বিয়ের পাত্র নির্বাচনের ব্যাপারে রাসূল (সা) বলেছেনঃ দরিদ্র পাত্র ধনী পাত্র অপেক্ষা উত্তম ....।
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৬ মার্চ, ২০১৪, ০৮:৩৪:১০ রাত
বিয়ের পাত্র নির্বাচনের
ব্যাপারে রাসূল (সা)
বলেছেনঃ দরিদ্র পাত্র ধনী পাত্র
অপেক্ষা উত্তম যদি সে সৎ এবং নামাজী হয়।
কেননা যে আল্লাহকে ভয়
করবে সে আপনাকে ভালোবেসে না হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও
আপনাকে ঠকাতে পারবেনা। ভেবে দেখুন
যদি আপনার
স্বামী আপনাকে বাড়ী গাড়ী সম্পদে ভাসিয়ে
প্রেম করে বেড়ায়,
আপনি কি সুখী হবেন? অথচ অনেক দরিদ্র পরিবারেও দেখবেন বাজার থেকে বড় মাছ
এনে স্বামী স্ত্রী মিলে যখন গল্প
করতে করতে কাটেন সেখানে প্রেমের উৎসব
বয়ে যায়।
টাকাপয়সা দিয়ে সুখ
কেনা যায়না। কারণ চাকরী পরিবর্তন করা যায়
কিন্তু চরিত্র পরিবর্তন
করা যায়না। একজন
ভালো স্বামী আল্লাহর
সন্তুষ্টির জন্য স্ত্রীকে সে সকল সুযোগ
সুবিধা দেবে যা সে নিজের জন্য পছন্দ করে- শ্বশুরবাড়ীর সাথে, স্ত্রীর বন্ধুবান্ধবের
সাথে সদ্ভাব বজায়
রাখবে যাতে স্ত্রী খুশী থাকে। সে কখনোই
স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেনা যেহেতু
সে জানে এর জন্য তাকে আল্লাহর
কাছে জবাবদিহি করতে হবে। আজকাল দেখা যায় পাত্র পেঁচার মত হলেও পাত্রী চাই
ফর্সা, সুন্দরী, লম্বা, স্বাস্থ্যবতী, শিক্ষিতা,
নব্যরুচিশীলা, বড়লোকের কন্যা। কোথাও
চরিত্রের বা স্বভাবের ব্যাপারটি গুরুত্ব
পায়না। অসংখ্যবার
দেখেছি রীতিমত চারিত্রিক সমস্যাগ্রস্ত মেয়েদের
হটকেকের মত বিকিয়ে যেতে অথচ বুদ্ধিমতি,
সচ্চরিত্র, সুন্দর
স্বভাবসম্পন্না মেয়েদের
বিয়ে হয়না। অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান
ভাইকে জিজ্ঞেস করেছি, “আচ্ছা, আপনারা শুধু
চেহারা দেখে এমন মেয়ে কি করে বিয়ে করেন
যাদের এতটুকু
বুদ্ধি বা ম্যাচুরিটি নেই
যে আপনি দু’ছত্রর
কবিতা বললে সে তা উপলব্ধি করতে পারেনা । অনেকে এড়িয়ে গিয়েছেন, আবার অনেকে সততার
সাথে উত্তর দিয়েছেন, “এদের
সহজে ডমিনেট করা যায়
যা বুদ্ধিমতি মেয়েদের
করা যায়না”। একটি বিয়ের উদ্দেশ্য
কি বন্ধুত্ব হওয়া উচিত না স্বৈরাচার,
তা আপনাদের বিবেচনায়
ছেড়ে দিলাম। তবে যার
সাথে মনের কথা শেয়ার
করা যায়না, যে আপনার
সুবিধা অসুবিধা বোঝার মত বিবেকবুদ্ধি রাখেনা তার চেহারা দেখে সব
কষ্ট
ভুলে থাকা যায় কি’না এটা গবেষণা করার মত
বিষয়।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ও ধন্যবাদ
গরীব পাত্র এটাকে কিভাবে ফেস করবে ?
'' পাশের বাড়ির ভাইকে দেখ ,ভাবীকে কত ভালবাসে ! গত মাসেই ভাবীকে একটা নতুন শাড়ি গিফট্ করেছে , আজ আবার ভারী গহনাও দিয়েছে ; তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না ।''
গরীব পাত্র এটা কিভাবে ফেস করবে ?
মন্তব্য করতে লগইন করুন