দেশে পঞ্চাশ লক্ষের অধিক ফেসবুক ইউজার আছে.....

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৯ মে, ২০১৪, ০১:২৮:৩৭ দুপুর

এক পরিসংখ্যানে দেখা গেছে .. দেশে পঞ্চাশ লক্ষের অধিক ফেসবুক ইউজার আছে। বাহ! ভাবতে ভালো লাগে। স্মার্টফোনের বদৌলতে এমনটি সম্মানজনক পরিসংখ্যান। এবার কিছু ফেসবুক ইউজারের কাহিনী ....

কাহিনী ০১

মফস্বল শহরের সুদর্শন যুবক আসলাম। বাড়ি থেকে বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। অন্য বন্ধুদের দেখাদেখি একদিন সেও ফেসবুকে একাউন্ট খোলে। আইডি পেয়ে আর দেরি করেনা, এক সুন্দরী তরুণীকে রিকু পাঠায়। এটা ছিলো একটা ফেক আইডি। সহজ সরল আসলাম বুঝতে পারেনি। এক ঘন্টার মধ্যেই রিকু একসেপ্ট হয়। খুশির চোটে আসলাম তারজন্য পাত্রী দেখা বন্ধ করতে বলে।

আসলাম স্বপ্নে বিভোর সেই তরুণীটিকে ঘিরে. ........

কাহিনী ০২

সুস্মিতা পড়ার টেবিলে বই খোলা রেখে লুকিয়ে লুকিয়ে ফেসবুক চালায়। একদিন ধরা পড়ে মায়ের হাতে। মা যথানিয়মে বাবার কানে তোলে।

বাবা: তুমি বলে পড়া বাদ দিয়া কিতা একটা করো?

সুস্মিতা ভয়ে ভয়ে : ফেসবুক

বাবা : পেইচবুক!!! এইডা কিতা?

সুস্মিতা : সামাজিক যোগাযোগে একাউন্ট খুলছি

বাবা : বিকাশের মতো?

সুস্মিতা : হ আব্বা।

বাবা : আচ্ছা যাও। তোমার মা একটা অশিক্ষিত মহিলা। কেমতে পচিঁশ বছর ঘর করলাম!!

কাহিনী ০৩

এক হুজুর মাহফিলে ওয়াজ করছেন '' এসব ইন্টারনেট, ফেসবুকের কারণে আজ যুবসমাজ বিপদগামী। বেগানা নারীদের ছবি দেখে তরুণ যুবকরা কুপথে যাচ্ছে. ........." এমনি সময় একলোক দৌড়ে এসে বললোঃ ''হুজুর আপনার ছোট ছেলে এক্সিডেন্ট করছে।

এখন হাসপাতালে আছে। ছয় ব্যাগ রক্ত লাগবে।। পাঁচটা পাওয়া গেছে। মাস্টার সাহেবের ছেলে ফেসবুক না, কি একটা আছে সেখানে জানাইছে। পোলা মাইয়ারা এখন রক্ত দিতে আইছে।

উপসংহারে কিছুই বলবোনা. ......সব নিজ দায়িত্বে বুঝে নিবেন।

আত্মার আত্মীয়.

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223351
১৯ মে ২০১৪ দুপুর ০১:৫৮
হতভাগা লিখেছেন : তো কি হইছে !
223381
১৯ মে ২০১৪ বিকাল ০৪:০৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হতভাগা লিখেছেন : তো কি হইছে ! Tongue
223389
১৯ মে ২০১৪ বিকাল ০৪:১০
নীল জোছনা লিখেছেন : চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হতভাগা লিখেছেন : তো কি হইছে !
223430
১৯ মে ২০১৪ বিকাল ০৫:০৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : একটি জিনিস সেটা যেটাই হোক তার পজেটিভ নেগেটিভ দিক আছে। ফেসবুক তার ব্যতিক্রম নয়। এখন এটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার বিবেকই বলে দিবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File