আগামী কাল খ্রিষ্টানদের "বড়দিন"....।
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৪:২৭:১০ বিকাল
আগামী কাল খ্রিষ্টানদের "বড়দিন"।
অনেকেরই খ্রিষ্টান বন্ধু রয়েছে।
তাই আগামীকাল হয়তো তারা তাদের সেই খ্রিষ্টান
বন্ধুদের উৎসবে যাবে মজা করতে।
কিন্তু খ্রিষ্টানদের বড়দিন উৎসবে কোন মুসলিমের
যোগদানের হুকুম কি?
খ্রিষ্টানদের বড়দিন উৎসবে কোন মুসলিমের
যাওয়া সম্পূর্ণ হারাম।
কেননা খ্রিষ্টানরা তাদের বড়দিনে তাদের
ভ্রান্ত বিশ্বাসের ঈশ্বর যীশু বা ঈসা (আঃ) এর জন্মদিন উদযাপন করে।
তারা আল্লাহ্র নাবী ঈসা (আঃ) কে মাবুদ বানিয়ে আনন্দ উল্লাস করে।
অথচ এটি একটি শিরক। বড় শিরক।
মহান আল্লাহ্ বলেনঃ "তারা কাফের,
যারা বলে যে, মরিময়-পুত্র মসীহ- ই আল্লাহ;
অথচ মসীহ বলেন,
হে বণী-ইসরাঈল,
তোমরা আল্লাহর ইবাদত কর, যিনি আমার পালন
কর্তা এবং তোমাদেরও পালনকর্তা।
নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন।
এবং তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন।
আর জালিমদের কোন সাহায্যকারী নেই।
(সুরা আল মায়দাঃ ৭২)
তাই এরকম একটি শিরকের আড্ডাখানায়
যাওয়া কোন মুসলিমের জন্য বৈধ নয়।
শিরক এমন একটি অপরাধ
যা আল্লাহ্ কখনো ক্ষমা করবেন না।
শিরক সবচাইতে বড় অপরাধ।
মহান আল্লাহ্ বলেন-"নিশ্চয় আল্লাহর
সাথে শরীক করা সবচাইতে বড় অন্যায়।"
(সুরা লুকমানঃ ১৩)
“নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশী স্থাপন
করলে তাকে ক্ষমা করবেন না,
কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন,
এবং যে কেউ আল্লাহর অংশী স্থির করে,
সে মহাপাপে আবদ্ধ হয়েছে।"
(সূরাঃ নিসা ৪/৪৮)।
এছাড়াও খ্রিষ্টানদের সাথে বন্ধুত্ব করা
আল্লাহ্ হারাম করেছেন।
মহান আল্লাহ্ আদেশ করেছেন-"হে মুমিণগণ!
তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।
তারা একে অপরের বন্ধু।
তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব
করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।
আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।"
(সুরা আল মায়দাঃ ৫১)
-তানভীর রানা জুয়েল
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কি বলছি যে দূর্গা পূজায় গেলে গুনাহ্ হবেনা?
মন্তব্য করতে লগইন করুন