সব প্রচন্ড ৭১ বাদীও পাকিস্তানের বিপক্ষে ।

১৯৯৮ এর ইন্ডিপেন্ডেন্টস কাপে '' Afridi ! Marry me ! '' এই প্লেকার্ডের কথা মনে আছে ?

আর এবারের এশিয়া কাপে তো ভারত - পাকিস্তানের খেলায় ভারতের চেয়ে বেশী সাপোর্টার ছিল পাকিস্তানের ।

এটাই বাস্তবতা ।
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৪
153370
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনি আমার কথা বুঝতে পারেননি। গত কাল ইন্ডিয়া হারাতে অনেকে বলতেছে আওয়ামীলীগ হারেছে। কিন্তু সব আওয়ামীলীগ তো ইন্ডিয়াকে সাপোর্ট করে না। এক্ষেত্রে কি আওয়ামীলীগ হেরেছে বল্লে ঠিক হবে?
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
153638
হতভাগা লিখেছেন : @ ভুট্টো :

তারা পরিস্থিতি এখন এমন ঘোলাটে করে ফেলেছে যে ভারতের সব কিছুর সাথে মানুষ আওয়ামী লীগকে মেলাবে ।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৫
153866
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই জন্য তো বাংলাদেশে ইন্ডিয়ার সার্পোটার খুব বেশি নাই। কিন্তু এই রকম মন্তব্যের কারণে ইন্ডিয়ার সার্পোটার বেড়ে যেতে পারে। এটা অনেকটা জোর করে কিছু মানুষকে ইন্ডিয়ার সার্পোটার বানানোর মত হবে। @হতভাগা
203771
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খেলা নিয়ে রাজনিতির শুরু কিন্তু আওয়ামিলিগ সরকারই করেছিল ৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানর পর। আর সরকারি কর্মচারি পিযূষ বন্দোপাধ্যায় ষ্টেডিয়ামে যা আচরন করল তারপর এভাবে মনে করাকে অপরাধ বলা যাবেনা।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৯
153066
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বাংলাদেশে ইন্ডিয়ার সার্পোটার খুব বেশি নাই। কিন্তু এই রকম মন্তব্যের কারণে ইন্ডিয়ার সার্পোটার বেড়ে যেতে পারে। এটা অনেকটা জোর করে কিছু মানুষকে ইন্ডিয়ার সার্পোটার বানানোর মত হবে। কারণ দেশে অনেক আওয়ামীলীগ আছে। সে পরিমানে ইন্ডিয়ার সার্পোটার নাই।
203785
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
প্রেসিডেন্ট লিখেছেন : খেলা রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে অনেক আগেই।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৯
153067
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বাংলাদেশে ইন্ডিয়ার সার্পোটার খুব বেশি নাই। কিন্তু এই রকম মন্তব্যের কারণে ইন্ডিয়ার সার্পোটার বেড়ে যেতে পারে। এটা অনেকটা জোর করে কিছু মানুষকে ইন্ডিয়ার সার্পোটার বানানোর মত হবে। কারণ দেশে অনেক আওয়ামীলীগ আছে। সে পরিমানে ইন্ডিয়ার সার্পোটার নাই।
203840
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০০
ফেরারী মন লিখেছেন : এসব আবালীয় বিষয়াদি আমার একদম ভালো লাগে না।
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৫
153106
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কিন্তু এই অাবালীয় বিষয় গুলো নিয়ে পুলা-পাইনরা বাড়াবাড়ি করতেছে এখন.....
203922
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
সমালোচক লিখেছেন : রাজনীতি নিয়ে খেলা আর খেলা নিয়ে রাজনীতি -- দুটোতে-ই পারঙ্গম আওয়ামী লীগ নামীয় ফ্যাসিষ্ট দলটি। বিএনপি'র মতো উদারপন্থী বিরোধী দল থাকায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়ে যেতে পারলো ক্রিকেটের আসর। আওয়ামী লীগ এই সময়টাতে বিরোধী দলে থাকলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি-কে নাকে খত দিয়ে তাদের দাবী-দাওয়া (অন্যায় হলে-ও) সুদে-মূলে আদায় করে ছাড়তো। নিকট অতীতে আমরা তার ভুরি ভুরি নজির দেখেছি।
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৭
153371
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনি আমার কথা বুঝতে পারেননি। গত কাল ইন্ডিয়া হারাতে অনেকে বলতেছে আওয়ামীলীগ হারেছে। কিন্তু সব আওয়ামীলীগ তো ইন্ডিয়াকে সাপোর্ট করে না। এক্ষেত্রে কি আওয়ামীলীগ হেরেছে বল্লে ঠিক হবে? যদিও বা এটা বলতে পারেন যে হিন্দুরা হেরেছে। কারণ হিন্দুরা অলটাইম ভারতের সাপোর্টার এটা সবাই জানে। যদি বাংলাদেশ বনাম ভারত খেলাও হয় তখন অনেক হিন্দুরা ভারতকে সাপোর্ট করে কারণ তারা বেশি সাম্প্রদায়িক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File