আল্লাহকে ভগবান বা গড নামে ডাকা যাবে না!
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৪ এপ্রিল, ২০১৪, ০৪:১২:২৯ বিকাল
আল্লাহকে ভগবান বা গড
নামে ডাকা যাবে না
ভগবানের পরিচয়ঃ
হিন্দু সম্প্রদায় শ্রী কৃষ্ণকে ভগবান
নামে অভিহিত করে।
ভগবান প্রয়োজনে পৃথিবীতে বিভিন্ন
সময়ে বিভিন্নরূপে পিতার ঔরসে মায়ের
গর্ভে জন্মগ্রহণ করে।
শ্রীকৃষ্ণ বলেন, “হে অর্জ্জুন !
যে যে সময়ে ধর্ম্মের পতন আর পাপের
প্রাদুর্ভাব হয়, সেই সেই সময়ে আমি জন্ম
লইয়া থাকি।
এইভাবে পাপীদের বিনাশ
করিতে (শাস্তি দিতে)আর সৎ লোকদের
বাঁচাইতে এবং ধর্ম্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি জন্মগ্রহণ করি।”
[/sb
(গীতা, ৪র্থ অধ্যায় জ্ঞানযোগঃ ৭-৮)।
ভগবান একবার রাম নাম ধারণ
করে রাজা দসরথের ঔরসে জন্মগ্রহণ
করেছিল।
ভগবান কে দর্শন করা সম্ভব।
শ্রীকৃষ্ণ বলেন,:-
“অনন্য ভক্তি দ্বারা আমি প্রত্যক্ষ করতে,
জানতে ও প্রবেশের জন্য সুলভ।”
(গীতা, ১১
অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগঃ ৫৪)
ভগবান এর লিঙ্গ:-
ভগবান এর স্ত্রীলিঙ্গ ভগবতি।
God এর পরিচয়ঃ
God হল খ্রিস্টানদের মতে সৃষ্টিকর্তার নাম
যার একটি সন্তান আছে নাম যিশু।
বাইবেল এ আছে, যিশুর জন্মের আগ মুহর্তে এক
দেবদূত এসে মেরি কে বলে, তার সন্তানের
পরিচয় হবে গডের সন্তান হিসেবে। “...
So the holy one to be born will be called the
Son of God” (লুক- ১:৩৫) ।
God এর লিঙ্গ:-
God এর স্ত্রীলিঙ্গ Goddess.
এর বহুবচন
Gods.
আল্লাহর পরিচয়ঃ
আল্লাহর কোন জন্ম নেই, মৃত্যুও নেই যেমন
আছে হিন্দুদের ভগবানের।
গডের মত তাঁর কোন
সন্তানও নেই। পবিত্র কোরআনে তিনি নিজের
পরিচয় দিয়েছেন-
“বল তিনিই আল্লাহ এক ও অদ্বিতীয়।
আল্লাহ কারো মুখাপেক্ষি নন। তিনি কাউকে জন্ম
দেননি ও তাঁকেও কেউ জন্ম দেয়নি"।
(সূরা ইখলাসঃ ১-৩) ।
বিষয়: বিবিধ
২২৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ নিজেই নিজের নাম আল্লাহ বলেছেন।
আল্লাহ নামের বিপরীতে কোন স্ত্রী বাচক শব্দ নাই।
ভগবানের বিপরীতে ভগবতী আছে।
গড এর বিপরীতে গডস্ আছে।
সুতরাং বুঝা গেল ভগবান আর গডও নারী ছাড়া চলতে পারেনা। নারীর উপর নির্ভরশীল কোন স্বত্তা সব বিষয়ে স্বাধীন হতে পারেনা, তার নিজস্ব একচ্ছত্র কোন মতামতও নাই, কেননা তার মতামতে স্বীয় নারীও তার ইচ্ছা ঢুকাতে পারে।
ভগবান আর গড যদি কিছু একটা থেকেও থাকে, সেটাও আল্লাহর সৃষ্ট কোনভাবেই আল্লাহর সমকক্ষ ও পরিপূরক নয়।
এটাই ফ্যাক্টস্।
লিখক ও মন্তব্যকারী? মন্তব্য প্রদানকারী? (আমি কনফিউজড) উভয়কে চমৎকার, সংক্ষিপ্ত এ উপস্থাপনার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন