মেডিকেল ছাত্রী মিথির ইতি কাহিনী (গল্প নয় বাস্তব )

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৩ এপ্রিল, ২০১৪, ০৯:৩৪:২০ সকাল



মিথি মেডিকেলের ছাত্রী ! হোস্টেলে সিট আছে ! প্রাইভেট মেডিকেলের পড়াশুনা তারউপর হোস্টেলে থাকা ! প্রচুর খরচ !

এর পুরোটাই দিতে হয় বাবা-মাকে ! বাবা-মায়ের আজীবন স্বপ্ন মেয়ে ডাক্তার হবে তাই সময় মত মেয়েকে টাকা পাঠাতে তাদের কোন কার্পন্য নেই ।

এদিকে সেই টাকায় মিথি বাবা-মায়ের অগোচরে এসএসসি পাশ এক ছেলের সাথে লিভটুগেদার করে বাসা ভাড়া নিয়ে ! শুধু তাই নয় মাঝেমাঝে তার বান্ধবীদেরও সুযোগ করে দেয় বয়ফ্রেন্ড নিয়ে তার বাসায় রাত কাটাতে !

এমনই এক রাতে পার্টনার, বান্ধবী এবং বান্ধবীর বয়ফ্রেন্ড এর সাথে আড্ডা শেষে গভির রাতে খুন হয় মিথি পার্টনারেরই হাতে !!

বাবা-মায়ের কাছে খবর যায় তাদের মিথি ডাক্তার হতে পারে নি ! হয়েছে লাশ !

তাও আবার মেডিকেলের হোস্টেলে নয় ! কোন এক অপরিচিত বাসায় !

মন্তব্যঃ এখন মিথিকে শুধু খবরের মধ্যে সীমা বন্ধ না রেখে বাস্তবে চিন্তা করুন। এই মিথির মত আমার আপনার বোনও হতে পারে। আমাদের একটাই সমস্যা যে কোন করুণ পরিনতি দেখে আমারা অঝুর কান্না কাটি করি। অনেক শোক প্রকাশ এবং দুঃখ প্রকাশ করি কিন্তু এ পরিনতি থেকে আমরা কোন শিক্ষা গ্রহন করিনা।

ঠিক তেমনি মিথি এবং মিথির পরিবার এই রকম অনেক মেয়ের করুন পরিনতি দেখেছে কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করেনি। যার ফলাফল আজকের এই পরিনতি। so careful...

এই মিথি যদি আজ প্রেম বা লিভ টুগেদার করার অপরাধে কোন ব্যাক্তি ফতুয়ার দিয়ে শাস্তি দিত তাহলে কিন্তু প্রথম আলো, কালের কন্ঠ, জনকন্ঠ, ৭১ টিভি সহ সকল চেতনাময়ী মিড়িয়া গুলোর লাফা লাফি শুরু হয়ে যেত। তথা কথিত চুচিল এবং দৃষ্টি প্রতিবন্ধি মানবাধিকার গ্রুপ গুলোও একই সাথে লাফাত। ফতুয়াদান কারীর চোদ্ধগুষ্টি উদ্ধর করত। আর এখন সবাই নির্দ্রায় আছে।

লিংক

http://mzamin.com/details.php?mzamin=MTc2MjM%3D&sMg=%3D

বিষয়: বিবিধ

৩০৯৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201979
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪১
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হাজার হাজার ঘটনাপ্রবহ গঠিত হচ্ছে, আমরা শিক্ষা নিচ্ছিনা,
কারন আমাদেরকে শিক্ষা নিতে বাধা দিচ্ছে কোন অজানা শক্তি
আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আইন কানুন, শাস্তি প্রয়োগ, বিচার ব্যবস্থা,পরিবারিক কালচার, মিডিয়া এই সব শক্তিই আমাদের শিক্ষা নিতে বাধা প্রদান করে প্রতিদিন,
যদি আমাদের শয়তানরা কিংচিত এহেন কার্য্যের উপযুক্ত শাস্তি পেত তাহলে মেয়েটার মতো আরো মেয়ে খুন হতনা, যদি শিক্ষা ব্যবস্থা উন্নত হত তাহলে মেয়েটাও এহেন ছেলের সাথে মিশতোনা, যদি ইসলামি শরীয়া মোতাবেক রাষ্ট্র চলতো তাহলে খুনিরা ফাসির ভয়ে অপকর্মে হাত বাড়াত না
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৫
151534
আহমদ মুসা লিখেছেন : আপনি ঠিক বলেছেন। আপনার কথাটি শতভাগ সত্য কথা। তাই নতুন ভাবে কোন মন্তব্য না করে আপনার সাথেই সহমত পোষণ করছি।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৯
151542
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "হাজার হাজার ঘটনাপ্রবহ গঠিত হচ্ছে, আমরা শিক্ষা নিচ্ছিনা,
কারন আমাদেরকে শিক্ষা নিতে বাধা দিচ্ছে কোন অজানা শক্তি"
কথাটা একেবারে ঠিক বলেছেন।
আমাদের পারিবারিক আরো বাড়াতে হবে। এটাই একমাত্র সমাধান। মন্তব্য করার জন্য ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:১০
151543
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ @আহমদ মুসা
201981
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সেক্যুলারিজম এর উপহার। কালে কালে আরো অনেক কিছুই দেখবেন।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:১১
151544
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমাদের আরো সচেতন হতে হবে এবং আমাদের পারিবারিক দায়িত্ব আরো বাড়াতে হবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ
201982
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ্পাইলাম ব্যাথানী??
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৪
151545
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ব্যাথানী এখানে শেষ নয়। শিক্ষ না নিলে আরো ব্যাথানী পেতে হবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ
201985
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : প্রগতিশীল সমাজ ব্যবস্থার অবদান! আহহা! এ ধরনের প্রগতিশীলতা যদি আমাগো সমাজের রন্দ্রে রন্দ্রে, প্রতিটি পরিবারে ঢুকানো যেত! কতই সুবিদা হতো। ফ্রিতে নারী ভোগ করণ যেত, ফ্রিতে কচী ছেলের সান্নিধ্য পাওন যেত! ফ্রি মানিব্যাগ খরচ! ফ্রিতে ব্যনিটি ব্যাগের খরচ! আমোদ ফুর্তিও করা যে সব ফ্রিতে। অবশেষ ফ্রিতে জনসংখ্যা কমানোর কর্মসূচীও বাস্তায়িত হয়ে যেত।
সুতরাং আমরা স্বাধীনতা চাই, আমরা ভোগের স্বাধীনতা চাই, আমরা জীবনকে এনজয় করার স্বাধীনতা চাই, আমরা দু রানের মধ্য ভাগের গুপ্তাঙ্গের অবাধ ব্যবহারের স্বাধীনতা চাই, খুনাখনির স্বাধীনতা চাই!
মজার ব্যাপার হচ্ছে এতো কিছু ফ্রিতে চাইতে গিয়ে সব কিছু না পেলেও একটা জিনিস ফ্রিতে পাওয়া যাবে- জাহান্নামের টিকিট ফ্রিতে পওয়া যেতে পারে।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৯
151546
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : "মজার ব্যাপার হচ্ছে এতো কিছু ফ্রিতে চাইতে গিয়ে সব কিছু না পেলেও একটা জিনিস ফ্রিতে পাওয়া যাবে- জাহান্নামের টিকিট ফ্রিতে পওয়া যেতে পারে।"
অনেক মজা পাইলাম Worried Worried Worried Worried
201999
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৯
আবু আশফাক লিখেছেন : আগে শুনতাম গার্মেন্টস কর্মীরা লিভ টুগেদার করে, কিন্তু এখন????????
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৬
151596
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : শিক্ষিতরাই নোংরা কাজ বেশি করে অশিক্ষিতদের চেয়ে। গার্মেন্টস কর্মীরা লিভ টুগেদারের অর্থও বুঝবেনা। সকাল ৭ টায় গার্মেন্টস যার রাত ১২ টায় আসে। তারা আবার লিভ টুগেদার করবে??? Straight Face Straight Face
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৩
151654
আবু আশফাক লিখেছেন : ওদের লিভ টুগেদারের অর্থ বুঝতে হয় না। মীরপুর এলাকায় এরকম বহু ঘটনা ছাত্রজীবনে দেখেছি। দুজনে মিলে বাসা ভাড়া নেয়, ভাড়া, খাওয়া খরচ সব সমান সমান বহন করে; তবে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকে।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৪
151665
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হতে পারে কিন্তু এগুলো খুব কমই ঘটে থাকে। কারণ গরীবদের মনে ধর্মভীরুতা এবং নীতি সব সময় কাজ করে।
202012
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : বাবা-মার উচিত ছিল মেয়ের খোজ-খবর রাখা।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
151639
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমাদের আরো সচেতন হতে হবে এবং আমাদের পারিবারিক দায়িত্ব আরো বাড়াতে হবে। এখন মিথিকে শুধু খবরের মধ্যে সীমা বন্ধ না রেখে বাস্তবে চিন্তা করুন। এই মিথির মত আমার আপনার বোনও হতে পারে। আমাদের একটাই সমস্যা যে কোন করুণ পরিনতি দেখে আমারা অঝুর কান্না কাটি করি। অনেক শোক প্রকাশ এবং দুঃখ প্রকাশ করি কিন্তু এ পরিনতি থেকে আমরা কোন শিক্ষা গ্রহন করিনা।
202140
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
বেদনা মধুর লিখেছেন : ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
152144
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ
202717
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৪
নানা ভাই লিখেছেন : মিথির কাহিনীর মতো হাজারো কাহিনী আছে।
আজ এইডা একটা ফ্যাশন হইছে। বিলাই কুত্তার মতো যার সাথে মন চায় থাকো। বাপ-মায় জাইন্যাও না জানার ভান করে, যখনই একটা দূর্ঘটনা ঘটে তখনই হাত জাগাইয়া দেয় আর কপাল থাপরায়!!!
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
152277
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই জন্য বলেছি যে মিথিকে শুধু খবরের মধ্যে সীমা বন্ধ না রেখে বাস্তবে চিন্তা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File