মুসলিম ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিলো সৌদি আরব
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ০৮ মার্চ, ২০১৪, ০৮:০৪:০০ রাত
মুসলিম
ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন
ঘোষণা দিলো সৌদি আরব
(সৌদিয়ার বাদশা যে কত বড় আম্রিকার দালাল
সেটা আবার প্রমাণিত হল) সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মুসলিম
ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন
হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র
রাষ্ট্র সৌদি আরব আরও দুটি সংগঠন নুসরা ফ্রন্ট
ও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড
দ্যা লিভ্যান্টকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সৌদি আরবের
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক
বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। এদিকে সৌদি আরবের এ পদক্ষেপ কাতারের ওপর
চাপ বাড়াতে পারে। কারণ, মুসলিম
ব্রাদারহুডের প্রতি কাতারের সমর্থন রয়েছে।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড
দ্যা লিভ্যান্ট সংগঠন দুটির সদস্যরা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের
বিরুদ্ধে লড়াই করছে। বিদেশে সৌদি আরবের
কোন নাগরিক লড়াইয়ে জড়িত প্রমাণিত
হলে তাকে ৩ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড
দেয়ার একটি ডিক্রিও কার্যকর
করা হতে পারে।
বিষয়: রাজনীতি
১১২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন