এটাই কি আমাদের সংস্কৃতি??

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ১৪ মার্চ, ২০১৪, ০৮:৪২:১৪ সকাল

আমি হিন্দিতে গান গাই,

আমি আমার আমাকে

চিরকাল সব রেন্ডিয়াতে খুজে পাই।

ভাবতে আবাক লাগে

কেমন দেশে বসবাস করছি আমরা

যে দেশে দেশী শিল্পীদের নির্বাসিত করে

বিদেশীদের কদর করা হয়?

এটাই কি আমাদের সংস্কৃতি?

এর জন্যই কি আমরা ৫২/৭১ এ

আমরা আমাদের মাতৃ ভাষা ও

দেশের জন্য যোদ্ধ করেছিলাম?

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে

টি২০ ওয়ার্ল্ড কাপের উদ্ভোধনী অনুষ্ঠানে

আমরা কি আমাদের বাঙ্গালীর সংস্কৃতি

কালচার ফুটিয়ে তুলতে পারতামনা?

ধিক্কার জানাই

এসব পরদেশী দালালদের

মনে রাখিস

এই দেশের পবিত্র মাটি

তোদের ক্ষমা করবেনা।

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192055
১৪ মার্চ ২০১৪ সকাল ১০:০০
হতভাগা লিখেছেন : বাংলাদেশের দর্শকরাই না কি বাংলাদেশী পারফরমারদের সময় কোন তালি দেয় নি । খুব কষ্টে সময় পার করেছে কখন এ.আর.রহমান ও তার দল আসবে ।

আইয়ুব বাচ্চু না কি এটা নিয়ে স্টেজেই দর্শকদের উপর পরোক্ষ আক্ষেপ করেছেন ।

'' কষ্ট করে যারা বাংলা গান শুনছেন তাদেরকে ধন্যবাদ , হাততালি পরে অংশের জন্য জমা রাখেন''

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File