বিদায় ২০১৪;তুমি জান্নাতবাসী হও...

লিখেছেন লিখেছেন কাঠ পেন্সিল ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩৫:৩৩ সন্ধ্যা

২০১৪ চলে যাচ্ছে জীবন থেকে।প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষবো না।আমি তো আর একাউন্টেন্ট নই, যে লেজার মেলাবো! তবুও কিছু কথা না বললেই নয়।

শুরু করেছিলাম এক নতুন উদ্দীপনা নিয়ে।চেয়েছিলাম নিজেকে প্রমান করতে।হয়তো পেরেছি হয়তোবা পারিনি। সেসব নিয়ে ভাবা এখন অরণ্যে রোদন বই কিছু নয়। আমার তো আর টাইম ম্যাশিন নেই,যে ফিরে গিয়ে পূর্ণতা নিয়ে আসবো!!!!

একজন কে ধন্যবাদ জীবনের সবথেকে দুঃসময়ে পাশে থাকার জন্য।কিন্তু মানুষ স্বার্থপর প্রাণী তাই হয়তো সুখের অসুখে ভোগে!!!

আপনজনদেরকে ও পআশে পেয়েছি।যারা হাজারো পাগলামী/কষ্ট সহ্য করে পাশে বসে থাকে। কষ্ট পেতে দেয় না। হয়তো ভালোবাসে বলেই শত -সহস্র স্বেচ্ছাচারীতা সহ্য করে।এদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করার সামর্থ্য আমার নেই।

মিস করি খুবই কাছের কয়েকজন মানুষকে যারা সর্বদা থাকতো ছায়া হয়ে আমার পাশে। বেদনার তুমুল আঘাত যারা কক্ষনো আসতে দেয়নি কাছে।হয়তো তারা আজ অনেক দূরে। তাদের সাথে আমার দিন রাতের সময়ের ব্যাবধান। যদিও তারা আমার অনুপ্সিতি কিভাবে নিচ্ছে জানি না।তার জন্যই আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কথাটাকে সত্য মনে হয়।

ভালোবাসি তাদেরকে যারা অশেষ ভালোবাসায় আগলিয়ে রেখেছে আমায়। যারা স্বার্থহীন কন্ঠে বুক চিতিয়ে বলে,"বন্ধু আমি থাকতে তোর কোনো ভরসা নেই!"ভালোবাসি তাঁদেরকে।

জীবনে পূর্ণতাই আসল। আর অপূর্ণতা গৌণ।আজ মূখ্যের দিন। গৌণ তোলা থাক।

বিদায় ২০১৪; তুমি জান্নাতবাসি হও।

স্বাগতম ২০১৫; তুমি চিৎকার করে কেঁদে ওঠো। জানান দাও নিজের আগমনের।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298422
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File