স্বাধীনতা দিবস উপলক্ষে লাখো কন্ঠে জাতীয় সংগীত গেয়ে রেকর্ড করার পাশাপাশি ভারতের কর্তৃক উপহার হিসেবে দেওয়া লাশটি গ্রহন করুন...
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৪ মার্চ, ২০১৪, ০৩:১১:২৬ দুপুর
স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের উপহার আরো একটি লাশ!!!
আমরা শুধু গ্রিনেস বুকে নাম লেখানো জন্য বাংলাদেশে এতবড় বড় একটা আয়োজন করতেছি প্রতিবেশি হিসেবে ভারত কি আর উপহার না পাঠিয়ে থাকতে পারে?? তাই তারা আগেবাগেই উপহার রেডি করে রেখেছে। এই স্বাধীনতা দিবসের উপহার হিসেবে তারা এক হতবাগা বাংলাদেশী তরুনের লাশ!!!!!
আমরা আশা করতেছি এই উপহার আমাদের স্বাধীনতা দিবসে গ্রিনেস বুকে নাম লেখানোর অনুষ্ঠানটি আরো আকর্ষনীয় এবং প্রাণ চঞ্চল করে তুলবে। চেতনাময়ীরা আরো চেতনা উজ্জেবিত হবে এবং ভারত -বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত হবে।
http://mzamin.com/details.php?mzamin=MTYzMDA=&sMQ==
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গান গেয়ে কিছু হয় না , চিরেও ভেজে না ।বিশেষ কিছু অর্জন করতে গেলে কাজ করতে হয় , করতে হয় কঠিন সংগ্রাম ।
আসল সময় দেশপ্রেম দেখাতে যারা পারে নাই তারা এখন গান গেয়ে , পতাকাবাজি করে দেশপ্রেম দেখাতে চাইছে ।
দেশপ্রেম যদি এতই টুইটুম্বুর তাহলে
০ ঋণ না নিয়ে চলুক ।
০ সবক না নিয়ে হাটুক.
০ সীমান্ত হত্যার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিক
০ ভিনদেশী সিরিয়াল বন্ধ করে দিক যেখানে তারা আমাদেরটা দেখে না ।
এসব না করে পতাকা উড়ানো আর গান গাওয়ার মত '' যে কেউ পারে '' এরকম ফান করে দেশকে বিশ্বের কাছে আমরা আরও হেয় করে ফেলছি ।
আজ এসব রেকর্ড করবেন তো কাল পাকিস্তান আবার তা ভেঙ্গে ফেলবে । খুবই স্বাভাবিক , কারণ যে পাকিস্তানকে ছবক দেবার জন্য এরকম ফালতু কাহিনী করছে সবাই সেই পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে বেশী । তাই বেশী লোক দিয়ে পতাকা বানানো , গান গাওয়া থেকে শুরু করে যে কোন কিছু করার ক্ষেত্রে তারা সবসময়ই আমাদেরকে পেছেন ফেলবে । আবার ভারত পেছনে ফেলবে পাকিস্তানকে , চীন ভারতকে - যেহেতু চীনের জনসংখ্যা সবচেয়ে বেশী ।
পাকিস্তানকে আমরা যে ছবকটা দিয়েছি তা পাকিস্তান তো কোনদিনই শোধ করতে পারবে না ।
কিসের সাথে কিসের তুলনা !
যারা যুদ্ধের সময় যুদ্ধে না গিয়ে পালিয়ে ছিল , দাদাদের আশ্রয়ে আরাম আয়েশে জীবন যাপন করেছে তাদের কাছে যুদ্ধ ও খেলা সমান ।
তাই সামান্য এক খেলাকেই তারা যুদ্ধের সাথে মিলিয়ে ফেলে । ফলে তাদের দ্বারা অনুপ্রানিত অবুঝ পোলাপানরা খেলাকেই যুদ্ধের সাথে তুলনা করতে শিখেছে ।
আবু জারীর লিখেছেন : সীমান্ত হত্যায় গিনিজ বুকে ভারতের নাম চাই।
মন্তব্য করতে লগইন করুন