স্বাধীনতা দিবস উপলক্ষে লাখো কন্ঠে জাতীয় সংগীত গেয়ে রেকর্ড করার পাশাপাশি ভারতের কর্তৃক উপহার হিসেবে দেওয়া লাশটি গ্রহন করুন...

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৪ মার্চ, ২০১৪, ০৩:১১:২৬ দুপুর

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের উপহার আরো একটি লাশ!!!

আমরা শুধু গ্রিনেস বুকে নাম লেখানো জন্য বাংলাদেশে এতবড় বড় একটা আয়োজন করতেছি প্রতিবেশি হিসেবে ভারত কি আর উপহার না পাঠিয়ে থাকতে পারে?? তাই তারা আগেবাগেই উপহার রেডি করে রেখেছে। এই স্বাধীনতা দিবসের উপহার হিসেবে তারা এক হতবাগা বাংলাদেশী তরুনের লাশ!!!!!

আমরা আশা করতেছি এই উপহার আমাদের স্বাধীনতা দিবসে গ্রিনেস বুকে নাম লেখানোর অনুষ্ঠানটি আরো আকর্ষনীয় এবং প্রাণ চঞ্চল করে তুলবে। চেতনাময়ীরা আরো চেতনা উজ্জেবিত হবে এবং ভারত -বাংলাদেশের সম্পর্ক আরো মজবুত হবে।

http://mzamin.com/details.php?mzamin=MTYzMDA=&sMQ==

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197094
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
হতভাগা লিখেছেন : এই সব গান ফানে যদি কিছু হতই তাহলে তো জিয়ারা যুদ্ধ করতে অস্ত্র হাতে মাঠে নামতো না । শাহিন সামাদ , বিকাশদের মত মুক্তির গানের দলে যোগ দিয়ে গান গেয়ে বেড়াতো সারা দেশ জুড়ে।

গান গেয়ে কিছু হয় না , চিরেও ভেজে না ।বিশেষ কিছু অর্জন করতে গেলে কাজ করতে হয় , করতে হয় কঠিন সংগ্রাম ।

আসল সময় দেশপ্রেম দেখাতে যারা পারে নাই তারা এখন গান গেয়ে , পতাকাবাজি করে দেশপ্রেম দেখাতে চাইছে ।

দেশপ্রেম যদি এতই টুইটুম্বুর তাহলে

০ ঋণ না নিয়ে চলুক ।

০ সবক না নিয়ে হাটুক.

০ সীমান্ত হত্যার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিক

০ ভিনদেশী সিরিয়াল বন্ধ করে দিক যেখানে তারা আমাদেরটা দেখে না ।

এসব না করে পতাকা উড়ানো আর গান গাওয়ার মত '' যে কেউ পারে '' এরকম ফান করে দেশকে বিশ্বের কাছে আমরা আরও হেয় করে ফেলছি ।

আজ এসব রেকর্ড করবেন তো কাল পাকিস্তান আবার তা ভেঙ্গে ফেলবে । খুবই স্বাভাবিক , কারণ যে পাকিস্তানকে ছবক দেবার জন্য এরকম ফালতু কাহিনী করছে সবাই সেই পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে বেশী । তাই বেশী লোক দিয়ে পতাকা বানানো , গান গাওয়া থেকে শুরু করে যে কোন কিছু করার ক্ষেত্রে তারা সবসময়ই আমাদেরকে পেছেন ফেলবে । আবার ভারত পেছনে ফেলবে পাকিস্তানকে , চীন ভারতকে - যেহেতু চীনের জনসংখ্যা সবচেয়ে বেশী ।

পাকিস্তানকে আমরা যে ছবকটা দিয়েছি তা পাকিস্তান তো কোনদিনই শোধ করতে পারবে না ।

কিসের সাথে কিসের তুলনা !

যারা যুদ্ধের সময় যুদ্ধে না গিয়ে পালিয়ে ছিল , দাদাদের আশ্রয়ে আরাম আয়েশে জীবন যাপন করেছে তাদের কাছে যুদ্ধ ও খেলা সমান ।

তাই সামান্য এক খেলাকেই তারা যুদ্ধের সাথে মিলিয়ে ফেলে । ফলে তাদের দ্বারা অনুপ্রানিত অবুঝ পোলাপানরা খেলাকেই যুদ্ধের সাথে তুলনা করতে শিখেছে ।
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৯
147167
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যে দেশে মুক্তি যোদ্ধারা দুইবেলা ভাতের জন্যরাস্তায় রাস্তায় ঘুরে ৷সে দেশে কুটি কুটি টাকা খরচা করি সোনারবাংলা গাওয়া তো মহাপাপ ৷ আর সোনারবাংলা গাইতে টাকা লাগে কেন ?আমাগো দেশ প্রেম কি চু... নাকি যে সোনারবাংলা গাইতে টাকা খুজঁমু ৷ এইটাকা মুক্তিযোদ্ধাদের দেওয়া হোক ।এই অনুষ্ঠানটা করতে গিয়ে সরকার কিন্তুআরো একটা গিনেস রেকর্ড করে ফেলেছে। সেইটা হইলো,এই পৃথিবীতে ইতিপূর্বে কেউ একটা রেকর্ডকরতে গিয়ে ৯০ কোটি খরচ করে নাই।ফলে এইটা হবে, গিনেস বুকের জন্যে সবচেয়ে দামি বিশ্বরেকর্ড।কি আনন্দ, তাই না ?এক রেকর্ড করতে গিয়ে দুই রেকর্ড -এক টিকেটে দুইছবি, একটা কিনলে আর একটা ফ্রি। দারুন আনন্দেরব্যাপার,আসেন আমরা সবাইআনন্দে তালিয়া বাজাই ।
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
147215
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : জাতীয় সংগীতটাই চরম এক বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ একটি গান যা বাংলাদেশের মত একটি দেশের জাতীয় সংগীত হওয়ার যোগ্যতা রাখে না।
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:১৬
147323
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ গানটি নিয়ে এখন চেতনাময়ীরা এত বাড়াবাড়ি করতেছে @গ্যাঞ্জাম খানের খোলা চিঠি
197124
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫০
আবু জারীর লিখেছেন : সীমান্ত হত্যায় গিনিজ বুকে ভারতের নাম চাই।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
147191
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম... সীমান্ত হত্যায় যদি গিনিজ বুকে লেখার কোন অপশন থাকে তাহলে একমাত্র ভারতই নাম পারবে।
197174
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গিনেজ বুক অব রেকর্ডে বাংলাদেশকে আরেকটি কারনে স্থান দেয়া উচিত। তা হলো শত কোটি টাকা খরচ করে গিনেজ বুকে দেশের নাম লেখানোর ক্ষেত্রে সম্ভবত বাংলাদেশই প্রথম।
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:১৭
147324
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই অনুষ্ঠানটা করতে গিয়ে সরকার কিন্তুআরো একটা গিনেস রেকর্ড করে ফেলেছে। সেইটা হইলো,এই পৃথিবীতে ইতিপূর্বে কেউ একটা রেকর্ডকরতে গিয়ে ৯০ কোটি খরচ করে নাই।ফলে এইটা হবে, গিনেস বুকের জন্যে সবচেয়ে দামি বিশ্বরেকর্ড।কি আনন্দ, তাই না ?এক রেকর্ড করতে গিয়ে দুই রেকর্ড -এক টিকেটে দুইছবি, একটা কিনলে আর একটা ফ্রি।
197205
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
শিশির ভেজা ভোর লিখেছেন : আপনারা সব জায়গায় বিরোধীতা খুজেন কেন বুঝি না।
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৯
147340
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বিরোধীতা করলাম কই? আমি বলেছি যে স্বাধীনতা দিবসের উপহার হিসেবে ভারতের দেওয়া হতবাগা বাংলাদেশী তরুনের লাশটি নিয়ে উৎসব করার জন্য। স্বাধীনতা দিবস বলতে একটা কথা আছেনা?? একটি লাশ তাতে কি আসেযায়, তারা তো আমাদের বন্ধু রাষ্ট্র তাইনা?Straight Face Straight Face Straight Face
197280
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
আবু জারীর লিখেছেন : সীমান্ত হত্যায় গিনিজ বুকে ভারতের নাম চাই।
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:১৩
147354
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সীমান্তে হত্যার জন্য গিনিজ বুকে ভারতের নাম চাই!! এটাই এখন আমাদের দাবী গ্রিনিজ কর্তিপক্ষে কাছে!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File