★ কুরআন শরীফের অলৌকিকতা ★
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ২২ আগস্ট, ২০১৪, ১১:২৫:৫০ সকাল
★ কুরআন শরীফের অলৌকিকতা ★
"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
লিখতে আরবীতে ১৯টি অক্ষর লাগে।
এ বাক্যে ৪টি শব্দ আছে।
তা হলঃ ইসম, আল্লাহ, রাহমান, রাহীম।
আজব ব্যাপার হল,
এই ৪টি শব্দের প্রত্যেকটি কুরআন শরীফে উল্লেখ হওয়ার সংখ্যাটি ১৯ দ্বারা নি:শেষে বিভাজ্য!
যেমনঃ ১. কুরআনে 'ইসম' শব্দটি এসেছে ১৩৩ বার
যা ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য
(১৯×৭=১৩৩)।
২. 'আল্লাহ' শব্দটি এসেছে ২৬৯৮
বার, যা ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য
(১৯×১৪২=২৬৯৮)।
৩. 'রাহমান' শব্দটি এসেছে ৫৭ বার, যা ১৯
দ্বারা নিঃশেষে বিভাজ্য (১৯×৩=৫৭)।
৪. 'রাহীম' শব্দটি এসেছে ১১৪ বার,
১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য (১৯×৬=১১৪)। তাছাড়া "বিসমিল্লাহির রাহমানির রাহীম"
বাক্যটি কুরআনে এসেছে ১১৪
বার, আর তাও ১৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য
(১৯×৬=১১৪)।
এ থেকে প্রতীয়মান হয় যে, পবিত্র
কুরআন মহান আল্লাহর অলৌকিক কিতাব।
পক্ষান্তরে, মানব রচিত গ্রন্থে এরূপ মিল পাওয়া যায় না।
সুবহানাল্লাহ!
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিকি রাশেদ খলিফার নাম শুনেছেন? এই রাশেদ খলিফা নিজেকে নবী দাবী করেছিলেন। এই ১৯ সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য যে বিষয়টির কথা বলছেন সেটা রাদেশ খলিফার আবিস্কার। আমার কথা বিশ্বাস না হয় আপনি ইতিহাস ভালো করে জানুন। এই ১৯ সংখ্যা দ্বারা বিভাজ্য বিষয় নিয়ে অলৌকিকতা দেখার কিছু নাই। কেন? আমার মনে হয় এই কোরআন আমরা কেতটা বুঝলাম, কতটা দেহে ধারন করলাম এবং কতটা মাবুদের নির্দেশ পালন করলাম সেটাই মূখ্য বিষয়।
মন্তব্য করতে লগইন করুন