পিযুষ বন্দোপাধ্যায়ের স্ত্রী সম্পর্কে খালেদ মাসুদ পাইলট ভাই এর ফেইসবুক স্টেটাস...!!!
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৫ এপ্রিল, ২০১৪, ১০:০১:২৫ সকাল
[img]http
হায়রে পিযুশ! হায়রে জয়া!
৪২ বছর খাইলি বাংলার পানি!তারপর ও দিল তোর হিন্দুস্তানি!!!!!
"ভারতীয় দলকে অভিনন্দন তাদের এই অসাধারণ জয়ের জন্য। দ: আফ্রিকা যদিও ১৭২ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েছিল তারপরও বলব তারা সম্ভবত ১৫-২০ রান কম ছিল। বিশেষ করে উপমহাদেশের উইকেটে বর্তমান ভারতীয় ব্যাটিং লাইন-আপকে চ্যালেঞ্জ করতে হলে কমপক্ষে ১৯০ প্লাস রান করতেই হয়।
যাইহোক, ম্যাচ নিয়ে আর গভীর বিশ্লেষণে না গিয়ে আরেকটা বিষয় নিয়ে কিছু না বলে পারছি না। কদিন আগে বিসিবির তরফ থেকে ভিনদেশী পতাকা নিয়ে কোনো বাংলাদেশী নাগরিকের স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বুঝতে পারছি না সেটি এখনো বহাল রয়েছে কিনা। আজ বেশ কিছু দেশী নাগরিককে লক্ষ্য করলাম ভারতীয় ফ্ল্যাগ নিয়ে বাঁদরের মত উল্লাস করছে!
এটা ঠিক যে আজ মাঠে বেশ কিছু ভারতীয় নাগরিকও উপস্থিত ছিলেন এবং তাদের দলকে সমর্থন জানিয়েছেন। তাদের হাতে তাদের দেশের জাতীয় পতাকা ছিল। কিন্তু আমাদের দেশেরও বেশ কিছু মানুষ দেখলাম আজ ভারতীয় পতাকা ধারণ করে ভারতীয় দলকে সমর্থন জানাচ্ছে!!
এটা তো হওয়া উচিত ছিল না। যারা এ কাজটি করলো তাদের মধ্যে আমাদের দেশের মিডিয়াতে কাজ করে এমন একজনকে ভারতীয় পতাকা হাতে দেখা গেছে! ভদ্রমহিলাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু সে বাংলাদেশের বেশ কিছু ম্যাচে মাঠে উপস্থিত ছিল। এই মহিলা হিন্দু ধর্মাবলম্বী। আমি জানতে পেরেছি এই মহিলাই নাকি কদিন আগে বাংলাদেশের পতাকা অসম্মান করে তার পোষা কুকুরকে নিয়ে ছবি প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিল!
আজ যেসব বাংলাদেশী নাগরিক ভারতীয় পতাকা হাতে দেখা গেছে তাদের প্রায় বেশির ভাগই আমাদের সংখালঘু সম্প্রদায়ের বন্ধু। আমি মনে করি তারা এই কাজটি করে ঠিক করেননি। ভারতীয় পতাকা হাতে নিয়ে তারা বাংলাদেশকেই হেয় করেছেন বলে আমি মনে করি।"
.....খালেদ মাসুদ পাইলট
বিষয়: বিবিধ
১৯৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাহিরে চেতনার কথা।
বাহিরে চেতনার কথা।" এমন একটি সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
আর একটা কথা বাংলাদেশ বাদে অন্য ২টি দেশের মধ্যে খেলা চললে বাংলাদেশের মানুষ সংমিশ্রণে উভয় দেশ কে সাপোর্ট করে। হোক সেখানে মুসলিম দেশ বা অন্য কোন অমুসলিম দেশ। তার মানে মুসলিমরা ধর্ম নিয়ে তেমন মাথা ঘামায় না। কিন্তু সেখানে যদি ইন্ডিয়া থাকে তাহলে এক জন হিন্দুও কি ইন্ডিয়া বাদে অন্য দেশকে সাপোর্ট করবে?? এটা সাম্প্রদায়িকতার জন্য নয়?? তাহলে এবার বলুন কারা সাস্প্রদায়িক?
মন্তব্য করতে লগইন করুন