আশাহত না হবার জন্য মাত্র ২৫ টি কারন.......।

লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ০৫ মার্চ, ২০১৪, ০৬:৩৬:২৭ সন্ধ্যা

আশাহত না হবার জন্য মাত্র ২৫ টি কারন।

আশা করি সবাই পড়বেন ১)বিশ্বের সুখী রাষ্ট্রসমুহের

মাঝে বাংলাদেশের অবস্থান ১১তম!

২)পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশের

স্থান কক্সবাজার!

৩)পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একমাত্র

বাংলাদেশেই (কক্সবাজার)!

৪)বৃহত্তর সিলেট এখনও ‘দ্বিতীয় লন্ডন’

হিসেবে বিশ্বদরবারে পরিচিত!

৫)প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট

আমাদের বাংলাদেশেই!

(ভারতের অংশটুকুতে বর্তমানে প্রাণীসম্পদ

কম।)

৬)বিশ্বে এখনও সবচেয়ে বেশী পাট উত্পাদন

আমরাই করি!

৭)বাংলাদেশ ফ্রীল্যান্সিংএ এখন বিশ্বে ৩য়

এবং খুশির খবর হল এই ধারা অব্যাহত

থাকলে আমরা ফ্রীল্যান্সিং এ ত২০১৫ এর

দিকে ১ম স্থানে চলে আসবো!

৮) ‘মসজিদের শহর’ এখনও ঢাকা–ই আছে!

৯)আমাদের শহীদ দিবসই

স্বীকৃতি পেয়েছে “আন্তজার্তিক

মাতৃভাষা দিবস”

হিসেবে!

১০)পৃথিবীর জনপ্রিয় ভাষাগুলোর মাঝে ‘বাংলা’ এখনও ৪র্থ!

১১)আমরাই পৃথিবীর একমাত্র

জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে!

১২)একমাত্র বাঙ্গালীই এমন

জাতি,যারা প্রবাসে থাকলেও নিজস্ব

সংস্কৃতিকে ধরে রাখে!

১২)পবিত্র হজ্বের পরেই মুসলমানদের

সবচেয়ে বড় মিলনায়তনের স্থান হলো “বিশ্ব

ইজতেমা” যা কিনা একমাত্র বাংলাদেশেই হয়!

১৩)পবিত্র কাবা’র ৫ ওয়াক্ত নামাজের জন্য

নিযুক্ত পাঁচজন ঈমামের মাঝে একজন

বাংলাদেশী! এর চেয়ে বেশি সম্মান আর কোথায় আছে?

১৪)এবারের হজ্বেও স্বয়ং আরবের পরেই

সবচেয়ে বেশী সংখ্যক হাজী ছিলেন বাংলাদেশ

থেকে!

১৫) পৃথিবীর সয়চেয়ে বড় আর উচ্চতম মন্দির

আমাদের বাংলাদেশেই অবস্থিত!

১৬)এখনও প্রতি রমজানে পবিত্র মক্কার মসজিদ

গুলোতে তারাবীহ এর সালাত পড়ানোর দাওয়াত

যারা পান, তাদের দুই–তৃতীয়াংশই

বাংলাদেশী!

১৭)ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল–রাউন্ডার

সাকিব আমাদের দেশেরই!

১৮)বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ

হচ্ছে বাংলাদেশ!

১৯)YouTube আবিষ্কারক তিনজনের একজন

(জাবেদ করিম) বাংলাদেশী বংশোদ্ভূত!

২০)বিশ্বের প্রভাবশালী ১০ জন মানুষের

মধ্যে “খান একাডেমীর” প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত সালমান

খান একজন!

২১)আমাদের বাংলা ভাষা অন্য দেশের ২য়

রাষ্ট্রভাষার সম্মান পেয়েছে!

২২)যুক্তরাজ্যে বাঙালীদেরকে নিয়ে গঠিত

হয়েছে “মিনি বাংলাদেশ”!

২৩)চীনে বাঙ্গালীদের জন্য “বাংলাদেশ

দিবস” নামে একটি দিন জাতীয়ভাবে পালন

করা হয়!

২৪)নিউইয়র্কের সিনেটে বাংলাদেশের

স্বাধীনতা দিবস উদযাপনের আইন করে বিল

পাশ করা হয়েছে!

২৫)আমাদের জাতীয় কবির লিখিত

কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত|

Visit:www.tanvirwebz.tk

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187317
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
সরকার বিরোধী লিখেছেন : আশাহত জীবন যখন ............
187350
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
এস আই সাহেব লিখেছেন : ভাল লাগল
187368
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
বিন হারুন লিখেছেন : আমাদের জাতীয় কবির লিখিত

কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত
কিন্তু আমাদের সঙ্গীতের লেখক কেন তিনি হলে না, ভাবতে আশাহত হয়ে যাই.
অনেক ভাল লাগল Happy
187373
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
আওণ রাহ'বার লিখেছেন : ২৫ নংটা পড়ে ভাই চোখে জল এসে গেছে।
ধন্যবাদ ।
187380
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : গর্বের বিষয় আরও আছে.......অপেন শাহফাগ...!!!
187396
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩৮
তানভীর রানা জুয়েল লিখেছেন : অনেক ধন্যবাদ সবাইকে
187406
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : ২৬) বিশ্ব মিথ্যাবাদীর দেশ বাঙলাদেশ
২৭) বিশ্ব বেহায়া একমাত্র বাঙলাদেশে আছে।
২৮) বাঙলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান, জাতীয় সংগীত হয় অন্য কবির দান।
২৯) সবচেয়ে বেশি নির্যাতিত আলেম ওলামাদের দেশ বাংলাদেশ।
৩০) বিশ্বের সবচেয়ে বড় কারাগারের নাম বাংলাদেশ।
187486
০৫ মার্চ ২০১৪ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Applause Applause অনেক ধন্যবাদ
187559
০৬ মার্চ ২০১৪ রাত ০২:০৭
মাটিরলাঠি লিখেছেন : “৫)প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট
আমাদের বাংলাদেশেই!”

আমাদের অনেকের একটা ভুল ধারনা আছে যে, ম্যানগ্রোভ ফরেস্ট বুঝি একটাই ও তা বাংলাদেশ ও ভারতের মধ্যে। এটা ভুল। ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীতে অনেক গুলি আছে। ম্যানগ্রোভ ফরেস্টের প্রধান বৈশিষ্ট হলো – এটা সমুদ্রতীরে হয়, জোয়ার-ভাটা দ্বারা প্রভাবিত, জোয়ারের সময় বনভূমি প্লাবিত হয়। (তথ্যসূত্র)




১০
187567
০৬ মার্চ ২০১৪ রাত ০২:১৮
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।
১১
187646
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:২৭
তানভীর রানা জুয়েল লিখেছেন : তা হতে পারে@দামাল সন্তান
১২
187648
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:২৮
তানভীর রানা জুয়েল লিখেছেন : হুমমম
১৩
187649
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:২৮
তানভীর রানা জুয়েল লিখেছেন : অনেক ধন্যবাদ
সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File