ভালবাসা দিবস পালন করা কি আসলেই ইসলাম বিরোধী?? (পুষ্টি পড়ে কারো পছন্দ না হলে গালি দিবেন না প্লিজ)

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:২৭:২১ দুপুর

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাস দিবস হিসেবে পালন করে থাকে। এই দিন বিশেষ করে তরুন-তরুনীরা বেশি পালন করতে দেখা যায়। অনেক প্রেমিক-প্রেমিকা তাদের ডেটিংয়ের জন্য এই দিনটি বেছে নেয়। বিভিন্ন পর্যটন এলাকা এবং পার্কে এদের বিচরণ দেখা যায়। এই সুযোগে অনেক বিপদ গামী তরুন-তরুনী বিভন্ন হোটেল-মোটেল বা কটেজে অসমাজিক কার্যকলাপে লিপ্ত হয়। যার কারণে ধর্ম পর্ন্থীরা এই দিবসটাকে "বেহায়া" দিবস হিসেবে উল্লেখ করে।

একটি কথা আমাদের মনে রাখতে হবে ইসলামে ভালবাসা নিষিদ্ধ নয়। কেবল "অবৈধ প্রেমই" নিষিদ্ধ। আমরা এই দিনটি যদি পারিবারিক এবং সুস্থ ভালবাসার মধ্যে সীমাবদ্ধ রেখে পালন করতে পারি তাহলে আর এইদিনটির সাথে ইসলামের বিরোধ থাকার কথা নয়।

বিঃদ্রঃ ভালবাসার মানুষ বলতে শুধু প্রেমিক-প্রেমিকাকে বুঝায় না। পিতা-মাতা, ভাই-বোন এবং বন্ধু-বান্ধবও ভালবাসার মানুষ। তাদের কে নিয়েও এই দিনটি পালন করা যায়।)

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176729
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালোবাসার জন্য একটা দিন বরাদ্দ করলে সেটা সমস্যা কোথায় বুঝলাম না।
183193
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমিও সেইকথাই বলি, কন্তিু কিছু তরুণ-তরুনীর উগ্র যৌন আচরনের জন্য ইসলাম পন্থিরা তার বিরোধীতা করে আসতেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File