খেলা নিয়ে রাজনীতি...!!!!!!?????
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৭ এপ্রিল, ২০১৪, ১১:৪৯:৪৫ সকাল
খেলা নিয়ে রাজনীতি ভাল না। গত কাল ইন্ডিয়া হারাতে অনেকে বলতেছে আওয়ামীলীগ হারেছে।
কিন্তু আমার দেখা অনেক আওয়ামীলীগও ইন্ডিয়ার ক্রিকেট টিমকে কে পছন্দ করেনা। আবার অনেকে পাকিস্তান ক্রিকেট টিমকে কে পছন্দ করে।
বাংলাদেশে ইন্ডিয়ার সার্পোটার খুব বেশি নাই। কিন্তু এই রকম মন্তব্যের কারণে ইন্ডিয়ার সার্পোটার বেড়ে যেতে পারে। এটা অনেকটা জোর করে কিছু মানুষকে ইন্ডিয়ার সার্পোটার বানানোর মত হবে।
তাই সবার প্রতি আমার অনুরোধ এই রকম মন্তব্য করে কিছু মানুষকে জোর করে ইন্ডিয়ান সার্পোটার বানানোর চেষ্টা করবেন না প্লিজ....
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দক্ষিন আফ্রিকা ক্রিকেট দলকে কেন বহিঃষ্কার করা হয়েছিল ১৯৬৯ থেকে ১৯৯২ পর্যন্ত ?
ভারত কেন পাকিস্তানে যায় না তা পাকিস্তানকে আনে না বা আইপিএল এ খেলায় না ?
বাংলাদেশের প্রেক্ষাপটে ২ টা থিওরী ( সাধারনত) খুব চলে :
১. মুসলমান = মোহামেডানের সাপোর্টার = পাকিস্তানের সাপোর্টার = আর্জেন্টিনার সাপোর্টার
২. হিন্দু = আবাহনীর সাপোর্টার = ভারতের সাপোর্টার = ব্রাজিলের সাপোর্টার
মুসলমানগন নির্দিষ্টভাবে আর্জেন্টিনার সাপোটার কেন বুঝলাম না, একটু বুঝায়ে বললে ভাল হয়,
সেখানে কী মুসলিম মানুষ তুলনামুলকভাবে বেশি?
২. হিন্দু ভারতের সাপোর্টার এটা সবাই জানে। যদি বাংলাদেশ বনাম ভারত খেলাও হয় তখন অনেক হিন্দুরা ভারতকে সাপোর্ট করে কারণ তারা বেশি সাম্প্রদায়িক। সব মুসলিমরা যে পাকিস্তানে কে সাপোর্ট করে এটা আপনাকে কে বলেছে?? ৭১ সালের অপকর্মের জন্য অনেক লোক তো পাকিন্তানের নামও শুনতে পারেনা। তাহলে আপনি কিভাবে বললেন মুসলিমরা পাকিস্তানে কে সাপোর্ট করে? @ হতভাগা
১৯৮৬ এর বিশ্বকাপে ম্যারাডোনার জাদুতে কাপ জয়ের পর পরই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার সাপোর্টার ।
বিশ্বকাপ ফুটবল সেই সময় থেকে নিয়মিত সম্প্রচার করে আসছে বাংলাদেশের টেলিভিশন । ফলে শুরুতেই যে দেশকে চোখের সামনে চ্যাম্পিয়ন হতে দেখেছে বাংলাদেশের মানুষ এবং যে খেলোয়ারকে দেখেছে এক হাতে কাপ জয় করতে - সেই দল বাংলাদেশের মানুষের প্রিয় দল হয়ে গেছে বিশ্বকাপের পরবর্তী আসরগুলোতে ।
যদিও আর্জেন্টিনা এরপর আর কাপ জিততে পারে নি তবুও আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশে ব্রাজিলের সমর্থক সংখ্যার চেয়েও বেশী ।
আর বাংলাদেশের এই মানুষের ৯০%ই মুসলমান ।
খেলাধুলায় মানুষ ধর্মকে সামনে আনে না ।
@ ভুট্টো :
আমি আমার কথায় সাধারনত বলেছি , সেটা মনে হয় খেয়াল করেন নি ।
আর আমার মনে হয় না খেলার ব্যাপারে সব প্রচন্ড ৭১ বাদীও পাকিস্তানের বিপক্ষে ।
১৯৯৮ এর ইন্ডিপেন্ডেন্টস কাপে '' Afridi ! Marry me ! '' এই প্লেকার্ডের কথা মনে আছে ?
আর এবারের এশিয়া কাপে তো ভারত - পাকিস্তানের খেলায় ভারতের চেয়ে বেশী সাপোর্টার ছিল পাকিস্তানের ।
এটাই বাস্তবতা ।
তারা পরিস্থিতি এখন এমন ঘোলাটে করে ফেলেছে যে ভারতের সব কিছুর সাথে মানুষ আওয়ামী লীগকে মেলাবে ।
মন্তব্য করতে লগইন করুন