মাসুদ বিন সাঈদীরে হিন্দুরা এত দিল ক্যারে...? (একটি ছোট ডকুমেন্টারি )
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৫ মার্চ, ২০১৪, ০২:৪৬:০৭ দুপুর
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদীর জয় নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। হিন্দু অধ্যুষিত এলাকা সমূহে থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেক গাজীর থেকে মাসুদ বিন সাঈদী দ্বিগুনের চেয়ে বেশি ভোট পাওয়ায় আলোচনার মাত্রা আরো বাড়িয়েছে। কারণ মানবতাবিরোধী ট্রাইবুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বিরোদ্ধে ১৯৭১ সালে হিন্দুদের উপর গনহত্যা, ধষণ, ধর্মান্তর এবং নির্যাতনসহ বিভন্ন অভিযোগ আনা হয়েছিল। যদিও সাঈদী পরিবার অভিযোগ গুলো সম্পূর্ন ভিত্তিহীন বলে প্রত্যাক্ষান করে বলেছে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জনপ্রিয়তার কারণে এসব জঘন্য অভিযোগ গুলো আনতেছে।
সাঈদী পরিবারের এই অভিযোগ অনেকটা প্রমানিত হয়েছিল সুখরঞ্জন বলির এই কথায় https://www.facebook.com/photo.php?v=613232482083748
এবং ঊষা রানী এই কথায় https://www.facebook.com/photo.php?v=569782289706959
এবং সাঈদী পরিবার অভিযোগ করে যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরোদ্ধে সাক্ষী দেবার জন্য সাক্ষীদের অর্থ এবং সুযোগ সুবিধা দিচ্ছে যা মিড়িয়াতেও আসে "সাঈদীর মামলার বাদী ও সাক্ষীকে ৭ লাখ টাকার চেক প্রদান" শিরোনামে । লিংক http://www.m.rtnn.net//newsdetail/detail/1/4/77516#.UvXIBWKSxiQ ।
এবার দেখা যাক হিন্দুরা মাসুদ বিন সাঈদীকে কেমন ভোট দিয়েছে , উপজেলার ২৩টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র হিন্দু অধ্যুষিত হিসেবে পরিচিত। এর মধ্যে রেখাখালী সুতারখালীর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় খালেক গাজীর নিজ কেন্দ্রে মাসুদ সাঈদী দ্বিগুণেরও বেশি ভোট পান। সেখানে মাসুদ সাঈদী পান ৬৫৯ ভোট, খালেক গাজী পান ২৯৭ ভোট। দক্ষিণ ইন্দুরকানী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে মাসুদ সাঈদী পান ৭৮৭ ভোট, খালেক গাজী পান ২৩৭ ভোট। পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মাসুদ সাঈদী পান ৭৬৮ ভোট, খালেক গাজী পান ৫০৮ ভোট। সরজমিন জিয়ানগর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। মুসলিম হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি ও দীর্ঘ লাইন। সকালে এ চিত্র দেখে খালেক গাজীর সমর্থকরা কয়েকটি কেন্দ্র দখলের চেষ্টা করে। কিন্তু মাসুদ বিন সাঈদীর সমর্থক ও ভোটারদের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা পিছু হটে যায়।
নির্বাচনে জয়ের বিষয়ে মাসুদ সাঈদী বলেন, জিয়ানগরবাসী প্রমাণ করে দিয়েছে বিশ্ববাসীকে- সাঈদী সাহেবের উপর জুলুম করা হয়েছে। তাছাড়া, তিনি যে হিন্দুদের নির্যাতন করেননি তা তারাই ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। ভোটের ফলাফল চিত্র তা-ই প্রমাণ করে। তিনি বলেন, আমার পিতা যুদ্ধাপরাধে অপরাধী নন। তিনি জিয়ানগরবাসীর প্রাণের মানুষ। পাশাপাশি ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এলাকাবাসীর জন্য কাজ করেছেন। আর গত ৫ বছরের জুলুম, নির্যাতন, হামলা-মামলা ও সন্ত্রাসের জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। তিনি জানান, এই জিয়ানগর উপজেলার স্বপ্ন দেখেছিলেন সাঈদী। তার চেষ্টায়ই এই উপজেলা হয়।
বিষয়: বিবিধ
১৪৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন