ডেসটিনি , ডোল্যান্সারের পথেই কি বিকাশ ?

লিখেছেন লিখেছেন হাসিনার ক্যান্সার ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৭:২৪ সকাল

সারাদেশে কোন কাস্টমার কেয়ার

অফিস স্থাপন না করেই ফ্লেক্সিলোডের

দোকান মালিকদের

বিনা বেতনে এজেন্ট

বানিয়ে সারাদেশ

থেকে কমপক্ষে হাজার

হাজার কোটি টাকা সংগ্রহ করে নিয়েছে বিকাশ, বিকাশের সেন্ড মানি চার্জ প্রথমে ২ টাকা করে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি গ্রাহক বানিয়ে এখন গোপনে সেন্ড

মানি চার্জ ৫ টাকা কাটতেছে , তার

মানে বিনা নোটিশে গোপনে দ্বিগুণের

বেশী চার্জ বাড়িয়েছে ! তার মানে আমরা যদি কাউকে ১০ টাকাও পাঠাই সেজন্য ৫ টাকা চার্জ দিতে হবে , আর

আপনি যখন তাদের

প্রতারক এজেন্টদের

কাছে ক্যাশইন করতে যাবেন তখনো আপনাকে বাড়তি চার্জ

গুনতে হবে , আর

সবচেয়ে আশ্চর্যের

বিষয় হলো এজন্য

গ্রাহকদের কোন পূর্ব

নোটিশ না দিয়ে চার্জ

বাড়িয়ে দিয়েছে ।

তার মানে বাংলাদেশ

কে তারা মগের মুল্লুক মনে করে ব্যবসা করতে চাইছে !

বিগত 7 দিন থেকে কোন টাকা কোন

উত্তোলন, ক্যাশ

আউট বা সেন্ড

মানি করা যাচ্ছে না ,

শত শত টাকার

মোবাইল বিল খরচ

করেও কাস্টোমার

কেয়ারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না !

সকলের কাছে অনুরোধ বিকাশের

অব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের

নজরে আনতে ও

সকলকে সচেতন

করতে ফেসবুক ও

টুইটারে পোস্টটি শেয়ার করুন

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File