কোনটি প্রয়োজন আমাদের? ধর্মনিরেপক্ষতা নাকি রাজনীতি নিরেপক্ষতা

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৮ জানুয়ারি, ২০১৪, ০৪:১১:০৭ বিকাল

ধর্মনিরেপক্ষতা নয় রাজনীতি নিরেপক্ষতা চায়!!!

রাজনীতি আমাদের কে কত হিংস্র করে তুলতেছে তা কি কেউ খেয়াল করে দেখেছেন কি?

আমি যে ম্যাচে থাকি ওখানে পরাস্পর ভাই সম্পর্কিত কুতুবদীয়ার দুজন ছেলে থাকে। তাদের একজ করে ছাত্রদল অন্য জন ছাত্রলীগ। রাতে সবাই বসে একসাথে খবর শুনি। খবরে যখন বলে আজ এক বিএমপি/ছাত্রদল/শিবির নিহত হয়েছে তখন ছাত্রলীগ সমর্থক ছেলেটি উল্লাস করে আবার যখন বলে কোন আওয়ামীলীগ/ ছাত্রলীগ নিহত হয়েছে তখন ছাত্রদল সমর্থক ছেলেটি উল্লাস করে। দেখুন এবার রাজনীতি আমাদেরকে কি রকম হিংস্র মনোভাব ডুকিয়ে দিয়েছে। আওয়ামীলীগ/ছত্রলীগ, বিএমপি/ছত্রদল, জামাত/শিবির যে হোক না কেন সবাই যে আমার মত এক জন মানুষ এটা আমারা ভাবিনা। সব চেয়ে বড় কথা হল সবাই মানুষ। মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু তাই বলে আমার বিপরীত মতাবলম্বী মানুষ গুলো মরলে আমারা এত উল্লাস করি কেণ? রাজনীতি আমাদের মানুষত্ব নিয়ে যাচ্ছে এবং দিয়ে যাচ্ছে পশুত্ব। কেন আমারা এটা থেকে বেরিয়ে আসতে পারিনা? যারা ধর্মীয় ধর্মনিরেপক্ষতা কথা বলে চেচিয়ে ওঠে তাদের চুখ কি তখন অন্ধ থাকে? তারা এগুলো দেখেনা?

আসলে আমাদের কি প্রয়োজন? "ধর্মনিরেপক্ষতা নাকি রাজনীতি নিরেপক্ষতা?" কোনটা হলে দেশ শান্ত হবে?

বিষয়: রাজনীতি

৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File